ETV Bharat / bharat

UGC-NET পরীক্ষার দিন ঘোষণা এনটিএ'র ! ওএমআর শিটের বদলে ফিরছে কম্পিউটার - UGC NET 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 6:38 AM IST

Updated : Jun 29, 2024, 7:31 AM IST

UGC NET 2024 Exam New Dates: ইউজিসি নেট (UGC NET) এবং সিএসআইআর ইউজিসি নেট (CSIR UGC NET) পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ সেইসঙ্গে এও জানিয়ে দেওয়া হল পরীক্ষার নয়া নিয়ম ৷ শুক্রবার এনটিএ-র তরফে জানানো হয়েছে, জুন সেশনের ইউজিসি-নেট পরীক্ষা হবে এবছরেই ৷ পরীক্ষার দিন কবে?

UGC NET 2024 Exam New Dates
ইউজিসি নেটের পরীক্ষা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 29 জুন: পরীক্ষা নেওয়ার একদিন পরই বাতিল করে দেওয়া হয়েছিল চলতি বছরের জুন মাসের ইউজিসি-নেট পরীক্ষা। স্থগিত করা হয়েছিল সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও। এবার এই বাতিল ও স্থগিত পরীক্ষার নয়া সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এনটিএ'র তরফে ৷ তাতে জানিয়ে দেওয়া হয়েছে জুন সেশনের ইউজিসি-নেট পরীক্ষা হবে এবছরের অগস্ট-সেপ্টেম্বরে।

গতকাল, শুক্রবার নয়া পরীক্ষার সূচিতে এনটিএ জানিয়ে দিয়েছে পরীক্ষার ধরনেও বদল করা হয়েছে ৷ এবারের ইউজিসি নেট পরীক্ষা যা আগে ওএমআর শিটে নেওয়া হয়েছিল তা অগস্ট-সেপ্টেম্বরে হবে কম্পিউটারে ৷ অর্থাৎ অফলাইনের পরিবর্তে আবার অনলাইনেই ফিরছে UGC-NET পরীক্ষা। গত 18 জুনের ইউজিসি-নেট-এর বাতিল পরীক্ষা হবে আগামী 21 অগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে ৷ একেবারে নির্দিষ্ট করে কোনও দিন জানানো হয়নি এনটিএ'র তরফে ৷

UGC NET 2024 Exam New Dates
নতুন সূচি (এনটিএ ওয়েবসাইট)

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) নিয়ে বিতর্কের মধ্যে গত 22 জুন সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা হবে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে ৷ এই পরীক্ষা হওয়ার কথা ছিল 25 থেকে 27 জুনের মধ্যে অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাস পরেই হতে চলেছে সিএসআইআর নেট ৷ আর ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি) আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে। গত 12 জুন এই পরীক্ষার কয়েক ঘণ্টা আগে স্থগিত করে দেওয়া হয়েছিল ৷ যে পরীক্ষা চার বছরের 'ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম'-এ ভরতির জন্য নেওয়া হয়ে থাকে। বিস্তারিত আরও তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in-এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত 18 জুন দেশজুড়ে ন'লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার পরদিন 19 জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গোলমাল ধরা পড়ায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রক। সেই তদন্ত এখনও চলছে ৷ আরই তারই মাঝে শুক্রবার ফের নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ।

নয়াদিল্লি, 29 জুন: পরীক্ষা নেওয়ার একদিন পরই বাতিল করে দেওয়া হয়েছিল চলতি বছরের জুন মাসের ইউজিসি-নেট পরীক্ষা। স্থগিত করা হয়েছিল সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও। এবার এই বাতিল ও স্থগিত পরীক্ষার নয়া সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এনটিএ'র তরফে ৷ তাতে জানিয়ে দেওয়া হয়েছে জুন সেশনের ইউজিসি-নেট পরীক্ষা হবে এবছরের অগস্ট-সেপ্টেম্বরে।

গতকাল, শুক্রবার নয়া পরীক্ষার সূচিতে এনটিএ জানিয়ে দিয়েছে পরীক্ষার ধরনেও বদল করা হয়েছে ৷ এবারের ইউজিসি নেট পরীক্ষা যা আগে ওএমআর শিটে নেওয়া হয়েছিল তা অগস্ট-সেপ্টেম্বরে হবে কম্পিউটারে ৷ অর্থাৎ অফলাইনের পরিবর্তে আবার অনলাইনেই ফিরছে UGC-NET পরীক্ষা। গত 18 জুনের ইউজিসি-নেট-এর বাতিল পরীক্ষা হবে আগামী 21 অগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে ৷ একেবারে নির্দিষ্ট করে কোনও দিন জানানো হয়নি এনটিএ'র তরফে ৷

UGC NET 2024 Exam New Dates
নতুন সূচি (এনটিএ ওয়েবসাইট)

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) নিয়ে বিতর্কের মধ্যে গত 22 জুন সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা হবে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে ৷ এই পরীক্ষা হওয়ার কথা ছিল 25 থেকে 27 জুনের মধ্যে অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক এক মাস পরেই হতে চলেছে সিএসআইআর নেট ৷ আর ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি) আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে। গত 12 জুন এই পরীক্ষার কয়েক ঘণ্টা আগে স্থগিত করে দেওয়া হয়েছিল ৷ যে পরীক্ষা চার বছরের 'ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম'-এ ভরতির জন্য নেওয়া হয়ে থাকে। বিস্তারিত আরও তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in-এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত 18 জুন দেশজুড়ে ন'লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার পরদিন 19 জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, পরীক্ষাটি বাতিল করা হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গোলমাল ধরা পড়ায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রক। সেই তদন্ত এখনও চলছে ৷ আরই তারই মাঝে শুক্রবার ফের নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ।

Last Updated : Jun 29, 2024, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.