ETV Bharat / bharat

লোকসভায় নজিরের হাতছানি ! ইতিহাস গড়বেন ওম বিড়লা ? তৃতীয়বার ভোটাভুটিতে স্পিকার নির্বাচন - LS Speaker Election - LS SPEAKER ELECTION

LS Speaker Election: অষ্টাদশ লোকসভায় নজিরের হাতছানি ৷ স্পিকার নির্বাচনকে ঘিরে তৈরি হওয়ার পথে নয়া ইতিহাস ৷ কী নজির সৃষ্টি হতে চলেছে ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
লোকসভায় নজিরের হাতছানি ! (ছবি: গেটি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 6:03 PM IST

নয়াদিল্লি, 25 জুন: অষ্টাদশ লোকসভার শুরু থেকেই নজির সৃষ্টির হাতছানি ৷ স্পিকার পদের জন্য নির্বাচনে প্রার্থী দিয়েছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক ৷ আর এই স্পিকার নির্বাচনকে ঘিরেই ইতিহাস সৃষ্টির মুখে দাঁড়িয়ে লোকসভা ৷

বুধবার স্পিকার নির্বাচন হলে স্বাধীনতার পর থেকে লোকসভার ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার স্পিকার পদের জন্য নির্বাচন হবে ৷ লড়াইয়ে এনডিএ প্রার্থী কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী আটবারের সাংসদ কে সুরেশ ৷ বুধবার স্পিকার নির্বাচন হলে তৈরি হওয়ার পথে আরও এক নজির ৷ সবকিছু ঠিকঠাক চললে, অঙ্কের হিসেব বলছে, ওম বিড়লার লোকসভায় পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ আর বর্তমান স্পিকার নির্বাচিত হলে তিনি হবেন লোকসভার ইতিহাসে দ্বিতীয় স্পিকার, যিনি পুনর্নির্বাচিত হবেন ৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র বলরাম ঝাখরের ৷ ঘটনাচক্রে ঝাখর ও ওম দু'জনেই রাজস্থানের সাংসদ ৷

1980 থেকে 1985 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985 থেকে 1990 সালে রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷ 1980 সালে তিনি পঞ্জাবের ফিরোজপুর থেকে জিতলেও 1984 সালে জিতেছিলেন রাজস্থানের সীকর থেকে ৷ অপরদিকে, 2014 সাল থেকে টানা তিনবার রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিড়লা বুধবার ফের স্পিকার হিসেবে নির্বাচিত হলে তিনি বলরাম ঝাখরের কৃতিত্ব ছোঁবেন ৷

এই নজিরের পাশাপাশি আরও এক নজির সৃষ্টির মুখে দাঁড়িয়ে অষ্টদশ লোকসভা ৷ শরিক নির্ভর এনডিএ-এ সরকারকে চাপে রাখতে এই লোকসভার প্রথম দিন থেকেই শাসকের বিরুদ্ধে সংঘাতের পথে যাওয়ার রণকৌশল নিয়েছে ইন্ডিয়া ব্লক ৷ তাই রীতি ভেঙে এবার স্পিকার পদের জন্য নির্বাচনের পথে হেঁটেছে তারা ৷ স্পিকার পদের জন্য নির্বাচনে ওম বিড়লার বিরুদ্ধে তাদের বাজি কে সুরেশ ৷ শেষ পর্যন্ত যদি এই নির্বাচন হয়, তবে স্বাধীনতার পর থেকে এটা হবে লোকসভার ইতিহাসে তৃতীয়বার স্পিকার নির্বাচন ৷

সাধারণত লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন ৷ লোকসভা সেক্রেটারিয়েটের তথ্য বলছে, স্পিকার পদের জন্য প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে ৷ লড়াইয়ে ছিলেন জিভি মাভালংকার ও শংকর শান্তারাম ৷ মাভালংকার 364 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ৷ আর শান্তারাম পেয়েছিলেন 55 ভোট ৷ এরপর 1976 সালে দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচন হয় ৷ সেবার 344 ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হন বালিরাম ভগত ৷ তাঁর বিপরীতে থাকা প্রার্থী জগন্নাথ রাও 58 ভোট পেয়ে পরাজিত হন ৷

কাজেই স্পিকার নির্বাচন নিয়ে বুধবার দেশবাসীর নজর থাকবে দিল্লির দিকে ৷ 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ।

নয়াদিল্লি, 25 জুন: অষ্টাদশ লোকসভার শুরু থেকেই নজির সৃষ্টির হাতছানি ৷ স্পিকার পদের জন্য নির্বাচনে প্রার্থী দিয়েছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক ৷ আর এই স্পিকার নির্বাচনকে ঘিরেই ইতিহাস সৃষ্টির মুখে দাঁড়িয়ে লোকসভা ৷

বুধবার স্পিকার নির্বাচন হলে স্বাধীনতার পর থেকে লোকসভার ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার স্পিকার পদের জন্য নির্বাচন হবে ৷ লড়াইয়ে এনডিএ প্রার্থী কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী আটবারের সাংসদ কে সুরেশ ৷ বুধবার স্পিকার নির্বাচন হলে তৈরি হওয়ার পথে আরও এক নজির ৷ সবকিছু ঠিকঠাক চললে, অঙ্কের হিসেব বলছে, ওম বিড়লার লোকসভায় পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ আর বর্তমান স্পিকার নির্বাচিত হলে তিনি হবেন লোকসভার ইতিহাসে দ্বিতীয় স্পিকার, যিনি পুনর্নির্বাচিত হবেন ৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র বলরাম ঝাখরের ৷ ঘটনাচক্রে ঝাখর ও ওম দু'জনেই রাজস্থানের সাংসদ ৷

1980 থেকে 1985 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985 থেকে 1990 সালে রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷ 1980 সালে তিনি পঞ্জাবের ফিরোজপুর থেকে জিতলেও 1984 সালে জিতেছিলেন রাজস্থানের সীকর থেকে ৷ অপরদিকে, 2014 সাল থেকে টানা তিনবার রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিড়লা বুধবার ফের স্পিকার হিসেবে নির্বাচিত হলে তিনি বলরাম ঝাখরের কৃতিত্ব ছোঁবেন ৷

এই নজিরের পাশাপাশি আরও এক নজির সৃষ্টির মুখে দাঁড়িয়ে অষ্টদশ লোকসভা ৷ শরিক নির্ভর এনডিএ-এ সরকারকে চাপে রাখতে এই লোকসভার প্রথম দিন থেকেই শাসকের বিরুদ্ধে সংঘাতের পথে যাওয়ার রণকৌশল নিয়েছে ইন্ডিয়া ব্লক ৷ তাই রীতি ভেঙে এবার স্পিকার পদের জন্য নির্বাচনের পথে হেঁটেছে তারা ৷ স্পিকার পদের জন্য নির্বাচনে ওম বিড়লার বিরুদ্ধে তাদের বাজি কে সুরেশ ৷ শেষ পর্যন্ত যদি এই নির্বাচন হয়, তবে স্বাধীনতার পর থেকে এটা হবে লোকসভার ইতিহাসে তৃতীয়বার স্পিকার নির্বাচন ৷

সাধারণত লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন ৷ লোকসভা সেক্রেটারিয়েটের তথ্য বলছে, স্পিকার পদের জন্য প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে ৷ লড়াইয়ে ছিলেন জিভি মাভালংকার ও শংকর শান্তারাম ৷ মাভালংকার 364 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ৷ আর শান্তারাম পেয়েছিলেন 55 ভোট ৷ এরপর 1976 সালে দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচন হয় ৷ সেবার 344 ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হন বালিরাম ভগত ৷ তাঁর বিপরীতে থাকা প্রার্থী জগন্নাথ রাও 58 ভোট পেয়ে পরাজিত হন ৷

কাজেই স্পিকার নির্বাচন নিয়ে বুধবার দেশবাসীর নজর থাকবে দিল্লির দিকে ৷ 27 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.