ETV Bharat / bharat

পোশাকের জন্য কৃষককে মেট্রোতে চড়তে বাধা ! রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের - জাতীয় মানবাধিকার কমিশন

Bengaluru Metro Controversy: পোশাকের জন্য কৃষককে মেট্রোতে চড়তে বাধা দেওয়ার ঘটনায় এবার ময়দানে নামল জাতীয় মানবাধিকার কমিশন ৷ বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) এবং কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট তলব করা হল ৷ রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছে এনএইচআরসি ৷

Bengaluru Metro Controversy
কৃষককে মেট্রোতে চড়তে বাধা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 5:26 PM IST

Updated : Feb 29, 2024, 5:56 PM IST

বেঙ্গালুরু, 29 ফেব্রুয়ারি: পোশাক ঠিক নয়, এই অজুহাত দেখিয়ে কৃষককে মেট্রোয় চড়তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল ৷ রাজাজিনগর মেট্রো স্টেশনের এই ঘটনায় এ বার বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) এবং কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন ৷ চার সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

গত 18 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ 26 ফেব্রুয়ারি ঘটনাটি খবরে আসে, যখন এক যাত্রী গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কৃষককে মেট্রোয় উঠতে বাধা দেন নিরাপত্তা আধিকারিক ৷ সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করেন কৃষকের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ৷ তিনি নিরাপত্তা আধিকারিককে বলেন যে, ওই কৃষকের বৈধ টিকিট রয়েছে ৷ সেই টিকিট নিয়ে তিনি মেট্রোতে উঠছেন ৷ তাঁর মেট্রোতে ওঠার পূর্ণ অধিকার রয়েছে ৷ তাছাড়া তাঁর কাছে এমন কোনও জিনিস নেই, যা নিয়ে মেট্রোতে ওঠা যাবে না ৷ ওই সহৃদয় ব্যক্তি এরপর প্রশ্ন তোলেন, মেট্রো কি শুধুমাত্র ভিআইপিদের জন্য ? তারপর ওই ব্যক্তিই কৃষককে সঙ্গে নিয়ে মেট্রোয় প্রবেশ করেন ৷

সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই নিন্দার ঝড় ওঠে ৷ বরখাস্ত করা হয় রাজাজিনগর মেট্রোর নিরাপত্তা বিভাগের এক সুপারভাইজারকে ৷ ঘটনাটি নজরে আসে জাতীয় মানবাধিকার কমিশনের ৷ এরপরেই মেট্রো কর্পোরেশনকে নোটিশ জারি করা হয় । জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ নথিভুক্ত করেছে । এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনএইচআরসি এবং বিএমআরসিএল ম্যানেজারকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

সিনিয়র মেট্রো অফিসার শংকর সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, কৃষককে মেট্রোতে চড়তে বাধা দেওয়া হয়নি । তাঁর কাছে টিকিট ছিল না ৷ তাই তাঁকে টিকিট আনতে নির্দেশ দিয়েছিলেন আধিকারিক ৷ তিনি বলেন, "ঘটনার চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি ৷ রিপোর্ট এলে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে ।"

আরও পড়ুন:

  1. ‘পোশাক ঠিক নয়’ বলে কৃষককে মেট্রোয় উঠতে বাধা, বেঙ্গালুরুতে বরখাস্ত নিরাপত্তা আধিকারিক
  2. বিদেশ থেকে গার্ডেন সিটিতে এল চালকবিহীন মেট্রোর রেক! দেখুন ভিডিয়ো
  3. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি

বেঙ্গালুরু, 29 ফেব্রুয়ারি: পোশাক ঠিক নয়, এই অজুহাত দেখিয়ে কৃষককে মেট্রোয় চড়তে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল ৷ রাজাজিনগর মেট্রো স্টেশনের এই ঘটনায় এ বার বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) এবং কর্ণাটক সরকারের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন ৷ চার সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷

গত 18 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ 26 ফেব্রুয়ারি ঘটনাটি খবরে আসে, যখন এক যাত্রী গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কৃষককে মেট্রোয় উঠতে বাধা দেন নিরাপত্তা আধিকারিক ৷ সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করেন কৃষকের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ৷ তিনি নিরাপত্তা আধিকারিককে বলেন যে, ওই কৃষকের বৈধ টিকিট রয়েছে ৷ সেই টিকিট নিয়ে তিনি মেট্রোতে উঠছেন ৷ তাঁর মেট্রোতে ওঠার পূর্ণ অধিকার রয়েছে ৷ তাছাড়া তাঁর কাছে এমন কোনও জিনিস নেই, যা নিয়ে মেট্রোতে ওঠা যাবে না ৷ ওই সহৃদয় ব্যক্তি এরপর প্রশ্ন তোলেন, মেট্রো কি শুধুমাত্র ভিআইপিদের জন্য ? তারপর ওই ব্যক্তিই কৃষককে সঙ্গে নিয়ে মেট্রোয় প্রবেশ করেন ৷

সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই নিন্দার ঝড় ওঠে ৷ বরখাস্ত করা হয় রাজাজিনগর মেট্রোর নিরাপত্তা বিভাগের এক সুপারভাইজারকে ৷ ঘটনাটি নজরে আসে জাতীয় মানবাধিকার কমিশনের ৷ এরপরেই মেট্রো কর্পোরেশনকে নোটিশ জারি করা হয় । জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ নথিভুক্ত করেছে । এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনএইচআরসি এবং বিএমআরসিএল ম্যানেজারকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

সিনিয়র মেট্রো অফিসার শংকর সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, কৃষককে মেট্রোতে চড়তে বাধা দেওয়া হয়নি । তাঁর কাছে টিকিট ছিল না ৷ তাই তাঁকে টিকিট আনতে নির্দেশ দিয়েছিলেন আধিকারিক ৷ তিনি বলেন, "ঘটনার চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি ৷ রিপোর্ট এলে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে ।"

আরও পড়ুন:

  1. ‘পোশাক ঠিক নয়’ বলে কৃষককে মেট্রোয় উঠতে বাধা, বেঙ্গালুরুতে বরখাস্ত নিরাপত্তা আধিকারিক
  2. বিদেশ থেকে গার্ডেন সিটিতে এল চালকবিহীন মেট্রোর রেক! দেখুন ভিডিয়ো
  3. দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
Last Updated : Feb 29, 2024, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.