ধানবাদ, 12 নভেম্বর: প্রচারে বেরিয়ে মানিব্যাগ খোয়া গেল মিঠুন চক্রবর্তীর ৷ এরপর বিজেপি নেতারা মঞ্চ থেকেই লোকদের কাছে পার্স ফেরত দেওয়ার আবেদন করেন । উঠল দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগও ৷
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে জনসভায় ব্যাপক ভিড় ছিল জনতার । অভিযোগ, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই ভিড় মঞ্চ পর্যন্ত পৌঁছে যায় ৷ ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ ভিড় এত বেশি ছিল যে লোকেরা ধাক্কাধাক্কি শুরু করে । এই ভিড়ের সুযোগ নিয়ে কয়েকজন পকেটমার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পকেট থেকে পার্স চুরি করেছে বলে অভিযোগ ৷ এর পর বিজেপি নেতারা ওই প্রচারমঞ্চ থেকেই সেখানে উপস্থিত মানুষের কাছে পার্স ফেরত দেওয়ার আবেদন করেন ।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার ধানবাদ যান তিনি ৷ সেখানকার নিসা বিধানসভা থেকে বিজেপি প্রার্থী অপর্ণা সেন গুপ্তার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দেন । সঙ্গে ছিলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷
পকেটে পার্স না পেয়ে মিঠুন ঘটনাটি বিজেপি নেতাদের জানান । বিষয়টি জানা মাত্রই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিজেপি নেতারা জনতার কাছ থেকে মিঠুন দা-র পার্স ফেরত দেওয়ার আবেদন করেন । তবে তারপরও পার্স পাওয়া যায়নি ৷ এর জেরে তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে চলে যান মিঠুন ।
বৈঠকের পর মিঠুন চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন যে, "আমি ঝাড়খণ্ডে পরিবর্তনের দৃশ্য দেখছি । আমার প্রথম ছবিতে আমি একজন আদিবাসী চরিত্রে অভিনয় করেছি । ঝাড়খণ্ডের আদিবাসীরা অবশ্যই আমাকে সমর্থন করবে এবং ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডে সরকার গঠন করবে ।"
পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির হুমকি ভিডিয়ো প্রসঙ্গে মিঠুন দা বলেন, "আমি এমন কিছু বলিনি যার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে । আমার জীবনে আমি কখনও হিন্দু-মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মতো কোনও মন্তব্য করিনি । আমার দেওয়া বক্তব্য মিডিয়ায় বিকৃত করা হয়েছে । আমি কখনওই চাই না যে আমার বক্তব্য পশ্চিমবঙ্গে দাঙ্গা সৃষ্টি করুক ।"