ETV Bharat / bharat

জুতো খুলে করলেন প্রণাম, বিমানে রামলালার সূর্যতিলকের সাক্ষী মোদি - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Grand Ram Navami in Ayodhya: অযোধ্যায় ধূমধাম করে পালিত হচ্ছে রামনবমী উৎসব ৷ বিশেষ দিনে ভোট প্রচারের কারণে মন্দিরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে নিজের ট্যাবলেটে দেখলেন রামলালার সূর্যতিলক ৷ মনোমুগ্ধকর দৃশ্য দেখে পাদুকা খুলে, বুকে হাত দিয়ে প্রণামও সারলেন ৷

Etv Bharat
রামলালার 'সূর্যতিলক' দর্শন মোদির
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 3:42 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: রামজন্মভূমি অযোধ্যায় বুধবার বিশাল বড় উৎসব ৷ রাম মন্দিরে উদযাপিত হচ্ছে রামনবমী উৎসব ৷ বিশেষ এই দিনে মন্দিরে উপস্থিত থাকতে না পারলেও বিমানে বসে বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের ট্যাবলেটে দেখলেন রামলালার সূর্য তিলক ৷

এক্স হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, "অসমের নলবাড়িতে মিছিলের পর আমি রামলালার সূর্যতিলক দেখলাম ৷ কোটি কোটি ভারতবাসীর মতো এই মুহূর্তটা আমেকে আবেগতাড়িত করেছে ৷ অযোধ্যার রামনবমীর বিশাল আয়োজন ঐতিহাসিক ৷ আশা করি এই সূর্য তিলক আমাদের জীবনে নিয়ে আসবে নয়া শক্তি ৷ এই সূর্য তিলক আমাদের দেশকে আরও উজ্জ্বল জায়গায় নিয়ে যাবে ৷"

শুধু তাই নয়, বিমানে বসে রামলালার সূর্যতিলক দেখার সময় জুতোও খুলে ফেলেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভগবান রামের প্রতি মোদির ভক্তি অনুরাগীদের আপ্লুত করেছে ৷ এদিন অসমের নলবাড়িতে মিছিলের সময় প্রধানমন্ত্রী সকলকে 'জয় শ্রীরাম', 'জয় জয় শ্রীরাম', 'রাম-লক্ষণ-জানকি' ও 'জয় বলো হনুমানকি' ধ্বনি বলার জন্য আহ্বান করেন ৷ সমাবেশের আগেও, প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা মন্দিরে রামলালা পুজোর লাইভ লিঙ্ক শেয়ার করেন। এদিন রামনবমী উপলক্ষে 'সূর্য তিলক' নামে পরিচিত রামলালা মূর্তির কপালে সূর্যালোকের রশ্মি দিয়ে অভিষিক্ত হওয়ার পর সকলেই এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকেন ৷ দিকে দিকে ছড়িয়ে পড়ে রামলালার কপালের সূর্য তিলকের ছবি ৷

মূলত, রাম মন্দিরে আয়না এবং লেন্সের সঙ্গে সংযুক্ত বিশেষ পদ্ধতির মাধ্যমে রাম লালার 'সূর্য তিলক' অনুষ্ঠান উদযাপিত হয় ৷ মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বিজ্ঞানীদের একটি দলকে বিশেষ এই কাজে নিযুক্ত করা হয়েছিল ৷ বৈজ্ঞানিক দক্ষতার মাধ্যমে সূর্যের আলোক রশ্মি রাম লালার কপাল এসে পড়লে তা লম্বা রেখার মতো আলোকপাত করে। বিশেষ এই মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি অবাক ও আবেগতাড়িত করেছে দেশবাসীকেও ৷

আরও পড়ুন

1. দিব্য অভিষেকের পর তিথি মেনে সূর্যতিলক রামলালার, রামনবমীতে জমজমাট অযোধ্যা

2. 'অযোধ্যায় এখন সীমাহীন আনন্দ', দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী

3. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?

হায়দরাবাদ, 17 এপ্রিল: রামজন্মভূমি অযোধ্যায় বুধবার বিশাল বড় উৎসব ৷ রাম মন্দিরে উদযাপিত হচ্ছে রামনবমী উৎসব ৷ বিশেষ এই দিনে মন্দিরে উপস্থিত থাকতে না পারলেও বিমানে বসে বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের ট্যাবলেটে দেখলেন রামলালার সূর্য তিলক ৷

এক্স হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, "অসমের নলবাড়িতে মিছিলের পর আমি রামলালার সূর্যতিলক দেখলাম ৷ কোটি কোটি ভারতবাসীর মতো এই মুহূর্তটা আমেকে আবেগতাড়িত করেছে ৷ অযোধ্যার রামনবমীর বিশাল আয়োজন ঐতিহাসিক ৷ আশা করি এই সূর্য তিলক আমাদের জীবনে নিয়ে আসবে নয়া শক্তি ৷ এই সূর্য তিলক আমাদের দেশকে আরও উজ্জ্বল জায়গায় নিয়ে যাবে ৷"

শুধু তাই নয়, বিমানে বসে রামলালার সূর্যতিলক দেখার সময় জুতোও খুলে ফেলেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ভগবান রামের প্রতি মোদির ভক্তি অনুরাগীদের আপ্লুত করেছে ৷ এদিন অসমের নলবাড়িতে মিছিলের সময় প্রধানমন্ত্রী সকলকে 'জয় শ্রীরাম', 'জয় জয় শ্রীরাম', 'রাম-লক্ষণ-জানকি' ও 'জয় বলো হনুমানকি' ধ্বনি বলার জন্য আহ্বান করেন ৷ সমাবেশের আগেও, প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা মন্দিরে রামলালা পুজোর লাইভ লিঙ্ক শেয়ার করেন। এদিন রামনবমী উপলক্ষে 'সূর্য তিলক' নামে পরিচিত রামলালা মূর্তির কপালে সূর্যালোকের রশ্মি দিয়ে অভিষিক্ত হওয়ার পর সকলেই এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকেন ৷ দিকে দিকে ছড়িয়ে পড়ে রামলালার কপালের সূর্য তিলকের ছবি ৷

মূলত, রাম মন্দিরে আয়না এবং লেন্সের সঙ্গে সংযুক্ত বিশেষ পদ্ধতির মাধ্যমে রাম লালার 'সূর্য তিলক' অনুষ্ঠান উদযাপিত হয় ৷ মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বিজ্ঞানীদের একটি দলকে বিশেষ এই কাজে নিযুক্ত করা হয়েছিল ৷ বৈজ্ঞানিক দক্ষতার মাধ্যমে সূর্যের আলোক রশ্মি রাম লালার কপাল এসে পড়লে তা লম্বা রেখার মতো আলোকপাত করে। বিশেষ এই মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি অবাক ও আবেগতাড়িত করেছে দেশবাসীকেও ৷

আরও পড়ুন

1. দিব্য অভিষেকের পর তিথি মেনে সূর্যতিলক রামলালার, রামনবমীতে জমজমাট অযোধ্যা

2. 'অযোধ্যায় এখন সীমাহীন আনন্দ', দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী

3. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.