কোটা, 26 মার্চ: কোটায় ফের আত্মহত্যার পথ বেছে নিলেন এক নিট পরীক্ষার্থী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোটার বিজ্ঞান নগর থানা এলাকায় ৷ মৃত ছাত্রের নাম সাবির (19)। ওই ছাত্র একটি প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তেন । তিনি কোটায় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন । উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ছিলেন আত্মঘাতী ওই ছাত্র। গত এক বছর ধরে কোটায় পড়াশোনা করছিলেন তিনি। আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । চলতি বছর কোটায় এই নিয়ে ষষ্ঠ আত্মহত্যার ঘটনা ঘটল ।
বিজ্ঞান নগর থানার পুলিশ জানিয়েছে, আত্মঘাতী পড়ুয়া এক নম্বর রোডে অবস্থিত একটি বহুতল ভবনে থাকতেন। তিনি দিনকয়েক ধরে যোগাযোগ না-করায় মঙ্গলবার তাঁর পরিবারের সদস্যরা তাঁর বন্ধুদের ফোন করেন। বন্ধুরা ওই পড়ুয়ার ঘরে এসে দেখেন দরজা বন্ধ । ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি ৷ বহুতলের নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশকে খবর দেন ৷ পুলিশ দরজা ভেঙ্গে ছাত্রকে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে । পরে তাঁর দেহ এমবিএস হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে ।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা আসার পরই ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়া করা হবে । বর্তমানে পুলিশ পড়ুয়ার ঘরটি সিল করে দিয়েছে । যদিও সেই ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি । জানা গিয়েছে, কয়েকদিন ধরে সাবির কোচিংয়ে যাচ্ছিল না। বহুতল ফ্ল্যাটটিতে গত 20 দিন ধরে বসবাস করছিলেন তিনি ।
কোটার নয়াপুরা থানা এলাকায় 17 বছর বয়সি আর এক ছাত্র দিনকয়েক আগে আত্মহত্যার চেষ্টা করেছিল । ছাত্রটি কোটা শহরের খন্ড গাওন্ডি এলাকায় থাকে ৷ যদিও সে মূলত বারান জেলার আন্তা তহসিলের বাসিন্দা । ওই ছাত্রী দ্বাদশ বোর্ডের পরীক্ষা দিয়েছিল । এতে তার কাগজপত্র নষ্ট হওয়ার বিষয়টি সামনে আসছে । এরপরই সে আত্মহত্যার চেষ্টা করে ৷ এরপর সোমবার রাতে তাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই তার চিকিৎসা চলছে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে ।
আরও পড়ুন: