কলকাতা, 11 অগস্ট: আলু রফতানি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা ফোনে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুই রাজ্যের মধ্য়ে আলু সরবরাহ যাতে স্বাভাবিক হয় সে বিষয়ে বাংলার মমতাকে অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ৷
আলু রফতানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ওড়িশার মানুষ। এই অবস্থায় বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রবিবার এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা হয়েছে তা এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর। এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানানো হয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন টেলিফোনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ৷ আলু সরবরাহ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধও করেছেন।
ওড়িশা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে আরও জানানো হয়েছে, অতীতে দিল্লিতে দু'জনের মধ্যে আলু সরবরাহ নিয়ে কথা হয়েছিল। দিল্লিতে এই আলোচনার পর ওড়িশায় আলু সরবরাহ কিছুটা স্বাভাবিকও হয়ে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে আবারও সমস্যা দেখা দিয়েছে আলু সরবরাহের ক্ষেত্রে। আর তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়া বার্তায় আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মোহন মাঝিকে। এবার দেখার দুই রাজ্যের মধ্যে এই কথোপকথনের পর আদৌ আলু সরবরাহ স্বাভাবিক হয় কি না।