শিলং, 10 জুলাই: পাঠ্যবইয়ে থাকা বিষয়গুলি নিয়ে আরও তথ্য পড়ুয়াদের দিতে বিশেষ উদ্যোগ নিল মেঘালয় সরকার ৷ বুধবার সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এখন থেকে পাঠ্যবইয়ে একটি কিউআর কোড দেওয়া থাকবে ৷ সেই কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত তথ্য পাবে পড়ুয়ারা ৷
মেঘালয়ের শিক্ষাসচিব এ মারাক জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা এবং জ্ঞানের বিকল্পগুলির মাধ্যমে তাদের সমৃদ্ধ করা । মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা শিক্ষামূলক অ্যাপগুলি দেখতে পাবে ৷ সেখানে ভিডিয়ো ও প্রশ্ন-উত্তর দেখে আরও অনেক কিছু শিখতে পারবে ৷ এর ফলে তাদের সময় যেমন কম লাগবে, তেমনই শেখার উপর আরও বেশি মনোযোগ দিতে পারবে পড়ুয়ারা ৷
মেঘালয়ের ডিরেক্টরেট অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা ডিইআরটি আর ম্যানার নির্দিষ্ট পাঠ্যপুস্তকে এমবেড করা কিউআর কোডগুলির সুবিধার উপর জোর দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, যে শিক্ষার্থীদের উন্নতি করার ইচ্ছা প্রবল, তাদের উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে এই উদ্যোগ ৷
অন্যদিকে মেঘালয়ের শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমা এই উদ্যোগের প্রশংসা করেছেন ৷ তিনি জানিয়েছেন, মেঘালয়ের শিক্ষার্থীরা যাতে শিক্ষার বিভিন্ন দিকগুলি ব্যবহারে ব্যবহারে ব্যাপক সুযোগ পায়, সেই বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ পাঠ্যবইয়ে কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির অঙ্গ ৷
এখন দেখার মেঘালয় সরকারের এই উদ্যোগ থেকে সেখানকার পড়ুয়ারা কতটা উপকৃত হয় ! তবে এর সঙ্গে থেকে যাচ্ছে একটি প্রশ্নও ৷ সেটি হল, মেঘালয়ের মতো একটি রাজ্যে এই সুবিধার সদ্ব্যবহার করতে পারবেন ?