নয়াদিল্লি, 6 এপ্রিল: বিজেপি এখন দেশের সবচেয়ে বেশি পছন্দের দল ৷ আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকেই নির্বাচিত করবে ৷ বিজেপির 44 বছরের প্রতিষ্ঠাদিবসে আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, সাধারণ মানুষ গত দশকের পর, ফের একবার বিজেপিকে তাঁদের মাটি শক্ত করার সুযোগ করে দিতে চলেছে ৷ অর্থাৎ, ফের একবার মানুষ 'শাসকের পক্ষে', এমনটাই বিশ্বাস মোদির ৷ উল্লেখ্য, 'প্রো-ইনকামবেনসি' বা 'শাসকের পক্ষে' মানুষ, এই মন্তব্য 2019 লোকসভা নির্বাচনের আগেও করেছিলেন ৷
বিজেপির 44 বছর পূরণ উপলক্ষে সকল নেতা ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোদি ৷ সোশাল মিডিয়ায় এনিয়ে একটি লম্বা বার্তা দিয়েছেন তিনি ৷ সেখানে তিনি লেখেন, "কেন্দ্র বা রাজ্য যেখানেই হোক না কেন, আমাদের দল 'গুড গভর্ন্যান্স'কে পুনপ্রতিষ্ঠিত করেছে ৷ আমাদের প্রকল্প ও নীতি দরিদ্র এবং নিঃস্ব মানুষকে সবল করে তুলেছে ৷ যাঁদের দশকের পর দশক ধরে একটি সীমার মধ্যে বেঁধে রাখা হয়েছিল, তাঁরা আজ আমাদের দলের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং আশা খুঁজে পেয়েছেন ৷"
নরেন্দ্র মোদি দাবি করেছেন, বিজেপি ভারতকে দুর্নীতির সংস্কৃতি, তোষামোদ, সুবিধাবাদ, জাতিভেদ, সাম্প্রদায়িকতা এবং ভোট ব্যাংকের রাজনীতি থেকে মুক্ত করেছে ৷ যা দীর্ঘ কয়েকদশক ধরে ভারতে শাসন করা রাজনৈতিক দলের 'হলমার্ক' ছিল ৷ আর এ প্রসঙ্গে বলতে গিয়ে মোদি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নিশ্চিত জয়ের কথা উল্লেখ করেন ৷
মোদি বলেন, "ভারত নতুন লোকসভা নির্বাচিত করতে প্রস্তুত ৷ আমি আত্মবিশ্বাসী যে, মানুষ আমাদের আশীর্বাদ করবে, আরও একবার ক্ষমতায় ফেরার জন্য ৷ যাতে আমরা গত দশকে যে জমি দখল করেছি, তাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারি ৷" মোদি দাবি করেছেন, দেশের যুবসমাজের চাওয়া-পাওয়া ও তাদের আশাপূরণে সফল হয়েছে বিজেপির সরকার ৷ সেই সঙ্গে 21 শতকে দেশকে একটি মজবুত নেতৃত্বাধীন সরকার দিতে পেরেছে ৷ সেই সঙ্গে স্বচ্ছ প্রশাসন ও কোনও রকম বাছ-বিচার না করে, গরিব মানুষকে উন্নয়নের সুফল দিয়ে বিজেপির সরকার ৷
আরও পড়ুন: