হাথরস (উত্তরপ্রদেশ), 2 জুলাই: সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশের হাথরসে ৷ মঙ্গলবার হাথরস জেলার ফুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত 116 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷
জানা গিয়েছে, রতিভানপুরের ফুলরাই গ্রামে ভোলে বাবার সৎসঙ্গ চলছিল । সৎসঙ্গ শেষ হওয়ার পর সকলে একসঙ্গে বের হওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে । দুর্ঘটনার মুহূর্তে সময় মহিলা ও শিশুরা মারাত্মকভাবে পিষ্ট হয় । যার জেরে হৈ চৈ পড়ে যায় । পদপিষ্টের ঘটনায় হয়ে বহু ভক্তের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার পর সিএসসি সিকান্দরাতে মৃতদেহ এসেই যাচ্ছে । এদিকে আহতদেরও ইটা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ।
জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত কমপক্ষে 20 জন পুণ্যার্থী
#WATCH | Uttar Pradesh | Hathras Stampede | Hathras DM Ashish Kumar says, " ... district administration is investigating the matter. the injured are being taken to the hospital and people are still being recovered... a figure of nearly 50-60 deaths has been reported to me by the… pic.twitter.com/vHfypBJ9QO
— ANI (@ANI) July 2, 2024
এই ঘটনায় ইটা-র সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ কুমার সিং জানান, ফুলরাই গ্রামে একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে । ইটা হাসপাতালে 27টি মৃতদেহ এসেছে এখনও পর্যন্ত । তার মধ্যে 23 জন মহিলা, 3 শিশু ও একজন পুরুষ রয়েছেন ৷ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছিল । ভিড়ের জেরেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা ৷
जनपद हाथरस की दुर्भाग्यपूर्ण दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद एवं हृदय विदारक है।
— Yogi Adityanath (@myogiadityanath) July 2, 2024
मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं।
संबंधित अधिकारियों को राहत एवं बचाव कार्यों के युद्ध स्तर पर संचालन और घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए हैं।
उत्तर प्रदेश सरकार में मा.…
এই ঘটনায় সোশাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । তিনি আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এডিজি আগ্রা ও কমিশনার আলিগড়ের একটি দল গঠন করা হয়েছে ।
उत्तर प्रदेश के हाथरस जिले में हुई दुर्घटना में महिलाओं और बच्चों सहित अनेक श्रद्धालुओं की मृत्यु का समाचार हृदय विदारक है। मैं अपने परिवारजनों को खोने वाले लोगों के प्रति गहन शोक संवेदना व्यक्त करती हूं तथा घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।
— President of India (@rashtrapatibhvn) July 2, 2024
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "উত্তরপ্রদেশের হাথরস জেলায় দুর্ঘটনায় মহিলা ও শিশু সহ বহু ভক্তের মৃত্যুর খবর হৃদয় বিদারক । যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"
Just now learnt that in a sad incident of stampede, at least 27 devotees (including 23 women and 3 children) have succumbed to death at Hathras, UP. My heart goes out to their family members. Sincere condolences to the bereaved kins.
— Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2024
পদপিষ্ট হওয়ার ঘটনায় সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "এইমাত্র জানতে পেরেছি যে পদদলিত হওয়ার একটি দুঃখজনক ঘটনায়, কমপক্ষে 27 জন ভক্ত (23 জন মহিলা এবং 3 শিশু সহ) ইউপির হাথরসে মারা গিয়েছে । শোকাহত স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷" পরে সেই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে ৷