ETV Bharat / bharat

অযোধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 90 শ্রমিকের বাড়ি, জখম 3 - Massive fire in Ayodhya

Fire Incident in Ayodhya: অযোধ্যার রামসেবকপুরমে বিধ্বংসী আগুন লাগে ৷ তার জেরে পুড়ে ছাই 90 জন শ্রমিকের অস্থায়ী বাড়ি ৷ এই ঘটনায় 3 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ৷

ETV BHARAT
অযোধ্যার রামসেবকপুরমে বিধ্বংসী আগুনে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 12:48 PM IST

অযোধ্যা, 10 মে: অযোধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল 90 জন শ্রমিকের ঘর ৷ তিনজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৷ রামসেবকপুরমে নির্মাণাকাজ চলছে বিশ্ব হিন্দু পরিষদের আবাসিক কমপ্লেক্সের ৷ সেখানে শ্রমিকদের অস্থায়ী আবাসনে বৃহস্পতিবার হঠাৎই আগুন লাগে । এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ভয়াবহ আকার নেয় ।

শ্রমিক পরিবারগুলো একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে তিনজন গুরুতর জখম হন ৷ তাঁদের চিকিৎসার জন্য শ্রীরাম হাসপাতালে পাঠানো হয়েছে । আগুনে প্রায় 90 জন শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয়দের অভিযোগ, খবর পেয়ে দমকলের গাড়ি জল ছাড়াই চলে আসে ঘটনাস্থলে । দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুনকে বাগে আনেন স্থানীয়রাই ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ।

অযোধ্যার রামঘাট এলাকায় রামসেবকপুরমে নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা কাজ করছেন । শ্রমিকদের থাকার জন্য টিন ও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী বাসস্থান । এর মধ্যে প্রায় 12টি কক্ষ ছিল আর প্রতিটি ঘরে আটজনের থাকার ব্যবস্থা ছিল । বর্তমানে সেখানে 90 জন শ্রমিক বসবাস করেন । বৃহস্পতিবার দুপুর 2টার দিকে দুপুরের খাবার খেয়ে সব শ্রমিকরা কাজে চলে যান । তারপরই ঘটে অগ্নিকাণ্ড ৷

এ দিকে, আবাসিক চত্বর থেকে হঠাৎ কালো ধোঁয়ার স্তর উঠতে শুরু করে এবং এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন । সুলতানপুরের বাসিন্দা টেম্পোচালক রামকৃষ্ণ মিশ্র বলেন, হৃদয়রাম ও লাড্ডুলাল প্লাস্টিকের কারশেডের উপরে উঠতি গিয়ে টিনের শেড গলে আগুনের মাঝে পড়ে যান ৷ অন্যান্য লোকজন কোনও ক্রমে আহতদের উদ্ধার করে শ্রীরাম হাসপাতালে পাঠান।

ভিএইচপি প্রাদেশিক মিডিয়া ইনচার্জ বলেছেন যে, "22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য রামসেবকপুরমে খাদ্যশস্য বিতরণের জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল । এখানে প্রচুর পরিমাণে খাদ্যসামগ্রী রাখা হয় । এছাড়াও, কিছু লোকের বসবাসের জন্য এখানে একটি পিভিসি বিল্ডিং তৈরি করা হয় । আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে । আমাদের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয় । এটা খুবই দুঃখজনক যে দমকলের গাড়ি দেরিতেও এসেছে, জলও আনেনি ৷ অযোধ্যার মতো সংবেদনশীল এলাকায় দমকলকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে । আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন । তাঁরা শ্রীরাম হাসপাতালে চিকিৎসাধীন ।"

আরও পড়ুন:

  1. ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন, ক্ষতিগ্রস্ত ইভিএম
  2. চারধাম যাত্রা শুরুতে বাকি 8 দিন, পানীয় জলের সংকট-দাবানলে বিধস্ত উত্তরাখণ্ড
  3. রানিগঞ্জের ডেকরেটারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে 6টি ইঞ্জিন

অযোধ্যা, 10 মে: অযোধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল 90 জন শ্রমিকের ঘর ৷ তিনজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৷ রামসেবকপুরমে নির্মাণাকাজ চলছে বিশ্ব হিন্দু পরিষদের আবাসিক কমপ্লেক্সের ৷ সেখানে শ্রমিকদের অস্থায়ী আবাসনে বৃহস্পতিবার হঠাৎই আগুন লাগে । এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ভয়াবহ আকার নেয় ।

শ্রমিক পরিবারগুলো একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে তিনজন গুরুতর জখম হন ৷ তাঁদের চিকিৎসার জন্য শ্রীরাম হাসপাতালে পাঠানো হয়েছে । আগুনে প্রায় 90 জন শ্রমিকের ঘর পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয়দের অভিযোগ, খবর পেয়ে দমকলের গাড়ি জল ছাড়াই চলে আসে ঘটনাস্থলে । দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুনকে বাগে আনেন স্থানীয়রাই ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ।

অযোধ্যার রামঘাট এলাকায় রামসেবকপুরমে নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা কাজ করছেন । শ্রমিকদের থাকার জন্য টিন ও প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী বাসস্থান । এর মধ্যে প্রায় 12টি কক্ষ ছিল আর প্রতিটি ঘরে আটজনের থাকার ব্যবস্থা ছিল । বর্তমানে সেখানে 90 জন শ্রমিক বসবাস করেন । বৃহস্পতিবার দুপুর 2টার দিকে দুপুরের খাবার খেয়ে সব শ্রমিকরা কাজে চলে যান । তারপরই ঘটে অগ্নিকাণ্ড ৷

এ দিকে, আবাসিক চত্বর থেকে হঠাৎ কালো ধোঁয়ার স্তর উঠতে শুরু করে এবং এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন । সুলতানপুরের বাসিন্দা টেম্পোচালক রামকৃষ্ণ মিশ্র বলেন, হৃদয়রাম ও লাড্ডুলাল প্লাস্টিকের কারশেডের উপরে উঠতি গিয়ে টিনের শেড গলে আগুনের মাঝে পড়ে যান ৷ অন্যান্য লোকজন কোনও ক্রমে আহতদের উদ্ধার করে শ্রীরাম হাসপাতালে পাঠান।

ভিএইচপি প্রাদেশিক মিডিয়া ইনচার্জ বলেছেন যে, "22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য রামসেবকপুরমে খাদ্যশস্য বিতরণের জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল । এখানে প্রচুর পরিমাণে খাদ্যসামগ্রী রাখা হয় । এছাড়াও, কিছু লোকের বসবাসের জন্য এখানে একটি পিভিসি বিল্ডিং তৈরি করা হয় । আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে । আমাদের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয় । এটা খুবই দুঃখজনক যে দমকলের গাড়ি দেরিতেও এসেছে, জলও আনেনি ৷ অযোধ্যার মতো সংবেদনশীল এলাকায় দমকলকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে । আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন । তাঁরা শ্রীরাম হাসপাতালে চিকিৎসাধীন ।"

আরও পড়ুন:

  1. ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন, ক্ষতিগ্রস্ত ইভিএম
  2. চারধাম যাত্রা শুরুতে বাকি 8 দিন, পানীয় জলের সংকট-দাবানলে বিধস্ত উত্তরাখণ্ড
  3. রানিগঞ্জের ডেকরেটারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে 6টি ইঞ্জিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.