ETV Bharat / bharat

নাম বিভ্রাট! আরজেডির বদলে বিজেপির তেজস্বীকে 'নষ্ট রাজকুমার' বলে সোশালে ট্রোল কঙ্গনা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kangana Ranaut Attacks Tejasvi Surya: সোশাল মিডিয়া ও ফাইভ জি-র যুগে সতর্ক হয়ে কথা না বললে কী হতে পার, তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন কঙ্গনা রানাউত ৷ আরজেডি নেতা তেজস্বীর বদলে বিজেপির সাংসদ তেজস্বীকে জনসভা থেকে আক্রমণ করে বসলেন মান্ডি লোকসভার পদ্মপ্রার্থী ৷ আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন অভিনেত্রী ৷

ETV BHARAT
নামবিভ্রাটে বিজেপিতে সহকর্মী 'তেজস্বী'কে কড়া ভাষা আক্রমণ কঙ্গনা রানাউতের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 4:53 PM IST

শিমলা, 6 মে: নামে অনেক কিছুই এসে যায় ৷ কারণ, নামের ব্যবহার সঠিক সময়ে সঠিকভাবে না হলে, বিপত্তি অনিবার্য ৷ আর তা যদি কোনও অভিনেতা বা অভিনেত্রী হন ! আর বেশি করে তিনি যদি রাজনীতির ময়দানে নামেন, তাহলে বিতর্ক অবধারিত ৷ এমনই নাম বিভ্রাটে জড়িয়েছেন অভিনেত্রী তথা মান্ডি লোকসভার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত ৷ আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বদলে, ভুল করে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে নিশানা করে বসলেন কঙ্গনা ৷

মান্ডি লোকসভা কেন্দ্রে প্রচারে কঙ্গনা বিরোধী 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করে চলেছেন ৷ গত শুক্রবার মান্ডির সুন্দরনগরে এমনই একটি জনসভা থেকে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে নিশানা করেন তিনি ৷ যেখানে তিনি বলেন, 'ইন্ডিয়া' জোটে একাধিক 'নষ্ট রাজকুমার' রয়েছেন ৷ যেখানে রাহুল গান্ধি-সহ একাধিক বিরোধী নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন কঙ্গনা ৷ সেখানেই তেজস্বী যাদবকে আক্রমণ করার বদলে, তেজস্বী সূর্যের নাম নেন অভিনেত্রী ৷

কঙ্গনা বলেন, "বিগড়ে যাওয়া শাহাজাদাদের কয়েকটি দল আছে ৷ তা সে রাহুল গান্ধি হোক, যিনি চাঁদের মাটিতে আলু চাষ করতে চান ৷ তেজস্বী সূর্য আরেকজন ৷ যিনি গুন্ডাগিরি করে বেড়ান ৷ মাছ খাওয়ার সময়, লোক দেখান ৷" কঙ্গনার এই মন্তব্যের জেরে বিজেপির অন্দরেই হইচই পড়ে যায় ৷ আর সোশাল মিডিয়ায় কঙ্গনা রানাউতের সেই বক্তব্যের ক্লিপ ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই ৷ সোশাল মিডিয়ায় অনেকেই মান্ডির বিজেপি প্রার্থীর এই নাম বিভ্রাট নিয়ে হাসিঠাট্টা শুরু করে দেয় ৷

উল্লেখ্য, ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভার বিদায়ী সাংসদ তথা প্রার্থী হলেন তেজস্বী সূর্য ৷ যিনি কর্নাটকে বিজেপির যুব মোর্চার সভাপতিও ছিলেন ৷ কিন্তু, কঙ্গনা যে তেজস্বীর নাম বলতে চেয়েছিলেন, তিনি হলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, নবরাত্রীতে তেজস্বী যাদব মাছ খাওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যা নিয়ে বিজেপির তরফে তেজস্বীকে নিশানা করা হয় ৷ সেই প্রসঙ্গ টেনে গত শুক্রবার কঙ্গনা তেজস্বী যাদবকে আক্রমণ করতে চেয়েছিলেন ৷ কিন্তু, ভাগ্য মন্দ হলে যা হয়! মুখ ফসকে বিজেপি নেতার নাম নিয়ে আক্রমণ করে ফেলেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:

  1. 'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা
  2. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র

শিমলা, 6 মে: নামে অনেক কিছুই এসে যায় ৷ কারণ, নামের ব্যবহার সঠিক সময়ে সঠিকভাবে না হলে, বিপত্তি অনিবার্য ৷ আর তা যদি কোনও অভিনেতা বা অভিনেত্রী হন ! আর বেশি করে তিনি যদি রাজনীতির ময়দানে নামেন, তাহলে বিতর্ক অবধারিত ৷ এমনই নাম বিভ্রাটে জড়িয়েছেন অভিনেত্রী তথা মান্ডি লোকসভার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত ৷ আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বদলে, ভুল করে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে নিশানা করে বসলেন কঙ্গনা ৷

মান্ডি লোকসভা কেন্দ্রে প্রচারে কঙ্গনা বিরোধী 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করে চলেছেন ৷ গত শুক্রবার মান্ডির সুন্দরনগরে এমনই একটি জনসভা থেকে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে নিশানা করেন তিনি ৷ যেখানে তিনি বলেন, 'ইন্ডিয়া' জোটে একাধিক 'নষ্ট রাজকুমার' রয়েছেন ৷ যেখানে রাহুল গান্ধি-সহ একাধিক বিরোধী নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন কঙ্গনা ৷ সেখানেই তেজস্বী যাদবকে আক্রমণ করার বদলে, তেজস্বী সূর্যের নাম নেন অভিনেত্রী ৷

কঙ্গনা বলেন, "বিগড়ে যাওয়া শাহাজাদাদের কয়েকটি দল আছে ৷ তা সে রাহুল গান্ধি হোক, যিনি চাঁদের মাটিতে আলু চাষ করতে চান ৷ তেজস্বী সূর্য আরেকজন ৷ যিনি গুন্ডাগিরি করে বেড়ান ৷ মাছ খাওয়ার সময়, লোক দেখান ৷" কঙ্গনার এই মন্তব্যের জেরে বিজেপির অন্দরেই হইচই পড়ে যায় ৷ আর সোশাল মিডিয়ায় কঙ্গনা রানাউতের সেই বক্তব্যের ক্লিপ ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই ৷ সোশাল মিডিয়ায় অনেকেই মান্ডির বিজেপি প্রার্থীর এই নাম বিভ্রাট নিয়ে হাসিঠাট্টা শুরু করে দেয় ৷

উল্লেখ্য, ব্যাঙ্গালোর দক্ষিণ লোকসভার বিদায়ী সাংসদ তথা প্রার্থী হলেন তেজস্বী সূর্য ৷ যিনি কর্নাটকে বিজেপির যুব মোর্চার সভাপতিও ছিলেন ৷ কিন্তু, কঙ্গনা যে তেজস্বীর নাম বলতে চেয়েছিলেন, তিনি হলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, নবরাত্রীতে তেজস্বী যাদব মাছ খাওয়ার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যা নিয়ে বিজেপির তরফে তেজস্বীকে নিশানা করা হয় ৷ সেই প্রসঙ্গ টেনে গত শুক্রবার কঙ্গনা তেজস্বী যাদবকে আক্রমণ করতে চেয়েছিলেন ৷ কিন্তু, ভাগ্য মন্দ হলে যা হয়! মুখ ফসকে বিজেপি নেতার নাম নিয়ে আক্রমণ করে ফেলেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:

  1. 'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা
  2. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.