নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায় ৷ তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) চেয়ারম্যান ছিলেন ৷ আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ইএসি-পিএম-এর একজন শীর্ষকর্তা ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বিবেক দেবরায় এইমসে ভর্তি ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷
দিল্লি স্কুল অফ ইকোনমিকস ও কেমব্রিজের ট্রিনিটি কলেজেও পড়াশোনা করেছেন বিবেক দেবরায় ৷ কাজ করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পুনের গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে ৷ এছাড়াও আইনি সংস্কার সংক্রান্ত অর্থ মন্ত্রক/ইউএনডিপি প্রকল্পের অধিকর্তাও ছিলেন তিনি ৷ 2019 সালের 3 জুন পর্যন্ত তিনি নীতি আয়োগেরও সদস্য ছিলেন । বেশ কয়েকটি বই, গবেষণাপত্র ও জনপ্রিয় নিবন্ধ লিখেছেন এবং সম্পাদনা করেছেন বিবেক দেবরায় ৷ এছাড়াও বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শদাতা ও কন্ট্রিবিউটিং এডিটরও ছিলেন তিনি ।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়ের প্রয়াণে দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো, যিনি নীতিনির্ধারণ থেকে শুরু করে আমাদের মহান ধর্মগ্রন্থ অনুবাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন । ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানচিত্র সম্পর্কে তাঁর উপলব্ধি ছিল ব্যতিক্রমী । তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই ।"
In the demise of Dr. Bibek Debroy the country has lost an eminent public intellectual who enriched diverse fields, from policy making to translating our great scriptures. His understanding of India’s social, cultural and economic landscape was exceptional. For his extraordinary…
— President of India (@rashtrapatibhvn) November 1, 2024
বিবেক দেবরায়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়জি একজন বিরাট পণ্ডিত ছিলেন ৷ অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত । তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক মানচিত্রে একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন । জননীতিতে তাঁর অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে কাজ করে সেগুলিকে যুবকদের কাছে গ্রহণযোগ্য করে তোলেন ৷"
Dr. Bibek Debroy Ji was a towering scholar, well-versed in diverse domains like economics, history, culture, politics, spirituality and more. Through his works, he left an indelible mark on India’s intellectual landscape. Beyond his contributions to public policy, he enjoyed… pic.twitter.com/E3DETgajLr
— Narendra Modi (@narendramodi) November 1, 2024