ETV Bharat / bharat

সিইউইটি-ইউজি'র ফল ঘোষণা করল এনটিএ - CUET UG Result 2024 - CUET UG RESULT 2024

NTA Announces CUET-UG Results: হাজারেরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ 19 জুলাই যাদের অভিযোগগুলি পরীক্ষা পরিচালক সংস্থার দ্বারা সত্য বলেই পাওয়া গিয়েছিল। নিট-ইউজি এবং ইউজিসি-নেট-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে বিতর্ক হওয়ায় সিইউইটি-ইউজি ফলাফল প্রকাশে দেরি হয়েছিল ।

NTA Announces CUET-UG Results
সিইউটি-ইউজি'র ফল ঘোষণা করল এনটিএ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 29, 2024, 9:37 AM IST

Updated : Jul 29, 2024, 9:54 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি'র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website, exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷

এনটিএ গত 7 জুলাই সিইউইটি-ইউজি 2024-এর 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশ করেছিল ৷ 1000-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়েছিল 19 জুলাই ৷ সিইউইটি-ইউজি ফলাফলে দেরি হয়েছিল নিট-ইউজি এবং ইউজিসি-নেট-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে বিতর্ক হওয়ায়।

প্রাথমিকভাবে সিইউইটি-ইউজি'র ফলাফল 30 জুন ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু এনটিএ-এর ফল প্রকাশের দেরি হওয়ার কারণ হল নিট-ইউজি, ইউজিসি-নেট এবং সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষায় পেপার ফাঁসের অভিযোগ ৷ সারা দেশে প্রথমবারের মতো হাইব্রিড মোডে পরিচালিত সিইউইটি-ইউজি লজিস্টিক কারণে নির্ধারিত পরীক্ষার দিন আগে দিল্লিতে বাতিল করা হয়েছিল। পরে দিল্লিতে ফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনটিএ এর আগে ঘোষণা করেছিল যে, সিইউইটি-ইউজি'র তৃতীয় সংস্করণ 7 দিনের মধ্যে শেষ হবে ৷ সমস্ত পরীক্ষা একক শিফটে পরিচালিত হবে। 15টি বিষয়ের জন্য, পরীক্ষাগুলি কলম-কাগজ মোডে ছিল ৷ অন্যান্য 48টি বিষয়ের জন্য পরীক্ষা সিবিটি মোডে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর 261টি কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য 13.4 লক্ষেরও বেশি প্রার্থী রেজিস্ট্রার করেছিলেন ৷ 2022 সালে পরীক্ষার প্রথম সংস্করণে পরীক্ষাটি প্রযুক্তিগত ত্রুটি দ্বারা জর্জরিত হয়েছিল। এছাড়াও, একাধিক শিফটে পরিচালিত একটি বিষয়ের পরীক্ষার ফলস্বরূপ, ফলাফল ঘোষণার সময় স্কোরগুলি স্বাভাবিক করতে হয়েছিল। (পিটিআই)

নয়াদিল্লি, 29 জুলাই: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি'র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website, exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷

এনটিএ গত 7 জুলাই সিইউইটি-ইউজি 2024-এর 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশ করেছিল ৷ 1000-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়েছিল 19 জুলাই ৷ সিইউইটি-ইউজি ফলাফলে দেরি হয়েছিল নিট-ইউজি এবং ইউজিসি-নেট-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে বিতর্ক হওয়ায়।

প্রাথমিকভাবে সিইউইটি-ইউজি'র ফলাফল 30 জুন ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু এনটিএ-এর ফল প্রকাশের দেরি হওয়ার কারণ হল নিট-ইউজি, ইউজিসি-নেট এবং সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষায় পেপার ফাঁসের অভিযোগ ৷ সারা দেশে প্রথমবারের মতো হাইব্রিড মোডে পরিচালিত সিইউইটি-ইউজি লজিস্টিক কারণে নির্ধারিত পরীক্ষার দিন আগে দিল্লিতে বাতিল করা হয়েছিল। পরে দিল্লিতে ফের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনটিএ এর আগে ঘোষণা করেছিল যে, সিইউইটি-ইউজি'র তৃতীয় সংস্করণ 7 দিনের মধ্যে শেষ হবে ৷ সমস্ত পরীক্ষা একক শিফটে পরিচালিত হবে। 15টি বিষয়ের জন্য, পরীক্ষাগুলি কলম-কাগজ মোডে ছিল ৷ অন্যান্য 48টি বিষয়ের জন্য পরীক্ষা সিবিটি মোডে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর 261টি কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য 13.4 লক্ষেরও বেশি প্রার্থী রেজিস্ট্রার করেছিলেন ৷ 2022 সালে পরীক্ষার প্রথম সংস্করণে পরীক্ষাটি প্রযুক্তিগত ত্রুটি দ্বারা জর্জরিত হয়েছিল। এছাড়াও, একাধিক শিফটে পরিচালিত একটি বিষয়ের পরীক্ষার ফলস্বরূপ, ফলাফল ঘোষণার সময় স্কোরগুলি স্বাভাবিক করতে হয়েছিল। (পিটিআই)

Last Updated : Jul 29, 2024, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.