নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: পশুর চর্বি মেশানো ঘি দিয়ে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে ৷ এই অভিযোগে উত্তাল দেশের রাজনীতি ৷ অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷
এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব ৷ তিনি পেশায় কৃষক ৷ মামলার আবেদনে তিনি জানিয়েছেন, শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভক্তদের যে প্রসাদী লাড্ডু খাওয়ানো হয়েছে, তাতে বিশুদ্ধ ঘিয়ের বদলে পশুর চর্বি মেশানো ঘি ব্যবহার করা হয়েছে ৷ এভাবে মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা টিটিডি হিন্দু ধর্ম নিয়ে মশকরা করেছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ মামলাকারী আবেদনে বলেছেন, পশুর চর্বি মেশানো ভেজাল ঘি দিয়ে যে প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে। তাতে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসে ধাক্কা লেগেছে ৷ এই আবেদন জনস্বার্থে করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই আবেদনে ৷
গত 19 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন ৷ ঘিয়ের নমুনা পরীক্ষা হয়েছে গুজরাতের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-এ ৷ ওই রিপোর্ট অনুযায়ী, মন্দিরে প্রসাদী লাড্ডু তৈরির ঘি-তে গরু, শুয়োরের চর্বি থেকে শুরু করে মাছের তেল মেশানো রয়েছে ৷ আর এই ঘটনা ঘটেছে পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারের আমলে ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে রাজনীতি ৷
এই খবর সামনে আসতেই শুরু হয় মন্দিরের শুদ্ধিকরণ প্রক্রিয়া ৷ ওই ঘি তিরুপতি মন্দিরে সরবরাহ করত তামিলনাড়ুর দিন্দিগুলের এআর ডেয়ারি ফুড নামের একটি সংস্থা ৷ তারা মাত্র 320 টাকা প্রতি কেজি দরে ঘি পাঠাত তিরুপতিতে ৷ ঘিয়ের এত কম দাম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ শনিবারই সংস্থার ঘিয়ের নমুনা সংগ্রহ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ৷