নয়াদিল্লি, 26 মার্চ: কঙ্গনা রানাওয়াতকে অবমাননাকর মন্তব্য়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলল জাতীয় মহিলা কমিশন ৷ এই নিয়ে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে ৷ হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সেই নিয়েই তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এবং ওই দলের নেতা এইচ এস আহিরের বিরুদ্ধে ৷ এই দু’জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যই সোমবার সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন ।
উল্লেখ্য, সুপ্রিয়া শ্রীনাতে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই কঙ্গনার বিরুদ্ধে একটি অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ওই পোস্টটি সরিয়ে দেওয়া হয় ৷ অন্যদিকে কিষান কংগ্রেসের জয়েন্ট কনভেনার এইচ এস আহির কঙ্গনার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ৷ সেই নিয়েই কংগ্রেসের ওই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷
এই নিয়ে কমিশনের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, "জাতীয় মহিলা কমিশন শ্রীমতি সুপ্রিয়া শ্রীনাতে ও এইচএস আহিরের অসম্মানজনক আচরণে হতবাক ৷ এঁরা সোশ্যাল মিডিয়াতে কঙ্গনা রানাওয়াত সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন । এই ধরনের আচরণ অসহনীয় এবং মহিলাদের মর্যাদার বিরুদ্ধে যায় । তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠিয়েছেন রেখা শর্মা । আসুন সব নারীর সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখি । নারীদের সম্মান করি ।"
এই নিয়ে রানাওয়াতও পালটা জবাব দিয়েছে সুপ্রিয়া শ্রীনাতেকেও ৷ সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে তিনি লিখেছেন, "প্রিয় সুপ্রিয়াজি, একজন শিল্পী হিসেবে আমার কেরিয়ারের গত 20 বছরে আমি সব ধরনের নারীর চরিত্রে অভিনয় করেছি । কুইন-এর একজন সহজসরল মেয়ে থেকে শুরু করে ধাকাড়ের একজন প্রলোভনশীল গুপ্তচর, মণিকর্ণিকার একজন দেবী থেকে চন্দ্রমুখীতে একজন রাক্ষসী, থালাইভিতে একজন বিপ্লবী থেকে রাজ্জোর গণিকা ৷"
যদিও শ্রীনাতে পালটা দাবি করেছেন, অনেকে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস রয়েছে ও তাঁদের থেকে কেউ আজ একটি অত্যন্ত খারাপ পোস্ট করেছেন । তিনি বলেন, "আমি জানার সঙ্গে সঙ্গে, আমি সেই পোস্টটি মুছে দিয়েছি । যাঁরা আমাকে চেনেন, তাঁরাও খুব ভালো করেই জানেন যে আমি কখনোই কোনও মহিলার প্রতি ব্যক্তিগত এবং অশালীন মন্তব্য করতে পারি না । আমি জানতে চাই কিভাবে এটি ঘটেছে ৷"
আরও পড়ুন: