ETV Bharat / bharat

তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ! প্রায়শ্চিত্তে 11 দিনের উপোসে 'সুপারস্টার' উপ-মুখ্যমন্ত্রী - Tirupati Laddu Controversy - TIRUPATI LADDU CONTROVERSY

Tirupati Laddu Controversy: তিরুপতির লাড্ডু প্রসাদে পশুর চর্বি ব্যবহারের অভিযোগ উঠেছে ৷ এর জেরে প্রায়শ্চিত্ত করতে 11 দিনের তপস্যা শুরু করলেন অভিনেতা-রাজনীতিবিদ জনসেনা পার্টির পবন কল্যাণ । এই 11 দিন উপবাস করবেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ৷ তিরুপতি মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে ভঙ্গ হবে তাঁর উপবাস ৷

Pawan Kalyan
তিরুপতি লাড্ডু বিতর্কে 11 দিনের উপবাসে পবন কল্যাণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 1:48 PM IST

Updated : Sep 22, 2024, 1:59 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: ওয়াইএসআরসিপি সরকারের আমলে তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় সনাতন ধর্মের মানুষ হিসাবে ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জনসেনা পার্টির পবন কল্যাণ ৷ তিনি রবিবার থেকে গুন্টুরের শ্রী দশাবতার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে 11 দিনের 'প্রায়শ্চিত্ত দীক্ষা' (তপস্যা) শুরু করলেন । যা শেষ হবে অক্টোবরে ৷ তিনি তপস্যা শেষে তিরুপতি মন্দির দর্শন করবেন বলে জানিয়েছেন ৷

তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানোর যে গুরুতর অভিযোগ উঠেছে, সেবিষয়ে সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন পবন কল্যাণ ৷ তিনি উল্লেখ করেন, রাজ্যে ওয়াইএসআরসিপি সরকারের শাসনকালে তাদের কর্মের কারণে তিরুপতির প্রসাদের পবিত্রতা নষ্ট হয়েছে ।

দক্ষিণী সুপারস্টার এক্স পোস্টে লিখেছেন, "আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির কেন্দ্রস্থল শ্রী তিরুপতি বালাজি ধামের প্রসাদের পবিত্রতা নষ্টের প্রচেষ্টায় আমি ব্যক্তিগত স্তরে গভীরভাবে আহত হয়েছি ৷ সত্যি বলতে আমি ভিতরে থেকে প্রতারিত বোধ করছি... ৷ এই মুহূর্তে আমি প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য 11 দিনের উপবাস করার ব্রত নিচ্ছি ৷ প্রায়শ্চিত্ত দীক্ষার শেষে 1 ও 2 অক্টোবর আমি তিরুপতিতে যাব এবং প্রভুকে ব্যক্তিগতভাবে দর্শন করব ৷ তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তারপর প্রভুর সামনে আমার প্রায়শ্চিত্ত দীক্ষা সম্পন্ন হবে...৷"

সনাতন ধর্মালম্বী সকল মানুষ ও অনুরাগীদের তিরুপতির ঘটনার জন্য সম্মিলিতভাবে প্রায়শ্চিত্তের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ৷ একে 'বালাজির প্রতি ভয়ঙ্কর অন্যায়' বলে অভিহিত করে অনুগামীদের প্রভুর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ প্রতিশ্রুতি দিয়েছেন, তিরুপতি মন্দিরের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছেড়ে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ রকম ঘটনা প্রতিরোধ করার জন্য পরিকাঠামোগত পরিবর্তন করা হবে । তিনি বলেছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তথ্যের উপর ভিত্তি করে বলেছেন । সরকার পরিচালিত ল্যাবে লাড্ডুর পরীক্ষা থেকেই তা স্পষ্ট ৷

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু প্রসাদ তৈরিতে ঘি-এর বদলে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ৷ এই ঘটনা আগের যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অর্থাৎ জগন মোহন রেড্ডির সরকারের আমলে হয়েছে বলে তাঁর অভিযোগ । এরপরেই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে ৷

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: ওয়াইএসআরসিপি সরকারের আমলে তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় সনাতন ধর্মের মানুষ হিসাবে ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জনসেনা পার্টির পবন কল্যাণ ৷ তিনি রবিবার থেকে গুন্টুরের শ্রী দশাবতার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে 11 দিনের 'প্রায়শ্চিত্ত দীক্ষা' (তপস্যা) শুরু করলেন । যা শেষ হবে অক্টোবরে ৷ তিনি তপস্যা শেষে তিরুপতি মন্দির দর্শন করবেন বলে জানিয়েছেন ৷

তিরুপতি লাড্ডু তৈরিতে পশুর চর্বি মেশানোর যে গুরুতর অভিযোগ উঠেছে, সেবিষয়ে সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন পবন কল্যাণ ৷ তিনি উল্লেখ করেন, রাজ্যে ওয়াইএসআরসিপি সরকারের শাসনকালে তাদের কর্মের কারণে তিরুপতির প্রসাদের পবিত্রতা নষ্ট হয়েছে ।

দক্ষিণী সুপারস্টার এক্স পোস্টে লিখেছেন, "আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির কেন্দ্রস্থল শ্রী তিরুপতি বালাজি ধামের প্রসাদের পবিত্রতা নষ্টের প্রচেষ্টায় আমি ব্যক্তিগত স্তরে গভীরভাবে আহত হয়েছি ৷ সত্যি বলতে আমি ভিতরে থেকে প্রতারিত বোধ করছি... ৷ এই মুহূর্তে আমি প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য 11 দিনের উপবাস করার ব্রত নিচ্ছি ৷ প্রায়শ্চিত্ত দীক্ষার শেষে 1 ও 2 অক্টোবর আমি তিরুপতিতে যাব এবং প্রভুকে ব্যক্তিগতভাবে দর্শন করব ৷ তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তারপর প্রভুর সামনে আমার প্রায়শ্চিত্ত দীক্ষা সম্পন্ন হবে...৷"

সনাতন ধর্মালম্বী সকল মানুষ ও অনুরাগীদের তিরুপতির ঘটনার জন্য সম্মিলিতভাবে প্রায়শ্চিত্তের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ৷ একে 'বালাজির প্রতি ভয়ঙ্কর অন্যায়' বলে অভিহিত করে অনুগামীদের প্রভুর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ প্রতিশ্রুতি দিয়েছেন, তিরুপতি মন্দিরের ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছেড়ে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ রকম ঘটনা প্রতিরোধ করার জন্য পরিকাঠামোগত পরিবর্তন করা হবে । তিনি বলেছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তথ্যের উপর ভিত্তি করে বলেছেন । সরকার পরিচালিত ল্যাবে লাড্ডুর পরীক্ষা থেকেই তা স্পষ্ট ৷

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু প্রসাদ তৈরিতে ঘি-এর বদলে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল ৷ এই ঘটনা আগের যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অর্থাৎ জগন মোহন রেড্ডির সরকারের আমলে হয়েছে বলে তাঁর অভিযোগ । এরপরেই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে ৷

Last Updated : Sep 22, 2024, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.