ETV Bharat / bharat

আজমেঢ় শরিফে আসছেন 264 পাকিস্তানি তীর্থযাত্রী, চাদর পাঠাচ্ছেন মোদিও - AJMER SHARIF DARGAH

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু 813তম উরস উপলক্ষে প্রধানমন্ত্রীর চাদর নিয়ে আজমেঢ় শরিফ দরগায় আসবেন বলে জানা গিয়েছে।

PM Modi Ajmer
আজমেঢ় শরিফে চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

আজমেঢ়, 28 ডিসেম্বর: সুফি সাধক খাজা মঈনুদ্দিন হাসান চিস্তির বার্ষিক উরস উৎসব। সেই উরসে যোগ দিতে সারা দেশ ও বিশ্বের মানুষ আজমেঢ় শরিফে আসেন ৷ প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও তীর্থযাত্রীদের একটি দল আগামী 4 জানুয়ারি ভারতে আসছে। এই উৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চাদর পাঠাচ্ছেন ৷ আজমেঢ় শরিফ দরগায় 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে চাদর চড়াবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷

আজমেঢ় শরিফে 813তম উরস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি চাদর নিয়ে দরগায় আসবেন বলে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷ দরগায় চাদর দেওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তাও পাঠ করবেন। খাজা গরিব নওয়াজের 813তম উরস আজমেঢ়ে 2 বা 3 জানুয়ারি থেকে শুরু হবে, যখন রজবের চাঁদ দেখা যাবে। পাশাপাশি উরসে প্রত্যেক সাধারণ ও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে দরগায় চাদর পেশ করার প্রক্রিয়াও শুরু হবে।

এডিএম সিটি গজেন্দ্র সিং রাঠৌর জানিয়েছেন, 4 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে চাদর নিয়ে আজমেঢ়ে আসবেন। প্রটোকল অনুযায়ী সেই প্রস্তুতিও শুরু করেছে প্রশাসন। দরগায় একটি শিব মন্দির রয়েছে বলে দাবি করে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত আজমেঢ়ে সিভিল কোর্টে মামলা দায়ের করেছিলেন। বিষয়টি আদালতে বিচারাধীন বলে উল্লেখ করে, হিন্দুসেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন যাতে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দরগায় চাদর পাঠানোর প্রথা স্থগিত করতে বলা হয় বলেও দাবি করা হয়েছিল। তাতে অবশ্য আমল দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷

অন্যদিকে, 264 জন পাকিস্তানি তীর্থযাত্রীর দলটি 4 জানুয়ারি আটারি সীমান্ত অতিক্রম করবে ৷ এরপর ট্রেনে করে পরের দিন 5 জানুয়ারি দিল্লি হয়ে 6 জানুয়ারি আজমেঢ় পৌঁছবে। পাক দলটি 12 জানুয়ারি আজমেঢ় থেকে ফিরে আসবে। আজমেঢ়ে প্রশাসন সেন্ট্রাল গার্লস স্কুলে পাকিস্তানি তীর্থযাত্রীদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করেছে। তবে পাকিস্তানি তীর্থযাত্রী দলের আনুষ্ঠানিক কর্মসূচি এখনও পায়নি প্রশাসন। উরসে যোগ দিতে শুধু স্থানীয় নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আজমেঢ়ে আসেন। প্রশাসন ও মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন স্কুলেই পাকিস্তানি তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করছে।

প্রতিবেশী দেশ পাকিস্তানে খাজা গরিব নওয়াজের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। বলা হচ্ছে, এবারও পাকিস্তান থেকে প্রায় 700 জন পাকিস্তানি আজমেঢ় দরগায় যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু মাত্র 264 জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে ভারত সরকার।

আজমেঢ়, 28 ডিসেম্বর: সুফি সাধক খাজা মঈনুদ্দিন হাসান চিস্তির বার্ষিক উরস উৎসব। সেই উরসে যোগ দিতে সারা দেশ ও বিশ্বের মানুষ আজমেঢ় শরিফে আসেন ৷ প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও তীর্থযাত্রীদের একটি দল আগামী 4 জানুয়ারি ভারতে আসছে। এই উৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চাদর পাঠাচ্ছেন ৷ আজমেঢ় শরিফ দরগায় 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে চাদর চড়াবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷

আজমেঢ় শরিফে 813তম উরস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি চাদর নিয়ে দরগায় আসবেন বলে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷ দরগায় চাদর দেওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তাও পাঠ করবেন। খাজা গরিব নওয়াজের 813তম উরস আজমেঢ়ে 2 বা 3 জানুয়ারি থেকে শুরু হবে, যখন রজবের চাঁদ দেখা যাবে। পাশাপাশি উরসে প্রত্যেক সাধারণ ও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে দরগায় চাদর পেশ করার প্রক্রিয়াও শুরু হবে।

এডিএম সিটি গজেন্দ্র সিং রাঠৌর জানিয়েছেন, 4 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে চাদর নিয়ে আজমেঢ়ে আসবেন। প্রটোকল অনুযায়ী সেই প্রস্তুতিও শুরু করেছে প্রশাসন। দরগায় একটি শিব মন্দির রয়েছে বলে দাবি করে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত আজমেঢ়ে সিভিল কোর্টে মামলা দায়ের করেছিলেন। বিষয়টি আদালতে বিচারাধীন বলে উল্লেখ করে, হিন্দুসেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন যাতে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দরগায় চাদর পাঠানোর প্রথা স্থগিত করতে বলা হয় বলেও দাবি করা হয়েছিল। তাতে অবশ্য আমল দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷

অন্যদিকে, 264 জন পাকিস্তানি তীর্থযাত্রীর দলটি 4 জানুয়ারি আটারি সীমান্ত অতিক্রম করবে ৷ এরপর ট্রেনে করে পরের দিন 5 জানুয়ারি দিল্লি হয়ে 6 জানুয়ারি আজমেঢ় পৌঁছবে। পাক দলটি 12 জানুয়ারি আজমেঢ় থেকে ফিরে আসবে। আজমেঢ়ে প্রশাসন সেন্ট্রাল গার্লস স্কুলে পাকিস্তানি তীর্থযাত্রীদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করেছে। তবে পাকিস্তানি তীর্থযাত্রী দলের আনুষ্ঠানিক কর্মসূচি এখনও পায়নি প্রশাসন। উরসে যোগ দিতে শুধু স্থানীয় নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আজমেঢ়ে আসেন। প্রশাসন ও মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন স্কুলেই পাকিস্তানি তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করছে।

প্রতিবেশী দেশ পাকিস্তানে খাজা গরিব নওয়াজের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। বলা হচ্ছে, এবারও পাকিস্তান থেকে প্রায় 700 জন পাকিস্তানি আজমেঢ় দরগায় যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু মাত্র 264 জন পাকিস্তানি তীর্থযাত্রীকে ভিসা দিয়েছে ভারত সরকার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.