ETV Bharat / bharat

টুকরো টুকরো হয়ে গেল দেহ, অন্ধ্রের কারখানায় বিস্ফোরণে মৃত কমপক্ষে 17; আহত বহু - Reactor Blast in Andhra Pradesh

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 10:00 PM IST

Updated : Aug 21, 2024, 10:09 PM IST

Reactor Blast at Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে একটি কারখানায় চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ ঘটনায় মৃত্যু হল প্রায় 17 জনের ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান ৷ শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

Blast in Andhra Pradesh
বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকেছে চত্বর (Etv Bharat)

আনাকাপল্লী (অন্ধ্রপ্রদেশ), 21 অগস্ট: ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন 17 জন ৷ আহতের সংখ্যা প্রায় 50 ৷ বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার রামবিলি মণ্ডলের অচ্যুতাপুরমে ৷ এখানকার এসইজেডের এসেনশিয়া ফার্মা কোম্পানিতে মধ্যাহ্নভোজের বিরতির সময় চুল্লি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘন ধোঁয়ায় ভরে যায় এলাকা ৷ প্রচণ্ড বিস্ফোরণের কারণে কী ঘটেছে তা বোঝা অসম্ভব ছিল । চিৎকার করতে করতে কারখানা থেকে পালাতে থাকেন শ্রমিকরা। চুল্লি বিস্ফোরণের সময় সেখানে কয়েকশো শ্রমিক ছিলেন । প্রচণ্ড বিস্ফোরণে তাঁরা সবাই হতবাক হয়ে যান । ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

এই বিস্ফোরণে এখনও পর্যন্ত 17 জন মারা গিয়েছে । বিস্ফোরণে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায় । পাঁচজনের মরদেহ আনাকাপল্লী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া । আহতরা আনাকাপল্লীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের মধ্যে পাঁচজনের 60 শতাংশের বেশি পুড়ে গিয়েছে বলে খবর । চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানা গিয়েছে ।

কারখানায় উদ্ধার কাজ চলছে ৷ দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত আছেন । ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন । শ্রমিকদের কাছে বিস্ফোরণের কারণ জানতে চাওয়া হয় । শ্রমিকরা জানান, বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন । অচ্যুতপুরমের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । চুল্লি বিস্ফোরণের ঘটনা নিয়ে কালেক্টরের সঙ্গে কথা বলেছেন তিনি । অবিলম্বে ত্রাণ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে । এই ঘটনার স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ফোনে কালেক্টরের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনার খোঁজখবর নেন । তিনি হাসপাতালে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন ।

আনাকাপল্লী (অন্ধ্রপ্রদেশ), 21 অগস্ট: ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন 17 জন ৷ আহতের সংখ্যা প্রায় 50 ৷ বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার রামবিলি মণ্ডলের অচ্যুতাপুরমে ৷ এখানকার এসইজেডের এসেনশিয়া ফার্মা কোম্পানিতে মধ্যাহ্নভোজের বিরতির সময় চুল্লি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘন ধোঁয়ায় ভরে যায় এলাকা ৷ প্রচণ্ড বিস্ফোরণের কারণে কী ঘটেছে তা বোঝা অসম্ভব ছিল । চিৎকার করতে করতে কারখানা থেকে পালাতে থাকেন শ্রমিকরা। চুল্লি বিস্ফোরণের সময় সেখানে কয়েকশো শ্রমিক ছিলেন । প্রচণ্ড বিস্ফোরণে তাঁরা সবাই হতবাক হয়ে যান । ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

এই বিস্ফোরণে এখনও পর্যন্ত 17 জন মারা গিয়েছে । বিস্ফোরণে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায় । পাঁচজনের মরদেহ আনাকাপল্লী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া । আহতরা আনাকাপল্লীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের মধ্যে পাঁচজনের 60 শতাংশের বেশি পুড়ে গিয়েছে বলে খবর । চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানা গিয়েছে ।

কারখানায় উদ্ধার কাজ চলছে ৷ দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত আছেন । ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন । শ্রমিকদের কাছে বিস্ফোরণের কারণ জানতে চাওয়া হয় । শ্রমিকরা জানান, বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন । অচ্যুতপুরমের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । চুল্লি বিস্ফোরণের ঘটনা নিয়ে কালেক্টরের সঙ্গে কথা বলেছেন তিনি । অবিলম্বে ত্রাণ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে । এই ঘটনার স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ফোনে কালেক্টরের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনার খোঁজখবর নেন । তিনি হাসপাতালে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন ।

Last Updated : Aug 21, 2024, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.