ETV Bharat / bharat

'শিশুসুলভ আচরণে সহানুভূতি কুড়োচ্ছেন রাহুল', বিরোধী দলনেতাকে খোঁচা মোদির - PM MODI LASHES OUT AT OPPOSITION - PM MODI LASHES OUT AT OPPOSITION

PM MODI SLAMS RAHUL GANDHI: লোকসভায় সোমবার শিশুসুলভ আচরণের পরিচয় দিয়েছেন রাহুল গান্ধি ৷ কিন্তু সেই আচরণের পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র ৷ বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে মঙ্গলবারের জবাবি ভাষণে এ কথাই বললেন প্রধানমন্ত্রী মোদি ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By PTI

Published : Jul 2, 2024, 10:41 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: বিগত 10 বছরে তারা কী কাজ করেছে তা মানুষ দেখেছেন ৷ তার ভিত্তিতেই জনাদেশ নিয়ে টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি মুর্মুর ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বলতে গিয়ে একথাই সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মঙ্গলবার বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী জানান, কংগ্রেস দেশজুড়ে আর্থিক নৈরাজ্য তৈরির চেষ্টা করে চলেছে ৷ এছাড়াও রাহুল গান্ধি-সহ বিরোধীদের নান বিষয়ে এদিন তোপ দাগেন তিনি ৷

সোমবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে রাহুল গান্ধি নিট, মণিপুর-সহ নানা ইস্যুতে বিদ্ধ করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে ৷ তারই পালটা খোঁচায় প্রধানমন্ত্রী এদিন বলেন, "রাহুলের এই আচরণ শিশুসুলভ ৷" ভুলত্রুটি ঢাকতে আদতে রাহুল গান্ধি এসব করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী ৷

লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যাকে কটাক্ষ করে মোদি এদিন বলেন, "এই নিয়ে টানা তিনবার কংগ্রেস লোকসভা নির্বাচনে 100 আসন অতিক্রম করতে ব্যর্থ হল ৷ কিন্তু জনাদেশকে মাথা পেতে না-নিয়ে বরং ওরা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ৷ এমন ভাব করছে যেন ওরা আমাদের হারিয়ে দিয়েছে ৷" পাশাপাশি 'অগ্নিবীর' প্রকল্প এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে কংগ্রেসের 'মিথ্যাচারের'ও কড়া সমালোচনা করেন মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "অগ্নিবীর এবং ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে সংসদে মিথ্য়া বলা হয়েছে ৷ ওঁর মতো (রাহুল গান্ধি) নেতা যখন এমন মিথ্যের আশ্রয় নেন তখন জানতে হবে দেশ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে ৷" এমনকী রাহুল গান্ধির শিশুসুলভ আচরণ নেহাত শিশুসুলভ আচরণ নয়, এর পিছনে গভীর ষড়য়ন্ত্র আছে বলেও হুঁশিয়ারি দেন 'নমো' ৷ পাশাপাশি তৃতীয়বার মেয়াদে এসে তাঁর সরকারের কাজ যে আরও গতিতে হবে সে ব্যাপারেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি বলেন, "তৃতীয়বার ক্ষমতায় এসে তাঁর সরকার তিনগুণ বেশি গতিতে কাজ করবে ৷"

নয়াদিল্লি, 2 জুলাই: বিগত 10 বছরে তারা কী কাজ করেছে তা মানুষ দেখেছেন ৷ তার ভিত্তিতেই জনাদেশ নিয়ে টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি মুর্মুর ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বলতে গিয়ে একথাই সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি মঙ্গলবার বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী জানান, কংগ্রেস দেশজুড়ে আর্থিক নৈরাজ্য তৈরির চেষ্টা করে চলেছে ৷ এছাড়াও রাহুল গান্ধি-সহ বিরোধীদের নান বিষয়ে এদিন তোপ দাগেন তিনি ৷

সোমবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে রাহুল গান্ধি নিট, মণিপুর-সহ নানা ইস্যুতে বিদ্ধ করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে ৷ তারই পালটা খোঁচায় প্রধানমন্ত্রী এদিন বলেন, "রাহুলের এই আচরণ শিশুসুলভ ৷" ভুলত্রুটি ঢাকতে আদতে রাহুল গান্ধি এসব করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী ৷

লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যাকে কটাক্ষ করে মোদি এদিন বলেন, "এই নিয়ে টানা তিনবার কংগ্রেস লোকসভা নির্বাচনে 100 আসন অতিক্রম করতে ব্যর্থ হল ৷ কিন্তু জনাদেশকে মাথা পেতে না-নিয়ে বরং ওরা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ৷ এমন ভাব করছে যেন ওরা আমাদের হারিয়ে দিয়েছে ৷" পাশাপাশি 'অগ্নিবীর' প্রকল্প এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে কংগ্রেসের 'মিথ্যাচারের'ও কড়া সমালোচনা করেন মোদি ৷

প্রধানমন্ত্রী বলেন, "অগ্নিবীর এবং ন্যূনতম সহায়ক মূল্য ইস্যুতে সংসদে মিথ্য়া বলা হয়েছে ৷ ওঁর মতো (রাহুল গান্ধি) নেতা যখন এমন মিথ্যের আশ্রয় নেন তখন জানতে হবে দেশ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে ৷" এমনকী রাহুল গান্ধির শিশুসুলভ আচরণ নেহাত শিশুসুলভ আচরণ নয়, এর পিছনে গভীর ষড়য়ন্ত্র আছে বলেও হুঁশিয়ারি দেন 'নমো' ৷ পাশাপাশি তৃতীয়বার মেয়াদে এসে তাঁর সরকারের কাজ যে আরও গতিতে হবে সে ব্যাপারেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি বলেন, "তৃতীয়বার ক্ষমতায় এসে তাঁর সরকার তিনগুণ বেশি গতিতে কাজ করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.