নয়াদিল্লি, 7 জুন: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ তার আগে শুক্রবার রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা হিসাবে সরকার গঠনের দাবিও জানিয়েছেন তিনি। এরই সঙ্গে, আগামী পাঁচ বছর আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাও জানিয়েছেন মোদি ৷
এদিন সকালে মোদিকে এনডিএ-র নেতা নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় এনডিএ সরকারের নেতৃত্ব দেবেন। এরপর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন মোদি। পাশাপাশি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশীর সঙ্গেও তাঁদের বাসভবনে গিয়ে দেখা করেন মোদি। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান ৷ পরে তিনি জানান, আগামী 9 জুন শপথ নেওয়ার কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন।
এদিন মোদি বলেন, "এই সরকার সুশাসনের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং স্বপ্ন পূরণের প্রচেষ্টা নিশ্চিত করার জন্য আরও ব্যাপকভাবে কাজ করবে। এনডিএ-র বৈঠকে জোটের বন্ধুরা আমাকে প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছেন। তাঁরা এই বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। রাষ্ট্রপতি আমাকে ডেকে পাঠিয়ে ছিলেন ৷ তিনি আমাকে প্রধানমন্ত্রী ডেজিগনেটেড হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। পাশাপাশি শপথ নেওয়ার কথাও বলেছেন। শপথগ্রহণ অনুষ্ঠান কবে হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে ৷ আমি তাঁকে জানিয়েছি 9 জুন সন্ধ্যা আমাদের জন্য উপযুক্ত হবে ৷ বাকি তথ্য রাষ্ট্রপতি ভবন থেকেই দেওয়া হবে। "
এখান থেকেই গত দু'বার সরকার চালানো নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "গত 10 বছরে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন চোখে পড়েছে। 25 কোটি লোক দরিদ্রসীমার বাইরে এসেছে। এটা গর্বের ব্যাপার। আমরা আন্তরিকভাবে দেশের আশা পূরণের কাজ করব। আমি 2014 সালে নতুন ছিলাম, এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন আরও ভালো ভাবে কাজ করতে পারব। দুনিয়ার জন্য ভারত এখন বিশ্ববন্ধু । এর সুফল এখন মিলতে শুরু করেছে।" ভাষণের একটি অংশে মোদি বলেন, "আগামী 5 বছর আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে ৷ এত সঙ্কটের মধ্যেও বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে ভারত এগিয়ে গিয়েছে ৷ এর লাভ দেশের প্রতিটি রাজ্য যেমন পাবে তেমনই যুব প্রজন্মও বঞ্চিত হবে না ৷"