বেগুসরাই(বিহার), 28 জানুয়ারি: বিজেপির হাত ধরে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার ৷ লোকসভা নির্বাচনে হারের ভয়ে তিনি মহাজোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি জেডিইউ'র প্রাক্তন জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের ৷ তিনি বলেন, "জেডিইউ যদি বিজেপি বা কোনও বড় দলের সঙ্গে জোটের মাধ্যমে 2025 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না-করে, তবে দলের 20 জন বিধায়কও জিততে পারবে না ।"
দেড় বছর আগে এনডিএ ছেড়ে মহাজোটে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে ফের তিনি এনডিএতে যোগ দিয়েছেন ৷ রবিবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর সন্ধ্যায় বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই রাজনৈতিক রং বদলের পর আরজেডি তাঁকে 'পালটিবাজ' বলে আখ্যা দিয়েছে ৷ অন্যদিকে জন সুরাজের আহ্বায়ক প্রশান্ত কিশোর এর জন্য আরজেডি ও বিজেপিকেই দায়ী করছেন ।
তিনি বলেছেন, "বিজেপি গতকাল পর্যন্ত নীতীশ কুমারকে গালিগালাজ করছিল ৷ আজ সন্ধ্যা থেকে নীতীশ কুমারের প্রশংসা শুরু করবে তারা ৷ আরজেডি গতকাল পর্যন্ত দেশের ভবিষ্যত গড়ছিল । এখন তারাও গালিগালাজ দেবে । আমি বিশ্বাস করি যে নীতীশ কুমার এখানকার পুরো রাজনৈতিক ব্যবস্থাকে নিজের রঙে রাঙিয়ে দিয়েছেন । নীতীশ কুমার একজন পালটিবাজ, এটা পুরো বিশ্ব জানে। এখন নতুন কিছু বিষয় নয়। বিজেপি এবং আরজেডি নীতীশ কুমারের মতোই বড় পালটিবাজ ।"
প্রশান্ত কিশোরের কথায়, দল পরিবর্তনের ফলে নীতীশ কুমারের ভাবমূর্তি ক্রমাগত নষ্ট হচ্ছে । সমাজের সর্বস্তরের মানুষ তাঁর নিন্দা করছেন । নীতীশ কুমারের জন্য জেডিইউ 2010 সালে 206টি আসন পেয়েছিল ৷ কিন্তু 2020 সালে তা কমে মাত্র 43-এ দাঁড়িয়েছিল।
আরও পড়ুন: