ETV Bharat / bharat

'জীবনকৃতী' সম্মানে ভূষিত দীপা, কলকাতার ঝালমুড়ির স্বাদ আজও ভোলেননি প্যারা অ্যাথলিট

Deepa Malik Paralympian: মন্দারমণিতে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হয় প্যারা অলিম্পিয়ান দীপা মালিককে ৷ এখানে তিনি প্যারিক অলিম্পিক্স নিয়েও আশার কথা শোনালেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:51 PM IST

ETV Bharat
দীপা মালিক
এবছরে প্যারিস অলিম্পিক্সে নিয়ে আশার কথা শোনালেন দীপা মালিক

কলকাতা, 24 জানুয়ারি: জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হল দীপা মালিককে ৷ 2016 রিও প্যারাঅলিম্পিকে শটপুটে রুপো-জয়ী দীপার জীবন লড়াইয়ের শেষ কথা ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয় ৷ মন্দারমণিতে হওয়া এই অনুষ্ঠানের মঞ্চে জীবনকৃতী সম্মানে সম্মানিত হলেন পঙ্কজ কোঠারিও ৷ বিলিয়ার্ডের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রে প্রথমবার প্যারা অলিম্পিকে প্রথম ভারতীয় প্যারা অলিম্পিয়ান ডাঃ দীপা মালিক ৷

ক্রিকেট খেলতে এবং বাইক চালাতে পছন্দ করেন এই প্যারা অলিম্পিয়ান শৈশবে রোগাক্রান্ত হয়ে চলচ্ছক্তিহীন হয়ে পড়েন ৷ কিন্তু হার-না-মানা মনোভাবকে পুঁজি করে সেনাবাহিনীর আধিকারিকর ঘরনী ঘুরে দাঁড়িয়েছেন ৷ চল্লিশ বছরে জ্যাভলিনে হাতেখড়ি ৷ দু'বছরের মধ্যে বিশ্বের দু'নম্বর হিসেবে উঠে এলেও অর্জুন পুরস্কারে সম্মানিত দীপা অলিম্পিক পোডিয়ামে উঠেছিলেন শটপুটে সাফল্যের কারণে ৷

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দীপা জানিয়েছেন কলকাতা তাঁর ছোটবেলার শহর ৷ ঝালমুড়ির স্বাদ, ডুয়ার্সের জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা আজও তাজা খেলরত্ন দীপার মনে ৷ কলকাতায় দীপার প্রথম স্কুল ৷ সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে স্কুল জীবন শুরু হওয়া যা আরও দীর্ঘায়ত হয়েছিল এই শহরেই ৷ সেন্ট জেভিয়ার্স কলেজে প্রথম রকব্যান্ড সঙ্গীত শোনার অভিজ্ঞতা আজও ছবির মতো দীপার চোখে ৷

বাঙালি পরিবারের সঙ্গে দীপা মালিকের যোগাযোগ রয়েছে, যা তিনি নিজের মুখেই জানিয়েছেন ৷ দীপার দিদির বিয়ে হয়েছে বাঙালি পরিবারে ৷ পাঞ্জাবি পরিবারে কন্যার বাঙালি পরিবারের রীতিনীতিতে অভ্যস্ত হওয়ার গল্পের কথা শোনালেন ৷ মাছ খাওয়ার প্রথম অভিজ্ঞতাও বাঙালি পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণেই বলে জানিয়েছেন তিনি ৷ ছোটবেলা থেকে ঠাকুমার প্রশ্রয় ছিল দীপা মালিকের সব কাজে ৷

পরবর্তী জীবনে স্বামী এবং সন্তানদের সমর্থনের হাত বাড়ালেও দীপা ভুলতে পারেন না ঠাকুমার প্রথম সমর্থনের কথা ৷ তাই জীবনকৃতী সম্মান দীপা উৎসর্গ করলেন ঠাকুমাকেই ৷ তাঁর হাত ধরেই প্যারা স্পোর্টসে সাফল্যের আলো ৷ ধীরে ধীরে সেই সাফল্যের গ্রাফ বেড়েছে ৷ দীপাও প্রত্যাশার পারদ সম্পর্কে সচেতন ৷ দরজায় কড়া নাড়ছে প্যারিস প্যারা অলিম্পিক ৷ দীপা বলেন, "পদক সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে আগ্রহী নই ৷ তবে পারফরম্যান্সের গুণগত মান যে ভালো হবে, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী ৷"

বার্ষিক ক্রীড়া সাংবাদিক ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রথমবার কলকাতার বাইরে আয়োজিত হয় ৷ সেখানে পুরস্কৃত হলেন জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স সৌরভ কোঠারি এবং অলিম্পিক্সের কোটা অর্জন করার দোরগোড়ায় থাকা শুটার মেহুলি ঘোষ ৷ জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান জানানো হয়েছে কোচ টুম্পা দেবনাথকে ৷ কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেওয়া হয় নীতা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে।

বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়েছেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ ৷ সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন ডেভিড লালহলাসাঙ্গা এবং সেরা অ্যাথিলটের পুরস্কার দেওয়া হয়েছে সোনিয়া বৈশ্য ৷ সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় প্রণতি দাস এবং শেখ শরিফ অনুষ্ঠানে সম্মানিত ৷ এছাড়া, সেরা সাঁতারু (প্যারা) রিমো সাহা, সেরা তিরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলাশ সাহা ৷ সেরা টিটি খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য ৷ মন্দারমনিতে স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন করছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব, যা বৃহস্পতিবার উদ্বোধন করবেন দীপা মালিক ৷

আরও পড়ুন:

  1. বিরক্তিকর ! শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য স্টোকসের, দুঃখপ্রকাশ রোহিতের
  2. ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর
  3. 2036 অলিম্পিকস আয়োজনে উদ্যোগী ভারত, বিড পেতে আত্মবিশ্বাসী মোদি

এবছরে প্যারিস অলিম্পিক্সে নিয়ে আশার কথা শোনালেন দীপা মালিক

কলকাতা, 24 জানুয়ারি: জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হল দীপা মালিককে ৷ 2016 রিও প্যারাঅলিম্পিকে শটপুটে রুপো-জয়ী দীপার জীবন লড়াইয়ের শেষ কথা ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয় ৷ মন্দারমণিতে হওয়া এই অনুষ্ঠানের মঞ্চে জীবনকৃতী সম্মানে সম্মানিত হলেন পঙ্কজ কোঠারিও ৷ বিলিয়ার্ডের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রে প্রথমবার প্যারা অলিম্পিকে প্রথম ভারতীয় প্যারা অলিম্পিয়ান ডাঃ দীপা মালিক ৷

ক্রিকেট খেলতে এবং বাইক চালাতে পছন্দ করেন এই প্যারা অলিম্পিয়ান শৈশবে রোগাক্রান্ত হয়ে চলচ্ছক্তিহীন হয়ে পড়েন ৷ কিন্তু হার-না-মানা মনোভাবকে পুঁজি করে সেনাবাহিনীর আধিকারিকর ঘরনী ঘুরে দাঁড়িয়েছেন ৷ চল্লিশ বছরে জ্যাভলিনে হাতেখড়ি ৷ দু'বছরের মধ্যে বিশ্বের দু'নম্বর হিসেবে উঠে এলেও অর্জুন পুরস্কারে সম্মানিত দীপা অলিম্পিক পোডিয়ামে উঠেছিলেন শটপুটে সাফল্যের কারণে ৷

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দীপা জানিয়েছেন কলকাতা তাঁর ছোটবেলার শহর ৷ ঝালমুড়ির স্বাদ, ডুয়ার্সের জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা আজও তাজা খেলরত্ন দীপার মনে ৷ কলকাতায় দীপার প্রথম স্কুল ৷ সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে স্কুল জীবন শুরু হওয়া যা আরও দীর্ঘায়ত হয়েছিল এই শহরেই ৷ সেন্ট জেভিয়ার্স কলেজে প্রথম রকব্যান্ড সঙ্গীত শোনার অভিজ্ঞতা আজও ছবির মতো দীপার চোখে ৷

বাঙালি পরিবারের সঙ্গে দীপা মালিকের যোগাযোগ রয়েছে, যা তিনি নিজের মুখেই জানিয়েছেন ৷ দীপার দিদির বিয়ে হয়েছে বাঙালি পরিবারে ৷ পাঞ্জাবি পরিবারে কন্যার বাঙালি পরিবারের রীতিনীতিতে অভ্যস্ত হওয়ার গল্পের কথা শোনালেন ৷ মাছ খাওয়ার প্রথম অভিজ্ঞতাও বাঙালি পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণেই বলে জানিয়েছেন তিনি ৷ ছোটবেলা থেকে ঠাকুমার প্রশ্রয় ছিল দীপা মালিকের সব কাজে ৷

পরবর্তী জীবনে স্বামী এবং সন্তানদের সমর্থনের হাত বাড়ালেও দীপা ভুলতে পারেন না ঠাকুমার প্রথম সমর্থনের কথা ৷ তাই জীবনকৃতী সম্মান দীপা উৎসর্গ করলেন ঠাকুমাকেই ৷ তাঁর হাত ধরেই প্যারা স্পোর্টসে সাফল্যের আলো ৷ ধীরে ধীরে সেই সাফল্যের গ্রাফ বেড়েছে ৷ দীপাও প্রত্যাশার পারদ সম্পর্কে সচেতন ৷ দরজায় কড়া নাড়ছে প্যারিস প্যারা অলিম্পিক ৷ দীপা বলেন, "পদক সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে আগ্রহী নই ৷ তবে পারফরম্যান্সের গুণগত মান যে ভালো হবে, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী ৷"

বার্ষিক ক্রীড়া সাংবাদিক ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রথমবার কলকাতার বাইরে আয়োজিত হয় ৷ সেখানে পুরস্কৃত হলেন জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স সৌরভ কোঠারি এবং অলিম্পিক্সের কোটা অর্জন করার দোরগোড়ায় থাকা শুটার মেহুলি ঘোষ ৷ জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান জানানো হয়েছে কোচ টুম্পা দেবনাথকে ৷ কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেওয়া হয় নীতা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে।

বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পেয়েছেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ ৷ সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন ডেভিড লালহলাসাঙ্গা এবং সেরা অ্যাথিলটের পুরস্কার দেওয়া হয়েছে সোনিয়া বৈশ্য ৷ সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় প্রণতি দাস এবং শেখ শরিফ অনুষ্ঠানে সম্মানিত ৷ এছাড়া, সেরা সাঁতারু (প্যারা) রিমো সাহা, সেরা তিরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলাশ সাহা ৷ সেরা টিটি খেলোয়াড়ের সম্মান পেয়েছেন অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য ৷ মন্দারমনিতে স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন করছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব, যা বৃহস্পতিবার উদ্বোধন করবেন দীপা মালিক ৷

আরও পড়ুন:

  1. বিরক্তিকর ! শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য স্টোকসের, দুঃখপ্রকাশ রোহিতের
  2. ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর
  3. 2036 অলিম্পিকস আয়োজনে উদ্যোগী ভারত, বিড পেতে আত্মবিশ্বাসী মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.