ETV Bharat / bharat

নির্বাচনী বন্ড নিয়ে সোশাল চর্চা মোকাবিলায় আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত: সিজেআই - SC on Social Media Response

SC on Social Media Response over electoral bonds verdict: নির্বাচনী বন্ড নিয়ে সোশাল মিডিয়ায় যে চর্চা চলছে তা মোকাবিলায় আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত ৷ সুপ্রিম কোর্টের রায় জাতির সম্পত্তি ৷ কেন্দ্রকে বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ: সোশাল মিডিয়ার ভাষ্য মোকাবিলা করার জন্য আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত ৷ সোমবার এ কথা বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার প্রসঙ্গে কেন্দ্র ও স্টেট ব্যাংক শীর্ষ আদালতে সওয়াল করেছিল ৷ তারই জবাব দিয়ে এ কথা বলেন প্রধান বিচারপতি ৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে, বিচারপতিরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেন ৷ যদিও তাঁরা সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যমের মন্তব্যের বিষয়বস্তু, তবে একটি "প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাঁধ যথেষ্ট প্রশস্ত"। সিজেআইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এসবিআই-কে নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত বিবরণ প্রকাশ করতে বলেছে ।

শুনানির সময়, সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চকে বলেন যে, রাজনৈতিক দলগুলির দ্বারা কেনা নির্বাচনী বন্ড প্রকাশের তথ্য সম্পর্কিত সোশাল মিডিয়া পোস্ট রয়েছে । তিনি বলেন যে, এই ইস্যুতে 'উইচ হান্টিং' শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট 'বিব্রত' হচ্ছে ৷

তুষার মেহতার কথায়, "চূড়ান্ত লক্ষ্য ছিল কালো টাকা রোধ করা এবং এই আদালতকে অবশ্যই সচেতন হতে হবে যে কীভাবে এই রায় আদালতের বাইরে ছড়ানো হচ্ছে । এখন উইচ-হান্টিং শুরু হয়েছে অন্য স্তরে, কেন্দ্রীয় সরকারের স্তরে নয় । আদালতের সামনে যাঁরা প্রেস সাক্ষাৎকার দেওয়া শুরু করেন তাঁরা ইচ্ছাকৃতভাবে আদালতকে বিব্রত করছেন ৷ বিব্রত করার উদ্দেশ্যে সোশাল মিডিয়া পোস্ট হচ্ছে, এবং এখন এটি একটি উন্মুক্ত মাঠ । এখন পরিসংখ্যানকে মানুষ যেভাবে চাইবে পালটে দিতে পারে। পরিসংখ্যানের উপর ভিত্তি করে, যে কোনও ধরনের পোস্ট করা হচ্ছে ৷"

এই বক্তব্য শুনে দেশের প্রধান বিচারপতি বলেন, "মিস্টার সলিসিটর, আমরা শুধুমাত্র সেই নির্দেশাবলী নিয়ে চিন্তিত যা আমরা জারি করি...বিচারক হিসাবে, আমরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিই । আমরা আইনের শাসন দ্বারা পরিচালিত । আমরা সোশাল মিডিয়া এবং প্রেসে মন্তব্যের বিষয়বস্তুও । তবে অবশ্যই একটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাঁধ যথেষ্ট প্রশস্ত । আমাদের আদালতের একটি প্রাতিষ্ঠানিক ভূমিকা রয়েছে... এটাই একমাত্র কাজ ৷"

মেহতা তখন বলেন, "আমার কাজ হল আদালতকে জানানো যে অন্য কিছু চলছে যা লর্ডশিপরা কখনওই চাননি বা পরিকল্পনারও উদ্দেশ্য ছিল না ৷ আমরা ভেবেছিলাম এই তথ্য ভোটারদের একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেবে কি না তা জানতে সাহায্য করবে ৷"

সিজেআই বলেছেন, "খুব সম্প্রতি, আমাকে একটি রায়ের সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন রায় উল্লেখ করছি না । আমি বলেছিলাম যে এটি কোনও বিচারকের ভূমিকার অংশ নয় ৷ একবার আমরা একটি রায় ঘোষণা করলে এটি জনসাধারণের সম্পত্তি হয়ে যায় । এটি জাতির সম্পত্তি ৷"

আরও পড়ুন:

  1. 21 মার্চের মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ
  2. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  3. যে 1300 কোম্পানি নির্বাচনী বন্ডে অনুদান দিয়েছে, তারা সবাই চোর ? বিরোধীদের কটাক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণমের

নয়াদিল্লি, 18 মার্চ: সোশাল মিডিয়ার ভাষ্য মোকাবিলা করার জন্য আদালতের কাঁধ যথেষ্ট প্রশস্ত ৷ সোমবার এ কথা বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার প্রসঙ্গে কেন্দ্র ও স্টেট ব্যাংক শীর্ষ আদালতে সওয়াল করেছিল ৷ তারই জবাব দিয়ে এ কথা বলেন প্রধান বিচারপতি ৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে, বিচারপতিরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেন ৷ যদিও তাঁরা সামাজিক মাধ্যম এবং সংবাদমাধ্যমের মন্তব্যের বিষয়বস্তু, তবে একটি "প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাঁধ যথেষ্ট প্রশস্ত"। সিজেআইয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এসবিআই-কে নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত বিবরণ প্রকাশ করতে বলেছে ।

শুনানির সময়, সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চকে বলেন যে, রাজনৈতিক দলগুলির দ্বারা কেনা নির্বাচনী বন্ড প্রকাশের তথ্য সম্পর্কিত সোশাল মিডিয়া পোস্ট রয়েছে । তিনি বলেন যে, এই ইস্যুতে 'উইচ হান্টিং' শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট 'বিব্রত' হচ্ছে ৷

তুষার মেহতার কথায়, "চূড়ান্ত লক্ষ্য ছিল কালো টাকা রোধ করা এবং এই আদালতকে অবশ্যই সচেতন হতে হবে যে কীভাবে এই রায় আদালতের বাইরে ছড়ানো হচ্ছে । এখন উইচ-হান্টিং শুরু হয়েছে অন্য স্তরে, কেন্দ্রীয় সরকারের স্তরে নয় । আদালতের সামনে যাঁরা প্রেস সাক্ষাৎকার দেওয়া শুরু করেন তাঁরা ইচ্ছাকৃতভাবে আদালতকে বিব্রত করছেন ৷ বিব্রত করার উদ্দেশ্যে সোশাল মিডিয়া পোস্ট হচ্ছে, এবং এখন এটি একটি উন্মুক্ত মাঠ । এখন পরিসংখ্যানকে মানুষ যেভাবে চাইবে পালটে দিতে পারে। পরিসংখ্যানের উপর ভিত্তি করে, যে কোনও ধরনের পোস্ট করা হচ্ছে ৷"

এই বক্তব্য শুনে দেশের প্রধান বিচারপতি বলেন, "মিস্টার সলিসিটর, আমরা শুধুমাত্র সেই নির্দেশাবলী নিয়ে চিন্তিত যা আমরা জারি করি...বিচারক হিসাবে, আমরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিই । আমরা আইনের শাসন দ্বারা পরিচালিত । আমরা সোশাল মিডিয়া এবং প্রেসে মন্তব্যের বিষয়বস্তুও । তবে অবশ্যই একটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাঁধ যথেষ্ট প্রশস্ত । আমাদের আদালতের একটি প্রাতিষ্ঠানিক ভূমিকা রয়েছে... এটাই একমাত্র কাজ ৷"

মেহতা তখন বলেন, "আমার কাজ হল আদালতকে জানানো যে অন্য কিছু চলছে যা লর্ডশিপরা কখনওই চাননি বা পরিকল্পনারও উদ্দেশ্য ছিল না ৷ আমরা ভেবেছিলাম এই তথ্য ভোটারদের একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেবে কি না তা জানতে সাহায্য করবে ৷"

সিজেআই বলেছেন, "খুব সম্প্রতি, আমাকে একটি রায়ের সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন রায় উল্লেখ করছি না । আমি বলেছিলাম যে এটি কোনও বিচারকের ভূমিকার অংশ নয় ৷ একবার আমরা একটি রায় ঘোষণা করলে এটি জনসাধারণের সম্পত্তি হয়ে যায় । এটি জাতির সম্পত্তি ৷"

আরও পড়ুন:

  1. 21 মার্চের মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দিতে 'সুপ্রিম' নির্দেশ
  2. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  3. যে 1300 কোম্পানি নির্বাচনী বন্ডে অনুদান দিয়েছে, তারা সবাই চোর ? বিরোধীদের কটাক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণমের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.