কটক, 29 অক্টোবর: ওড়িশা হাইকোর্টে জামিন বাহানাগা ট্রেন দুর্ঘটনায় তিন অভিযুক্তের ৷ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল ওই তিন অভিযুক্তকে ৷ প্রত্যেককে এদিন আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ৷ প্রসঙ্গত 2023 সালে জুন মাসে ট্রেন দুর্ঘটনায় প্রায় 300 জন যাত্রী মারা গিয়েছিল ৷ আহত হয়েছিলেন 700 জন ।
বিচারপতি আদিত্য কুমার মহাপাত্রের একক বিচারকের বেঞ্চ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারের যৌথভাবে জামিন আবেদনের শুনানিতে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন ।
হাইকোর্ট আরও ছ’টি শর্তও স্থির করেছে ৷ এই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয় যে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাটি ঘটার জায়গায় তাদের সদর দফতর দেবে না । জামিনের অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা মামলার পোস্টিংয়ের প্রতিটি তারিখে ট্রায়াল কোর্টে হাজির হবেন, তারা আরও তদন্তের জন্য আইও’র সামনে উপস্থিত হবেন, তারা কোনওভাবে প্রমাণের সঙ্গে কোনও লোপাটের চেষ্টা করবেন না । তদন্ত চলাকালীন তারা দেশ ছেড়ে যেতে পারবেন না ৷ একই সঙ্গে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সাক্ষীদের কোনওভাবে হুমকি বা প্রভাবিত করা যাবে না ।
হাইকোর্ট তার 48 পৃষ্ঠার রায়ে জামিনের আবেদন মঞ্জুর করে বলেছে, ‘‘যেকোনও শর্ত লঙ্ঘন করলে জামিন বাতিল করা হবে ।’’ এই দুর্ঘটনার পর রেলের বহু উচ্চাধিকারিককে বদলি করা হয়েছে ৷ এর আগে রেল কর্তৃপক্ষ 5 জন উচ্চাধিকারিককে বদলি করেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন রেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ৷
2 জুন সন্ধ্যায় ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা স্টেশন বাজার এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ চেন্নাইগামী করমণ্ডল-শালিমার এক্সপ্রেস একটি মালগাড়িকে ধাক্কা মারে ৷ এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের সামনের দিকে বহু বগি লাইনচ্যুত হয় ৷ বগিগুলি ছিটকে পাশের ট্র্যাকে উলটে পড়ে ৷ ওই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেস আসছিল ৷ সেই ট্রেনটি লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলিকে ধাক্কা মারে ৷ এতে এই এক্সপ্রেসের বগিগুলিও লাইনচ্যুত হয় ৷