ETV Bharat / bharat

রাহুলের জাত নিয়ে অনুরাগের মন্তব্য়ের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত লোকসভা - Opposition Protests in LS

Opposition Protests in LS: বুধবার বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হল লোকসভা ৷ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বিরোধী দলনেতা রাহুল গান্ধির জাত নিয়ে মন্তব্য করেছিলেন, সেই নিয়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা ৷ অনুরাগ ঠাকুরকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে তারা ৷ এর জেরে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি থাকে ৷

Lok Sabha
লোকসভা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 5:07 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে বুধবার উত্তপ্ত হল লোকসভা ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি সম্বন্ধে অনুরাগ যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদেই এ দিন সরব হন বিরোধী সাংসদরা ৷ অনুরাগের এই নিয়ে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করে বিরোধীরা ৷ পাশাপাশি জাতিসুমারি নিয়েও সংসদের নিম্নকক্ষে সরব হন বিরোধী সদস্যরা ৷ এর জেরে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবিও করতে হয় ৷

এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বের শুরু থেকেই বিরোধীরা, মূলত কংগ্রেস সাংসদরা বিক্ষোভ শুরু করেন ৷ যদিও সেই বিক্ষোভকে আমল দেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে ৷ তার মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস, ডিএমকে, সপা ও শিবসেনা (ইউবিটি) সাংসদরা ৷

সেই সময় বলতে ওঠেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ৷ কিন্তু থামেনি বিরোধীরা ৷ বরং কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ ও অন্য সাংসদরা কিছু কাগজ ছিঁড়ে ওয়েলের দিকে ছুঁড়ে দেন ৷ ওম বিড়লা এর সমালোচনা করেন ৷ তিনি জানান, বিরোধীরা অনুচিত আচরণ করছে ৷

উল্লেখ্য, মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুল গান্ধির জাতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ৷ সেই মন্তব্যের জন্যই বিরোধীরা তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে ৷ পাশাপাশি জাতিসুমারি নিয়েও তারা সরব হয় ৷ এর প্রতিবাদ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷ তাঁর দাবি, কংগ্রেস এভাবে হিংসা ছড়িয়ে দেশকে দুর্বল করতে চাইছে ৷ কংগ্রেস সারাক্ষণ জাতির কথাই বলে যাচ্ছে ৷ লোকসভায় সকলেরই নিয়ম মেনে চলা উচিত বলে তিনি দাবি করেন ৷

তখনও পর্যন্ত লোকসভায় চারটি প্রশ্ন ও তার সাপ্লিমেন্টারি নেওয়া হয়েছিল ৷ বিরোধীদের একাধিক সাংসদের নাম উল্লেখ করা হয় প্রশ্ন করার জন্য ৷ কিন্তু তাঁরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেননি ৷ তবে মহারাষ্ট্র থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ কিরসান নামদেও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ৷ তখন ওম বিড়লা বলেন, "আপনাদের দলের সদস্য প্রশ্ন করছেন । কিন্তু আপনারা তাঁকে কথা বলতে দিচ্ছেন না । এটা ভালো নয় ।"

এর পর গৌরবকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলেন, "আপনি তাঁর (নামদেও) আসনে গিয়েছিলেন তাকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে । আপনি আপনার নিজের সাংসদকে প্রশ্ন করতে বাধা দিচ্ছেন । আপনার এটা করা উচিত নয় ৷" সেই সময় পরিস্থিতি সামলাতে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

মঙ্গলবারও সংসদে অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে হইচই হয়েছিল ৷ বিরোধী দলনেতা রাহুল গান্ধি এই নিয়ে বলেছিলেন, "অনুরাগ ঠাকুর আমাকে অপমান করেছেন ও আমি তাঁর কাছ থেকে কোনও ক্ষমা চাই না । আপনি যতটা পারেন আমাকে গালি দিন বা অপমান করুন ৷ কিন্তু ভুলে যাবেন না, আমরা নিশ্চিতভাবে এই সংসদে জাতিসুমারি পাশ করব ।"

নয়াদিল্লি, 31 জুলাই: বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে বুধবার উত্তপ্ত হল লোকসভা ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি সম্বন্ধে অনুরাগ যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদেই এ দিন সরব হন বিরোধী সাংসদরা ৷ অনুরাগের এই নিয়ে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করে বিরোধীরা ৷ পাশাপাশি জাতিসুমারি নিয়েও সংসদের নিম্নকক্ষে সরব হন বিরোধী সদস্যরা ৷ এর জেরে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবিও করতে হয় ৷

এ দিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বের শুরু থেকেই বিরোধীরা, মূলত কংগ্রেস সাংসদরা বিক্ষোভ শুরু করেন ৷ যদিও সেই বিক্ষোভকে আমল দেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে ৷ তার মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস, ডিএমকে, সপা ও শিবসেনা (ইউবিটি) সাংসদরা ৷

সেই সময় বলতে ওঠেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ৷ কিন্তু থামেনি বিরোধীরা ৷ বরং কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ ও অন্য সাংসদরা কিছু কাগজ ছিঁড়ে ওয়েলের দিকে ছুঁড়ে দেন ৷ ওম বিড়লা এর সমালোচনা করেন ৷ তিনি জানান, বিরোধীরা অনুচিত আচরণ করছে ৷

উল্লেখ্য, মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুল গান্ধির জাতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ৷ সেই মন্তব্যের জন্যই বিরোধীরা তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে ৷ পাশাপাশি জাতিসুমারি নিয়েও তারা সরব হয় ৷ এর প্রতিবাদ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷ তাঁর দাবি, কংগ্রেস এভাবে হিংসা ছড়িয়ে দেশকে দুর্বল করতে চাইছে ৷ কংগ্রেস সারাক্ষণ জাতির কথাই বলে যাচ্ছে ৷ লোকসভায় সকলেরই নিয়ম মেনে চলা উচিত বলে তিনি দাবি করেন ৷

তখনও পর্যন্ত লোকসভায় চারটি প্রশ্ন ও তার সাপ্লিমেন্টারি নেওয়া হয়েছিল ৷ বিরোধীদের একাধিক সাংসদের নাম উল্লেখ করা হয় প্রশ্ন করার জন্য ৷ কিন্তু তাঁরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেননি ৷ তবে মহারাষ্ট্র থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ কিরসান নামদেও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ৷ তখন ওম বিড়লা বলেন, "আপনাদের দলের সদস্য প্রশ্ন করছেন । কিন্তু আপনারা তাঁকে কথা বলতে দিচ্ছেন না । এটা ভালো নয় ।"

এর পর গৌরবকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলেন, "আপনি তাঁর (নামদেও) আসনে গিয়েছিলেন তাকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে । আপনি আপনার নিজের সাংসদকে প্রশ্ন করতে বাধা দিচ্ছেন । আপনার এটা করা উচিত নয় ৷" সেই সময় পরিস্থিতি সামলাতে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

মঙ্গলবারও সংসদে অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে হইচই হয়েছিল ৷ বিরোধী দলনেতা রাহুল গান্ধি এই নিয়ে বলেছিলেন, "অনুরাগ ঠাকুর আমাকে অপমান করেছেন ও আমি তাঁর কাছ থেকে কোনও ক্ষমা চাই না । আপনি যতটা পারেন আমাকে গালি দিন বা অপমান করুন ৷ কিন্তু ভুলে যাবেন না, আমরা নিশ্চিতভাবে এই সংসদে জাতিসুমারি পাশ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.