নলহাটি, 18 সেপ্টেম্বর: বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার মুম্বইয়ে। আর এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের নলহাটির গ্রামে। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। মৃত শ্রমিকের নাম সোমনাথ দেবনাথ । তাঁর বাড়ি নলহাটি থানার পানিটা গ্রাম । মঙ্গলবার মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাবদি থানার পুলিশ বীরভূমের বাড়িতে ফোন করে সোমনাথের মৃত্যুর খবর দেয়। এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় কাজ নেই। তাই বছর দেড়েক আগে মহারাষ্ট্রে কাজ করতে যান সোমনাথ দেবনাথ নামে ওই যুবক। দু'মাস আগে তিনি বাড়িতে এসেছিলেন। কয়েকদিন থেকে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন । গত 14 সেপ্টেম্বর রাত এগারোটা নাগাদ মায়ের সঙ্গে মোবাইলে কথাও বলেন সোমনাথ। মায়ের চিকিৎসা নিয়ে দু'পক্ষের মধ্যে কথাও হয় বলে জানা গিয়েছে। এরপর মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে সোমনাথের মৃত্যু সংবাদ পান পরিরারেব সদস্যরা। পুলিশের প্রাথমিক অনুমান ওই শ্রমিককে খুন করা হয়েছে।
ভাই সুকান্ত দেবনাথ জানান, দাদাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা কীভাবে খুন করেছে সেই বিষয়টি স্পষ্ট নয় । খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের কপুরবাবদি থানার পুলিশ। তিনি বলেন, “কোথায় কী কাজ করত আমরা জানি না। এই ব্যাপারে আমাদের কখনও কিছু বলেনি। তবে এটুকু জানি মহারাষ্ট্রে কাজ করত। 14 সেপ্টেম্বর ফোনে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছিল । তারপর কীভাবে খুন হল বুঝতে পারছি না । অপরাধীদের কঠোর শাস্তির দাবি করছি”।
দিন কয়েক আগে কাজের আশায় চেন্নাই গিয়ে অসুস্থ হয়ে পড়লেন 4 বঙ্গসন্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন ঠিক মতো খাবার খাওয়া হয়নি বলেই তাঁরা অ সুস্থ হয়ে পড়েন। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের সোমবার। জানা গিয়েছে, চেন্নাই স্টেশনে এই চারজন বসে ছিলেন । আচমকা তাঁরা সংজ্ঞা হারান। অন্য যাত্রীদের তৎপরতায় তাঁদের স্থানীয় রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
দিন কাটছিল অনাহারে, চেন্নাই স্টেশনে জ্ঞান হারালেন 4 বঙ্গসন্তান