ETV Bharat / bharat

বিমানে বোমা আছে! হুমকি পোস্টে এক কিশোর-সহ 2 জনকে সমন মুম্বই পুলিশের - HOAX BOMB THREATS TO FLIGHTS

বিমানে বোমা রয়েছে জানিয়ে পোস্ট করা হয়েছিল এক্স হ্যান্ডেলে ৷ এর ফলে তিনটি আন্তর্জাতিক বিমানের পরিষেবা ব্যাহত হয় ৷ এদিকে বিমানে কিছুই পাওয়া যায়নি ৷

Hoax Bomb Threats to Flights
বিমানে বোমা রয়েছে জানিয়ে হুমকি পোস্ট (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Oct 16, 2024, 11:09 AM IST

রাজনন্দনগাঁও, 16 অক্টোবর: একের পর এক বিমানে বোমা হুমকি ৷ সোমবার মুম্বই থেকে রওনা দেওয়া তিনটি আন্তর্জাতিক বিমান বোমা থাকার হুমকি পেয়ে দ্রুত অবতরণ করে ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, তিনটি বিমানে বোমা রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছত্তিশগড়ের রাজানন্দনগাঁওয়ের বাসিন্দা এক কিশোর ও তার বাবা এবং আরেক ব্যক্তি জড়িত বলে অভিযোগ ৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল মুম্বই পুলিশ ৷

14 অক্টোবর মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার তিনটি আন্তর্জাতিক উড়ানের মধ্যে একটি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ ওই বিমানকে তড়িঘড়ি নয়াদিল্লির বিমানবন্দরে নামিয়ে আনা হয় ৷ পরে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর সেটি আবার রওনা দেয় ৷ বাকি দু'টি বিমান ইন্ডিগোর ৷ সেগুলির একটি মাসকট এবং আরেকটি জেড্ডা যাচ্ছিল ৷ বিমান দু'টিকে মাঝপথে ফাঁকা জায়গায় নামিয়ে প্রোটোকল মেনে তল্লাশি চালানো হয় ৷ স্বাভাবিকভাবে, এর ফলে বিমানগুলির গন্তব্যে পৌঁছতে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়ে যায় ৷

এদিকে পুলিশ সূত্রে খবর, বিমানগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ৷ মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে বোমা হুমকির কথা জানিয়ে পোস্ট করা হয়েছিল ৷ সংশ্লিষ্ট সাইটটি যাচাই করে দেখছে পুলিশ ৷ রাজানন্দনগাঁওয়ের এসপি মোহিত গর্গ বলেন, "সোমবার এক্স হ্যান্ডেলে একটি বোমা হুমকির পোস্ট করা হয় ৷ তাতে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমান এবং ইন্ডিগোর মুম্বই থেকে মাসকট এবং মুম্বই থেকে জেড্ডার বিমানে বোমা রয়েছে ৷"

তিনি আরও জানান, এক্স হ্যান্ডেলে এই বোমা হুমকির পোস্টের সঙ্গে রাজনন্দনগাঁওয়ের যোগাযোগ রয়েছে ৷ এই খবর পেয়ে রায়পুর সাইবার সেল, রাজনন্দনগাঁওয়ের কোতওয়ালি পুলিশ এবং সাইবার সেল ইলেকট্রনিক ডেটা সংগ্রহ করে ৷

পুলিশের উচ্চ-আধিকারিক বলেন, "সেই তথ্যের ভিত্তিতে সোমবারই মুম্বই পুলিশের একটি দল রাজনন্দনগাঁও আসে ৷ রাজনন্দনগাঁও পুলিশের সাহায্যে 17 বছর বয়সি কিশোর, তার বাবাকে সমন পাঠানো হয় ৷ এরই সঙ্গে যে ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয়েছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷" এই ঘটনায় মুম্বই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

রাজনন্দনগাঁও, 16 অক্টোবর: একের পর এক বিমানে বোমা হুমকি ৷ সোমবার মুম্বই থেকে রওনা দেওয়া তিনটি আন্তর্জাতিক বিমান বোমা থাকার হুমকি পেয়ে দ্রুত অবতরণ করে ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়, তিনটি বিমানে বোমা রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছত্তিশগড়ের রাজানন্দনগাঁওয়ের বাসিন্দা এক কিশোর ও তার বাবা এবং আরেক ব্যক্তি জড়িত বলে অভিযোগ ৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল মুম্বই পুলিশ ৷

14 অক্টোবর মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার তিনটি আন্তর্জাতিক উড়ানের মধ্যে একটি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ ওই বিমানকে তড়িঘড়ি নয়াদিল্লির বিমানবন্দরে নামিয়ে আনা হয় ৷ পরে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর সেটি আবার রওনা দেয় ৷ বাকি দু'টি বিমান ইন্ডিগোর ৷ সেগুলির একটি মাসকট এবং আরেকটি জেড্ডা যাচ্ছিল ৷ বিমান দু'টিকে মাঝপথে ফাঁকা জায়গায় নামিয়ে প্রোটোকল মেনে তল্লাশি চালানো হয় ৷ স্বাভাবিকভাবে, এর ফলে বিমানগুলির গন্তব্যে পৌঁছতে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়ে যায় ৷

এদিকে পুলিশ সূত্রে খবর, বিমানগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ৷ মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে বোমা হুমকির কথা জানিয়ে পোস্ট করা হয়েছিল ৷ সংশ্লিষ্ট সাইটটি যাচাই করে দেখছে পুলিশ ৷ রাজানন্দনগাঁওয়ের এসপি মোহিত গর্গ বলেন, "সোমবার এক্স হ্যান্ডেলে একটি বোমা হুমকির পোস্ট করা হয় ৷ তাতে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমান এবং ইন্ডিগোর মুম্বই থেকে মাসকট এবং মুম্বই থেকে জেড্ডার বিমানে বোমা রয়েছে ৷"

তিনি আরও জানান, এক্স হ্যান্ডেলে এই বোমা হুমকির পোস্টের সঙ্গে রাজনন্দনগাঁওয়ের যোগাযোগ রয়েছে ৷ এই খবর পেয়ে রায়পুর সাইবার সেল, রাজনন্দনগাঁওয়ের কোতওয়ালি পুলিশ এবং সাইবার সেল ইলেকট্রনিক ডেটা সংগ্রহ করে ৷

পুলিশের উচ্চ-আধিকারিক বলেন, "সেই তথ্যের ভিত্তিতে সোমবারই মুম্বই পুলিশের একটি দল রাজনন্দনগাঁও আসে ৷ রাজনন্দনগাঁও পুলিশের সাহায্যে 17 বছর বয়সি কিশোর, তার বাবাকে সমন পাঠানো হয় ৷ এরই সঙ্গে যে ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয়েছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷" এই ঘটনায় মুম্বই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.