ETV Bharat / bharat

গনেশ পুজোর প্রসাদ খেয়ে বিষক্রিয়া, আক্রান্ত 100 শিশু - GANESH PUJA FOOD POISONING

GANESH PUJA FOOD POISONING: জামনগরে প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক শিশু ৷ শুধু তাই নয়, সরকারি হাসপাতালে শয্যার অভাব নিয়ে উঠেছে অভিযোগ।

GANESH PUJA FOOD POISONING
বিষক্রিয়ায় আক্রান্ত 100 শিশু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 8:45 PM IST

জামনগর, 13 সেপ্টেম্বর: গণেশ উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ কমবেশি 100 জন শিশু ৷ বৃহস্পতিবার রাতে জামনগরে এক গনেশ পুজোয় প্রসাদে মশলা ভাত খাওয়ানো হয় ৷ আর সেই প্রসাদ খাবার পর প্রায় 100 শিশুর ডায়রিয়া ও বমি হচ্ছে অভিযোগ ৷ সেই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাপা এলাকার এলগান সোসাইটিতে গণেশ উৎসবের সময় মশলা ভাত প্রসাদ খাওয়ার পরে 100 জনেরও বেশি শিশু ডায়রিয়া এবং বমিতে ভুগতে শুরু করে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জামনগরের সরকারি জিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে পেডিয়াট্রিক ওয়ার্ডে বেশ কয়েকজন শিশুকে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি পরিবারের অভিযোগ হাসপাতালে শয্যার অভাব ছিল। ফলে তাদের সন্তানদের মাটিতে নামিয়ে চিকিৎসা করাতে হয় ৷

ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে জামনগর সমস্ত তলপাডা কলি সমাজের সভাপতি হিতেশ বামভানিয়া ও স্থানীয় কাউন্সিলর জিতেন্দ্র শিঙ্গাদা-সহ বহু মানুষ হাসপাতালে ছুটে আসেন। উল্লেখ্য, জামনগরের হাপা এলাকার এলিঙ্গন সোসাইটিতে গণেশ প্যান্ডেলে আলুর সঙ্গে মসলা ভাতের প্রসাদ আয়োজন করা হয় ৷ এই প্রসাদ খাওয়ার পর শিশু-সহ শতাধিক মানুষ আক্রান্ত হন এবং সকলকেই হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা যথাসময়ে চিকিৎসা শুরুও করেন ৷ যার জেরে শিশুরা সকলেই প্রায় সঙ্কটামুক্ত ৷ সুস্থ হওয়ার পর এদিন বিকেলে 48 শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য বিভাগও আরও একটি ঘটনার বিষয়ে তৎপরতা দেখিয়েছে ৷ খাদ্য অধিদফতরের একটি দল এলিঙ্গান সোসাইটিতে এসে জল, চাল ও বাটার মিল্কের নমুনাও সংগ্রহ করেছে ৷ এসব নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে খবর।

জামনগর, 13 সেপ্টেম্বর: গণেশ উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ কমবেশি 100 জন শিশু ৷ বৃহস্পতিবার রাতে জামনগরে এক গনেশ পুজোয় প্রসাদে মশলা ভাত খাওয়ানো হয় ৷ আর সেই প্রসাদ খাবার পর প্রায় 100 শিশুর ডায়রিয়া ও বমি হচ্ছে অভিযোগ ৷ সেই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাপা এলাকার এলগান সোসাইটিতে গণেশ উৎসবের সময় মশলা ভাত প্রসাদ খাওয়ার পরে 100 জনেরও বেশি শিশু ডায়রিয়া এবং বমিতে ভুগতে শুরু করে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জামনগরের সরকারি জিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে পেডিয়াট্রিক ওয়ার্ডে বেশ কয়েকজন শিশুকে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি পরিবারের অভিযোগ হাসপাতালে শয্যার অভাব ছিল। ফলে তাদের সন্তানদের মাটিতে নামিয়ে চিকিৎসা করাতে হয় ৷

ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে জামনগর সমস্ত তলপাডা কলি সমাজের সভাপতি হিতেশ বামভানিয়া ও স্থানীয় কাউন্সিলর জিতেন্দ্র শিঙ্গাদা-সহ বহু মানুষ হাসপাতালে ছুটে আসেন। উল্লেখ্য, জামনগরের হাপা এলাকার এলিঙ্গন সোসাইটিতে গণেশ প্যান্ডেলে আলুর সঙ্গে মসলা ভাতের প্রসাদ আয়োজন করা হয় ৷ এই প্রসাদ খাওয়ার পর শিশু-সহ শতাধিক মানুষ আক্রান্ত হন এবং সকলকেই হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা যথাসময়ে চিকিৎসা শুরুও করেন ৷ যার জেরে শিশুরা সকলেই প্রায় সঙ্কটামুক্ত ৷ সুস্থ হওয়ার পর এদিন বিকেলে 48 শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য বিভাগও আরও একটি ঘটনার বিষয়ে তৎপরতা দেখিয়েছে ৷ খাদ্য অধিদফতরের একটি দল এলিঙ্গান সোসাইটিতে এসে জল, চাল ও বাটার মিল্কের নমুনাও সংগ্রহ করেছে ৷ এসব নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.