ETV Bharat / bharat

লোকলজ্জার ভয়, জন্মের পরই কন্যাসন্তানকে জীবন্ত পুঁতে দিল প্রেমিক-প্রেমিকা - NEWBORN BABY GIRL BURIED ALIVE

বিয়ের আগেই বাবা-মা ৷ পাড়া প্রতিবেশী কী বলবে এই ভেবে জন্মের পরই কন্যাসন্তানকে পুঁতে দেয় প্রেমিক-প্রেমিকা ৷ পরে শিশুকে উদ্ধার করেন স্থানীয় মানুষ ৷

NEWBORN BABY GIRL BURIED ALIVE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 1:52 PM IST

সম্বল (উত্তরপ্রদেশ), 7 নভেম্বর: বিয়ের আগে শিশুকন্যার জন্ম দেন এক তরুণী ৷ লোকলজ্জার ভয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে ওই সদ্যোজাতকে পুঁতে দিলেন ৷ তাও আবার জীবন্ত ৷ এরপরই ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় ৷ উত্তরপ্রদেশের সম্বল জেলার নাখাসা থানার অন্তর্গত মান্নি খেদা গ্রামের মানুষজন কান্নার আওয়াজ পেয়ে পুঁতে দেওয়া আবর্জনার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেন ৷ ভর্তি করা হয় হাসপাতালে ৷

শিশুর উদ্ধার হওয়ার ওই দৃশ্যবন্দি করে সোশাল মিডিয়ায় কেউ পোস্ট করে ৷ তারপরই তা ভাইরাল হয় ৷ খবর পৌঁছয় পুলিশে ৷ জানা গিয়েছে, ঘটনাটি রবিবারের ৷ এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে নাখাসা থানার পুলিশ ৷ সম্পর্কে তারা প্রেমিক-প্রেমিকা ৷ তবে শিশুটি এখন পুরোপুরি সুস্থ ৷

এবিষয়ে এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, নাখাসা থানা এলাকার বাসিন্দা নরেন্দ্র নামে এক ব্যক্তি এক গ্রামবাসীর বাড়িতে বেড়াতে যেত ৷ সেই সময় ওই গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে নরেন্দ্র। সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় ৷ তার কিছুদিন পরই প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একথা তারা কাউকে বলেনি। প্রেমিকা সন্তানসম্ভবা এই খবর জানাজানি হোক, তারা কেউই চায়নি ৷ বেশ কিছুদিন পর তরুণী কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর তারা পরিকল্পনা করে সদ্যোজাত সন্তানকে পুঁতে ফেলার । অভিযুক্ত নরেন্দ্র ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের পেশ করার পর দু'জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

পাশের জেলা হাসপাতালের চিকিৎসক দীপশিখার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় উদ্ধার হওয়া সদ্যোজাতর। তিনি বলেন, "মনে হয় মেয়েটির জন্মের কয়েকঘণ্টা পরই তাকে পুঁতে দেওয়া হয় ৷ বলা যেতে পারে তখন (রবিবার উদ্ধার হওয়া) শিশুটির বয়স একদিন ৷ শিশুটির চোখে, নাকে মাটি ভরতি ছিল ৷ এখানে নিয়ে আসার পর তাকে পরিষ্কার করা হয় ৷ আমরা ক্রমাগত সদ্যোজাতর ওপর নজর রাখছি ৷" স্থানীয় লোকজনরা জানান, অবিবাহিত ওই তরণী তার পাপ লুকোনোর জন্য সদ্যোজাত মেয়েটিকে আবর্জনার মধ্যে পুঁতে দিয়েছিল ।

সম্বল (উত্তরপ্রদেশ), 7 নভেম্বর: বিয়ের আগে শিশুকন্যার জন্ম দেন এক তরুণী ৷ লোকলজ্জার ভয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে ওই সদ্যোজাতকে পুঁতে দিলেন ৷ তাও আবার জীবন্ত ৷ এরপরই ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় ৷ উত্তরপ্রদেশের সম্বল জেলার নাখাসা থানার অন্তর্গত মান্নি খেদা গ্রামের মানুষজন কান্নার আওয়াজ পেয়ে পুঁতে দেওয়া আবর্জনার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেন ৷ ভর্তি করা হয় হাসপাতালে ৷

শিশুর উদ্ধার হওয়ার ওই দৃশ্যবন্দি করে সোশাল মিডিয়ায় কেউ পোস্ট করে ৷ তারপরই তা ভাইরাল হয় ৷ খবর পৌঁছয় পুলিশে ৷ জানা গিয়েছে, ঘটনাটি রবিবারের ৷ এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে নাখাসা থানার পুলিশ ৷ সম্পর্কে তারা প্রেমিক-প্রেমিকা ৷ তবে শিশুটি এখন পুরোপুরি সুস্থ ৷

এবিষয়ে এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, নাখাসা থানা এলাকার বাসিন্দা নরেন্দ্র নামে এক ব্যক্তি এক গ্রামবাসীর বাড়িতে বেড়াতে যেত ৷ সেই সময় ওই গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে নরেন্দ্র। সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় ৷ তার কিছুদিন পরই প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একথা তারা কাউকে বলেনি। প্রেমিকা সন্তানসম্ভবা এই খবর জানাজানি হোক, তারা কেউই চায়নি ৷ বেশ কিছুদিন পর তরুণী কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর তারা পরিকল্পনা করে সদ্যোজাত সন্তানকে পুঁতে ফেলার । অভিযুক্ত নরেন্দ্র ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের পেশ করার পর দু'জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

পাশের জেলা হাসপাতালের চিকিৎসক দীপশিখার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় উদ্ধার হওয়া সদ্যোজাতর। তিনি বলেন, "মনে হয় মেয়েটির জন্মের কয়েকঘণ্টা পরই তাকে পুঁতে দেওয়া হয় ৷ বলা যেতে পারে তখন (রবিবার উদ্ধার হওয়া) শিশুটির বয়স একদিন ৷ শিশুটির চোখে, নাকে মাটি ভরতি ছিল ৷ এখানে নিয়ে আসার পর তাকে পরিষ্কার করা হয় ৷ আমরা ক্রমাগত সদ্যোজাতর ওপর নজর রাখছি ৷" স্থানীয় লোকজনরা জানান, অবিবাহিত ওই তরণী তার পাপ লুকোনোর জন্য সদ্যোজাত মেয়েটিকে আবর্জনার মধ্যে পুঁতে দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.