পিলভিট (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: পুলিশ আধিকারিকের বাড়ির সামনে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ শনিবার উত্তরপ্রদেশের পিলভিটে ঘটনাটি ঘটেছে ৷ তিনি পুলিশের কাছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ সেই অভিযোগ দায়ের করতে রাজি হয়নি ৷ তারপরই ওই ব্যক্তি এসপির বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷
মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির স্ত্রী গার্হ্যস্থ হিংসার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ এরপর তিনি পুলিশের কাছে গিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হয়রান করছেন ৷ আর এই অভিযোগে থানায় মামলা দায়ের করতে চান তিনি ৷ তবে পুলিশ তাঁর অভিযোগ অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করতে রাজি হয়নি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী প্রদীপ ও ঈশা মাত্র দু'মাস আগে বিয়ে হয় ৷ অভিযোগ, ঈশা প্রদীপের থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিল ৷ শনিবার সকালে প্রদীপ পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে গিয়েছিলেন ৷ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল ৷ পরিবার সূত্রে খবর, সেই সময় এসপি তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন না ৷ তাই প্রদীপ এসপির বাড়ি চলে যান ৷ সেখানে তাঁর বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷
এসপি অতুল শর্মা বলেন, "সংগ্রাহি থানা এলাকার বাসিন্দা প্রদীপ ৷ তিনি বিষ খেয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷" এরপর আরেক পুলিশ আধিকারিক দীপক চতুর্বেদী সাংবাদিকদের জানান, প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় বারেলি জেলার কাছে পথেই তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই প্রদীপের দেহের ময়নাতদন্ত হবে ৷ এরপর প্রদীপের পরিবারের সদস্যরা অভিযোগ করলে সেই ভিত্তিতে পদক্ষেপ করা হবে ৷
আরও পড়ুন: