নয়াদিল্লি, 14 মার্চ: বারবার সতর্ক করা সত্ত্বেও কর্ণপাত না-করায় শেষমেশ একাধিক ওভার দ্য টপ প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটকে ব্লক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ এর মধ্যে রয়েছে 19টি ওয়েবসাইট এবং 10টি অ্যাপ (7টি গুগল প্লে স্টোর এবং 3টি অ্যাপল অ্যাপ স্টোর) ৷ পাশাপাশি 57টি সোশাল মিডিয়া অ্যাকাউন্টকেও এই 'কালো' তালিকাভুক্ত করেছে মন্ত্রক ৷ নেপথ্য কারণ হিসেবে মন্ত্রক জানিয়েছে, সতর্ক করা সত্ত্বেও এই প্ল্য়াটফর্মগুলি বেলাগামভাবে নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফিক বিষয়বস্তু তাদের প্ল্যাটফর্মের অংশ করেছে ৷
কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রী অনুরাগ ঠাকুর বারংবার নগ্নতা, অশ্লীল বিষয়বস্ত প্রচারের ব্যাপারে সচেতন করার পর 12 মার্চ 18টি প্ল্যাটফর্মকে বন্ধ করে দিয়েছে ৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, অন্য়ান্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পর 2000 সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷
তথ্য-সম্প্রচার সূত্রে খবর, বন্ধ হওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলির উপভোক্তার সংখ্যাও নেহাত কম নয় ৷ ব্লক করা একটি ওটিটি গুগল প্লে স্টোরে 1 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে ৷ দু'টি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ডাউনলোডের সংখ্যা 50 লক্ষেরও বেশি ৷ শুধু তাই নয়, নির্দিষ্ট যৌনগন্ধী কিংবা অশ্লীল সেই দৃশ্যগুলি সোশাল মিডিয়ায় প্রচার করে দর্শক টানার চেষ্টা করে থাকে ওটিটি প্ল্য়াটফর্মগুলি ৷
আরও জানানো হয়েছে মোট 12টি ফেসবুক, 17টি ইনস্টাগ্রাম, 16টি এক্স (সাবেক টুইটার) এবং 12টি ইউটিউব অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রসঙ্গত, ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক চাহিদা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের । বাড়ি বসে স্মার্টফোনেই দেখা যায় একাধিক সিনেমা, ওয়েব-সিরিজ এবং সিরিয়াল । যে কারণে হাতে ফোন এলেই সোশাল মিডিয়ার পর থেকে সবথেকে বেশি চোখ যায় ওটিটি প্ল্যাটফর্মে । তবে বেশ কিছু সংস্থা সুস্থ বিনোদনের আড়ালে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু প্রচার শুরু করেছে । তাই এমন পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রক ৷
আরও পড়ুন: