জয়পুর, 23 মার্চ: কারখানায় আগুন লেগে 5 শ্রমিকের মৃত্যু। জয়পুরের কাছে বাস্সি এলাকায় শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রাখা ছিল তার জেরেই আগুন দ্রুত বড় আকার ধারণ করে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
একটি সূত্রের দাবি বয়লার ফেটেই এই ঘটনা ঘটেছে। এরপর কারখানায় থাকা রসায়নিকের সংস্পর্শে এসে আগুন আরও বড় আকার নেয়। আর তার জেরেই একের পর এক শ্রমিক আগুনের গ্রাসে চলে আসেন। ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকলের কর্মীরা। জয়পুরে এই ধরনের আগুন লাগার ঘটনা নতুন নয়। মাত্র দু'দিন আগে শহরের বিশ্বকর্মা এলাকায় আগুন লাগে। তাতেও 5 জনের প্রাণ যায়। এর মধ্যে এক দম্পতির পাশাপাশি তিনটি শিশুরও মৃত্যু হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগে হরিয়ানার রেওয়ারিতে বয়লার ফেটে কমপক্ষে 50 আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বাকিদের অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর আবারও ফিরল আগুন-আতঙ্ক।
এই ঘটনার কারণ খোঁজার কাজ শুরু করেছে পুলিশ। ঠিক কীভাবে আগুন লাগল তা জানতে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে দমকলও। কারখানায় রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কোথাও কোনও গাফিলতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া এই এলাকার আশাপাশেও বেশ কয়েকটি কারখানা রয়েছে। সেখানেও এই ধরনের কোনও পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে বিশেষজ্ঞদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: