ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত, শোকপ্রকাশ মোদি-মুর্মুর

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত হলেন ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনীর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ৷

ETV BHARAT
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : 2 hours ago

Updated : 2 hours ago

নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায় ৷ তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) চেয়ারম্যান ছিলেন ৷ আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ইএসি-পিএম-এর একজন শীর্ষকর্তা ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বিবেক দেবরায় এইমসে ভর্তি ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷

দিল্লি স্কুল অফ ইকোনমিকস ও কেমব্রিজের ট্রিনিটি কলেজেও পড়াশোনা করেছেন বিবেক দেবরায় ৷ কাজ করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পুনের গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে ৷ এছাড়াও আইনি সংস্কার সংক্রান্ত অর্থ মন্ত্রক/ইউএনডিপি প্রকল্পের অধিকর্তাও ছিলেন তিনি ৷ 2019 সালের 3 জুন পর্যন্ত তিনি নীতি আয়োগেরও সদস্য ছিলেন । বেশ কয়েকটি বই, গবেষণাপত্র ও জনপ্রিয় নিবন্ধ লিখেছেন এবং সম্পাদনা করেছেন বিবেক দেবরায় ৷ এছাড়াও বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শদাতা ও কন্ট্রিবিউটিং এডিটরও ছিলেন তিনি ।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়ের প্রয়াণে দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো, যিনি নীতিনির্ধারণ থেকে শুরু করে আমাদের মহান ধর্মগ্রন্থ অনুবাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন । ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানচিত্র সম্পর্কে তাঁর উপলব্ধি ছিল ব্যতিক্রমী । তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই ।"

বিবেক দেবরায়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়জি একজন বিরাট পণ্ডিত ছিলেন ৷ অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত । তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক মানচিত্রে একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন । জননীতিতে তাঁর অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে কাজ করে সেগুলিকে যুবকদের কাছে গ্রহণযোগ্য করে তোলেন ৷"

নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায় ৷ তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) চেয়ারম্যান ছিলেন ৷ আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ইএসি-পিএম-এর একজন শীর্ষকর্তা ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বিবেক দেবরায় এইমসে ভর্তি ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷

দিল্লি স্কুল অফ ইকোনমিকস ও কেমব্রিজের ট্রিনিটি কলেজেও পড়াশোনা করেছেন বিবেক দেবরায় ৷ কাজ করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পুনের গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে ৷ এছাড়াও আইনি সংস্কার সংক্রান্ত অর্থ মন্ত্রক/ইউএনডিপি প্রকল্পের অধিকর্তাও ছিলেন তিনি ৷ 2019 সালের 3 জুন পর্যন্ত তিনি নীতি আয়োগেরও সদস্য ছিলেন । বেশ কয়েকটি বই, গবেষণাপত্র ও জনপ্রিয় নিবন্ধ লিখেছেন এবং সম্পাদনা করেছেন বিবেক দেবরায় ৷ এছাড়াও বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শদাতা ও কন্ট্রিবিউটিং এডিটরও ছিলেন তিনি ।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়ের প্রয়াণে দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো, যিনি নীতিনির্ধারণ থেকে শুরু করে আমাদের মহান ধর্মগ্রন্থ অনুবাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন । ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানচিত্র সম্পর্কে তাঁর উপলব্ধি ছিল ব্যতিক্রমী । তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই ।"

বিবেক দেবরায়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ড. বিবেক দেবরায়জি একজন বিরাট পণ্ডিত ছিলেন ৷ অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত । তাঁর কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক মানচিত্রে একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন । জননীতিতে তাঁর অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে কাজ করে সেগুলিকে যুবকদের কাছে গ্রহণযোগ্য করে তোলেন ৷"

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.