কোটা, 29 এপ্রিল: আবারও রাজস্থানের কোটায় পড়ুয়া আত্মহত্যা। রবিবার কোটার এক হস্টেল থেকে উদ্ধার হল হরিয়ানার নিট পরীক্ষার্থীর দেহ। এই নিয়ে চলতি বছরে কোটায় ছ'জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল। হরিয়ানার 19 বছরের সুমিত কুমার কোটা এলাকার একটি হস্টেলে আত্মহত্যা করেছে। আগামী 5 মে তাঁর NEET পরীক্ষা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, পরীক্ষার চাপে তিনি এই পদক্ষেপ করেছেন।
জানা গিয়েছে, হরিয়ানা রোহতকের বাসিন্দা সুমিত কুমার কোটায় এসেছিলেন ন্যাশনাল এলিজেবিলিটি টেস্ট কাম এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে। কোটার এক হস্টেলে থাকতেন তিনি। হস্টেলের ঘরেই আত্মহত্যা করেন তিনি। পুলিশ সূ্ত্রে খবর, রবিবার রাতে হস্টেলের এক ঘর থেকেই পুলিশ সুমিতের দেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কীভাবে তিনি বিষ পেলেন তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে এমবিএস হাসপাতালের মর্গে পাঠায়।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ কুমার সোনি জানান, রবিবার রাত সাড়ে 10টার দিকে ঘটনাটি ঘটে। 19 বছর বয়সি পড়ুয়া সুমিত কুমার রোহতকের ল্যান্ডমার্ক এলাকার উত্তম রেসিডেন্সিতে বসবাসকারী বিজয়পালের ছেলে। গত এক বছর ধরে তিনি কোটায় ছিলেন। ঘটনার পর হস্টলে তাঁর রুম সিল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি পরিবারের সদস্যদেরও পুরো বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়া হবে ৷ সোমবার তাঁর ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, গত চার মাসে কোটায় 6 পড়ুয়া আত্মহত্যা করেছে ৷
আরও পড়ুন: