ETV Bharat / bharat

ক্যাফেতে বিস্ফোরণ, সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলেই 10 লাখ; বড় ঘোষণা এনআইএ’র - এনআইএ

Bengaluru Cafe Blast Case: রামেশ্বরমের ক্যাফেতে কে বোমা রেখে গিয়েছিল তা জানতে পেরেছে এনআইএ। অভিযুক্তদের খোঁজ দিতে পারলেই মিলবে 10 লাখ !

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 9:02 PM IST

বেঙ্গালুরু, 6 মার্চ: সময় যত এগোচ্ছে ততই এ মাসের প্রথম দিন কর্ণাটকের রামেশ্বরমের ক্যাফেতে হওয়া বিস্ফোরণকে ঘিরে রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার এনআইএকে দেওয়া হয়েছে। এবার বিস্ফোরণের অভিযুক্ত সম্পর্কে তথ্য দিতে পারলে 10 লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল এনআইএ। এদিকে, ওই ঘটনায় কমপক্ষে 10 জন গুরতর আহত হয়। তবে কারও প্রাণ যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

বুধবার নিজেদের সরকারি এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে এনআইএ। তাতে একটি ছবিও দিয়েছে তারা। তদন্তকারীদের সন্দেহ ছবিতে থাকা টুপি, মাক্স এবং গ্লাভস পরিহিত এক ব্যক্তি রামেশ্বরমের ক্যাফেতে বোমাটি রেখে গিয়েছে। পরে সেটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা কম হওয়ায় প্রাণহানীর ঘটনা ঘটেনি। দশজন আহত হওয়া ছাড়াও আর্থিক ক্ষতি হয়েছে বিস্তর।

প্রথমে তদন্তকারীদের মনে হয়েছিল, এটি একটি সাধারণ বিস্ফোরণের ঘটনা। সিলিন্ডার ফেটে এমনটা হয়েছে কি না তা নিয়ে চর্চাও শুরু হয়। তবে তদন্ত খানিকটা এগোতেই বোঝা যায় এটি সাধারণ বিস্ফোরণের ঘটনা নয়। কেউ সুপরিকল্পিতভাবেই এমনটা ঘটিয়েছে। এরপরই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়। তাতেই ওই ব্যক্তির ছবি ধরা পড়ে। তার আচরণও সন্দেহজনক লেগেছিল তদন্তকারীদের। ক্রমশ তাঁরা নিশ্চিত হন এই ব্যক্তিই বোমাটি নিয়ে এসেছিল।

এনআইএ মনে করছে, এই ব্যক্তির কাছে পৌঁছতে পারলেই কেন এই বিস্ফোরণ ঘটনা হয়েছিল তা জানা যাবে। আর তাছাড়া কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটাও জানা যাবে। আরও জানা যাবে আগামিদিনে এই ধরনের অন্য কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা তাদের আছে কি না । বিস্ফোরণের ধরন সম্পর্কে মোটামুটি নিশ্চিত এনআইএ। তাদের অনুমাণ, কম ক্ষমতা সম্পন্ন আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বিস্ফোরণের অব্যবহিত পর ইউএপিএ ধারায় মামলা শুরু করে কর্ণাটক পুলিশ। পরে নানা ঘটনাক্রমের মধ্যে দিয়ে মামলা এনআইএ-র হাতে যায়। এবার তারাই অভিযুক্ত সম্পর্কে খোঁজ দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল।

আরও পড়ুন:

  1. ব্যস্ত ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ , আহত 9
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
  3. প্রয়োজন পড়লে এনআইএ-কে তদন্তভার, রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে মত মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, 6 মার্চ: সময় যত এগোচ্ছে ততই এ মাসের প্রথম দিন কর্ণাটকের রামেশ্বরমের ক্যাফেতে হওয়া বিস্ফোরণকে ঘিরে রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার এনআইএকে দেওয়া হয়েছে। এবার বিস্ফোরণের অভিযুক্ত সম্পর্কে তথ্য দিতে পারলে 10 লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল এনআইএ। এদিকে, ওই ঘটনায় কমপক্ষে 10 জন গুরতর আহত হয়। তবে কারও প্রাণ যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

বুধবার নিজেদের সরকারি এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে এনআইএ। তাতে একটি ছবিও দিয়েছে তারা। তদন্তকারীদের সন্দেহ ছবিতে থাকা টুপি, মাক্স এবং গ্লাভস পরিহিত এক ব্যক্তি রামেশ্বরমের ক্যাফেতে বোমাটি রেখে গিয়েছে। পরে সেটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা কম হওয়ায় প্রাণহানীর ঘটনা ঘটেনি। দশজন আহত হওয়া ছাড়াও আর্থিক ক্ষতি হয়েছে বিস্তর।

প্রথমে তদন্তকারীদের মনে হয়েছিল, এটি একটি সাধারণ বিস্ফোরণের ঘটনা। সিলিন্ডার ফেটে এমনটা হয়েছে কি না তা নিয়ে চর্চাও শুরু হয়। তবে তদন্ত খানিকটা এগোতেই বোঝা যায় এটি সাধারণ বিস্ফোরণের ঘটনা নয়। কেউ সুপরিকল্পিতভাবেই এমনটা ঘটিয়েছে। এরপরই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়। তাতেই ওই ব্যক্তির ছবি ধরা পড়ে। তার আচরণও সন্দেহজনক লেগেছিল তদন্তকারীদের। ক্রমশ তাঁরা নিশ্চিত হন এই ব্যক্তিই বোমাটি নিয়ে এসেছিল।

এনআইএ মনে করছে, এই ব্যক্তির কাছে পৌঁছতে পারলেই কেন এই বিস্ফোরণ ঘটনা হয়েছিল তা জানা যাবে। আর তাছাড়া কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটাও জানা যাবে। আরও জানা যাবে আগামিদিনে এই ধরনের অন্য কোনও ঘটনা ঘটানোর পরিকল্পনা তাদের আছে কি না । বিস্ফোরণের ধরন সম্পর্কে মোটামুটি নিশ্চিত এনআইএ। তাদের অনুমাণ, কম ক্ষমতা সম্পন্ন আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বিস্ফোরণের অব্যবহিত পর ইউএপিএ ধারায় মামলা শুরু করে কর্ণাটক পুলিশ। পরে নানা ঘটনাক্রমের মধ্যে দিয়ে মামলা এনআইএ-র হাতে যায়। এবার তারাই অভিযুক্ত সম্পর্কে খোঁজ দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল।

আরও পড়ুন:

  1. ব্যস্ত ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ , আহত 9
  2. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
  3. প্রয়োজন পড়লে এনআইএ-কে তদন্তভার, রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে মত মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.