ETV Bharat / bharat

পাশে নীতীশ-নাইডু, জোটের ভোটে তৃতীয়বার এনডিএ’র দলনেতা মোদি - Narendra Modi - NARENDRA MODI

Narendra Modi: জোটের রাস্তায় হেঁটে তৃতীয়বার এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি ৷ সেন্ট্রাল হলে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং ৷

Narendra Modi
নরেন্দ্র মোদি (সৌ: সংসদ টিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 12:26 PM IST

Updated : Jun 7, 2024, 2:09 PM IST

নয়াদিল্লি, 7 জুন: জোটের অগ্নিপথে হেঁটে তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷

বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ পরে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং ৷ যা অনুমোদন করেন অমিত শাহ ৷ এদিন রাজনাথ সিং বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, এই জোট আমাদের কাছে কমপালসন নয়, এটা আমাদের কাছে কমিটমেন্ট ৷ বিজেপি, এনডিএ এবং লোকসভার নেতা রূপে নরেন্দ্র মোদির নাম আমি প্রস্তাব করছি ৷"

এরপর বিজেপির তরফে প্রস্তাবের অনুমোদন করেন অমিত শাহ, নীতিন গড়করি ৷ পরে একে একে এনডিএ-র নেতা হিসাবে নরেন্দ্র মোদির নাম অনুমোদন করেন জেডিএস-এর এইচডি কুমারস্বামী, টিডিপি-র চন্দ্রবাবু নাইডু, জেডিইউ-র নীতীশ কুমার, শিবসেনার একনাথ শিন্ডে, এনসিপির অজিত পাওয়ার, জনসেনা পার্টির পবন কল্য়াণ, চিরাগ পাসওয়ান, আপনা দলের অনুপ্রিয়া পটেল, হাম-এর জিতনরাম মাঝি ৷ এদিন প্রস্তাবের সমর্থনে নীতীশ কুমার বলেন, "আমরা জেডিইউ মোদিজিকে সমর্থন করছি প্রধানমন্ত্রী পদের জন্য ৷ এটা অত্যন্ত খুশির যে 10 বছর প্রধানমন্ত্রী আছেন আপনি, ফের প্রধানমন্ত্রী হবেন ৷ আগামী দিনে আমরা সম্পূর্ণভাবে আপনার সঙ্গে আছি ৷ কিছু কিছু এদিক ওদিক জিতেছে, তারা আগামীদিনে হারবে আমি বলে দিলাম ৷ ওরা (বিরোধীরা) দেশের জন্য কোনও কাজ করেনি ৷ দেশের সঙ্গে বিহারের অগ্রগতিও হবে বলে আমার বিশ্বাস ৷ কিছু কাজ বাকি আছে সেসব মিটে যাবে ৷ আপনি যা বলবেন আমরা সবকিছুতেই সমর্থন করব ৷ দ্রুতগতিতে শুধু কাজ শুরু করুন আপনি ৷ এদিক ওদিক অনেক কথা উঠছে সেসব একেবারেই ফালতু কথা ৷ ওসবে কান দেবেন না ৷ যে ছোট খাটো কিছু কাজ বাকি আছে সেসব দ্রুত শেষ করুন ৷"

একই সঙ্গে, চন্দ্রবাবু নাইডু বলেন, "একদম বিশ্রাম না নিয়ে গোটা দেশে নির্বাচনী প্রচার করেছেন নরেন্দ্র মোদি ৷ অন্ধ্রতেও তিনি প্রচার করেছেন ৷ যার জন্য অন্ধ্রতেও পরিবর্তন এসেছে ৷ মানুষের আত্মবিশ্বাসও বেড়েছে ৷ এই মুহূর্তে মোদির নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে ৷ আমি বহু নেতা দেখেছি ৷ আমি হলফ করে বলতে পারি নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশ যে উন্নতি করেছে তা আমাদের গর্বের বিষয় ৷ ভারত অবশ্যই অর্থনৈতিক দিক থেকে আন্তর্জাতিক মানচিত্রে দুই-তিনে উটে আসবে ৷ এই নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আছে ৷ মোদি ভারতকে গ্লোবাল ক্ষমতাশালি দেশ বানিয়েছে ৷ আমি বিশ্বাস করি, এই এনডিএ সরকারের মাধ্যমে দরিদ্র শূন্য দেশ বানাব মোদিজির নেতৃত্বে ৷ অন্ধ্রতেও আমরা বিজেপি, জনসেনা পার্টিকে সঙ্গে নিয়ে কাজ করব ৷"

অন্যদিকে, বিরোধীদের একহাত নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্ডে বলেন, "এদিক ওদিক যারা যাচ্ছে বা গিয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে তা দেখাই যাবে ৷ আর এত মিথ্য রটনা মিথ্যা কথা বলেছেন তা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং মোদিকে নির্বাচিত করেছে ৷ শিবসেনা এবং বিজেপি এক চিন্তাধারার দল ৷ আমাদের জোট ফেবিকলের জোট এটা ভাঙবে না ৷ বিরোধীরা শুধুই রাজনীতি করেন তাদের মানুষ ঘরে বসিয়ে দিয়েছে ৷"

নয়াদিল্লি, 7 জুন: জোটের অগ্নিপথে হেঁটে তৃতীবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদিই ৷ তাঁকে এনডিএ জোটের নেতা নির্বাচিত করলেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের নবনির্বাচিত সাংসদরা ৷ শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন সাংসদরা ৷ ফলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হল নরেন্দ্র মোদির ৷

বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ পরে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং ৷ যা অনুমোদন করেন অমিত শাহ ৷ এদিন রাজনাথ সিং বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, এই জোট আমাদের কাছে কমপালসন নয়, এটা আমাদের কাছে কমিটমেন্ট ৷ বিজেপি, এনডিএ এবং লোকসভার নেতা রূপে নরেন্দ্র মোদির নাম আমি প্রস্তাব করছি ৷"

এরপর বিজেপির তরফে প্রস্তাবের অনুমোদন করেন অমিত শাহ, নীতিন গড়করি ৷ পরে একে একে এনডিএ-র নেতা হিসাবে নরেন্দ্র মোদির নাম অনুমোদন করেন জেডিএস-এর এইচডি কুমারস্বামী, টিডিপি-র চন্দ্রবাবু নাইডু, জেডিইউ-র নীতীশ কুমার, শিবসেনার একনাথ শিন্ডে, এনসিপির অজিত পাওয়ার, জনসেনা পার্টির পবন কল্য়াণ, চিরাগ পাসওয়ান, আপনা দলের অনুপ্রিয়া পটেল, হাম-এর জিতনরাম মাঝি ৷ এদিন প্রস্তাবের সমর্থনে নীতীশ কুমার বলেন, "আমরা জেডিইউ মোদিজিকে সমর্থন করছি প্রধানমন্ত্রী পদের জন্য ৷ এটা অত্যন্ত খুশির যে 10 বছর প্রধানমন্ত্রী আছেন আপনি, ফের প্রধানমন্ত্রী হবেন ৷ আগামী দিনে আমরা সম্পূর্ণভাবে আপনার সঙ্গে আছি ৷ কিছু কিছু এদিক ওদিক জিতেছে, তারা আগামীদিনে হারবে আমি বলে দিলাম ৷ ওরা (বিরোধীরা) দেশের জন্য কোনও কাজ করেনি ৷ দেশের সঙ্গে বিহারের অগ্রগতিও হবে বলে আমার বিশ্বাস ৷ কিছু কাজ বাকি আছে সেসব মিটে যাবে ৷ আপনি যা বলবেন আমরা সবকিছুতেই সমর্থন করব ৷ দ্রুতগতিতে শুধু কাজ শুরু করুন আপনি ৷ এদিক ওদিক অনেক কথা উঠছে সেসব একেবারেই ফালতু কথা ৷ ওসবে কান দেবেন না ৷ যে ছোট খাটো কিছু কাজ বাকি আছে সেসব দ্রুত শেষ করুন ৷"

একই সঙ্গে, চন্দ্রবাবু নাইডু বলেন, "একদম বিশ্রাম না নিয়ে গোটা দেশে নির্বাচনী প্রচার করেছেন নরেন্দ্র মোদি ৷ অন্ধ্রতেও তিনি প্রচার করেছেন ৷ যার জন্য অন্ধ্রতেও পরিবর্তন এসেছে ৷ মানুষের আত্মবিশ্বাসও বেড়েছে ৷ এই মুহূর্তে মোদির নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে ৷ আমি বহু নেতা দেখেছি ৷ আমি হলফ করে বলতে পারি নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশ যে উন্নতি করেছে তা আমাদের গর্বের বিষয় ৷ ভারত অবশ্যই অর্থনৈতিক দিক থেকে আন্তর্জাতিক মানচিত্রে দুই-তিনে উটে আসবে ৷ এই নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস আছে ৷ মোদি ভারতকে গ্লোবাল ক্ষমতাশালি দেশ বানিয়েছে ৷ আমি বিশ্বাস করি, এই এনডিএ সরকারের মাধ্যমে দরিদ্র শূন্য দেশ বানাব মোদিজির নেতৃত্বে ৷ অন্ধ্রতেও আমরা বিজেপি, জনসেনা পার্টিকে সঙ্গে নিয়ে কাজ করব ৷"

অন্যদিকে, বিরোধীদের একহাত নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্ডে বলেন, "এদিক ওদিক যারা যাচ্ছে বা গিয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে তা দেখাই যাবে ৷ আর এত মিথ্য রটনা মিথ্যা কথা বলেছেন তা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং মোদিকে নির্বাচিত করেছে ৷ শিবসেনা এবং বিজেপি এক চিন্তাধারার দল ৷ আমাদের জোট ফেবিকলের জোট এটা ভাঙবে না ৷ বিরোধীরা শুধুই রাজনীতি করেন তাদের মানুষ ঘরে বসিয়ে দিয়েছে ৷"

Last Updated : Jun 7, 2024, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.