বেরহামপুর, 13 মে: ভোট দিলেন 108 বছরের এক বৃদ্ধা ৷ বিধানসভা নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে নাগরিক অধিকার প্রয়োগ করেন ওড়িশার রুকুনা বেহেরা ৷ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দিলেন ৷ জগন্নাথধামে এই বৃদ্ধার উৎসাহ দেখেই যেন আরও চাঙ্গা হয়ে উঠল গণতন্ত্রের উৎসব ৷
দেশজুড়ে আজ চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনেও চলে ভোটগ্রহণ ৷ ওড়িশা বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটে আজ গঞ্জামের গোপালপুরে ভোটাধিকার প্রয়োগ করেন 108 বছরের রুকুনা বেহেরা । বয়সের ভারে এখন আর হাঁটতে চলতে পারেন না ৷ তাঁর যষ্ঠীর লাঠি বলতে ওই হুইলচেয়ার ৷ চলাফেরা করতে ওটাই একমাত্র ভরসা ৷ সেই হুইলচেয়ারে চেপেই অশক্ত শরীর নিয়ে আজ ভোট দিতে গেলেন সিন্ধিগা গ্রামে বসবাসকারী দেশের এই সচেতন নাগরিক ৷
বাড়ির লোকেরাই রুকুনা বেহরার এই ইচ্ছেপূরণে তাঁকে সহায়তা করেন ৷ তাঁকে হুইলচেয়ারে বসিয়ে তাঁর পরিবার রুকুনা বেহরাকে নিয়ে যায় তাঁর ভোটকেন্দ্রে ৷ এরপর ভোটকেন্দ্রে বৃদ্ধার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ তাঁরাই বৃদ্ধার হুইলচেয়ার ধরে টেনে নিয়ে যান বুথের ভেতরে ৷ পোলিং অফিসারদের সহায়তায় পছন্দের প্রার্থীকে ভোট দেন বৃদ্ধা ৷ তাঁর আঙুলে লাগে ভোটের কালী ৷
ভোট দিয়ে বেরোতেই ইটিভি ভারতের মুখোমুখি হন রুকুনা বেহরা ৷ বিশেষ কিছু বলতে সক্ষম না-হলেও তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল নাগরিক কর্তব্য পালনের তৃপ্তি ৷ তাঁকে দেখে উৎসাহের মাত্রা বাড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ৷ কাজে আরও উদ্দীপনা বাড়ে ভোটকর্মীদের ৷
শুধু রুকুনা বেহরা নন, তাঁর মতোই আজ ভোটকেন্দ্রে দেখা গিয়েছে বহু প্রবীণ নাগরিককে ৷ অনেকে আবার শারীরিক অক্ষমতার কারণে চাকা-চেয়ারেই আস্থা রেখেছেন ৷ তবে বার্ধক্য বা শারীরিক প্রতিবন্ধকতার কারণ ভোটদানের পথে বাধা হয়ে দাঁড়ায়নি ৷
আরও পড়ুন: