নয়াদিল্লি, 8 মার্চ: লোকসভা ভোটের আগে বড় চমক কেন্দ্রের ৷ রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমাল কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এলপিজি গ্য়াসের দাম কমানোর ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত সারা দেশে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে অবশ্যই লাঘব করবে ৷ বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।"
লোকসভা নির্বাচন দোরগোড়ায় ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিয়েছেন মোদি সরকার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আট শতাংশ ডিএ ঘোষণা করেছে মোদি সরকার ৷ 2024 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতার পরিমাণ দাঁড়াল 50 শতাংশ। এর আগে, 2023 সালের অক্টোবরে শেষবার ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তার একদিন পর শুক্রবার এলপিজি সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷
এদিন এক্স হ্যান্ডেলে ইংরাজি এবং হিন্দি ভাষায় পর পর পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, "রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, আমরা দেশের লক্ষ লক্ষ পরিবারকে সমর্থন করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখছি। এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য 'সহজ জীবনযাপন' নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।" এর আগে গত বছর অক্টোবরে দাম বেড়েছিল এলপিজি-র ৷ তার পর অবশ্য চলতি বছর জানুয়ারি মাসে গার্হস্থ্য এবং বাণিজ্যিক দুই ধরনের গ্য়াস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল ৷ এরপর এদিন ফের রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্র ৷
এদিন রাত 12টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। সামনেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, ভোটের দিকে নজর রেখেই রান্নার গ্যাসের দাম কমানোর মতো এই পদক্ষেপ নিয়েছে মোদি সরকারের। গত বছরের অগস্টে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল মোদি সরকার।
আরও পড়ুন
ভোটের আগে সুখবর, ডিএ বাড়াল মোদি সরকার
নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তৈরি করা জটিল কাজ, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল এসবিআই