ETV Bharat / bharat

খুনের পর দ্বিতীয় স্ত্রীর দেহ আইসক্রিমের বাক্সে ভরে নদীতে ফেলল স্বামী ! - Husband Murders Wife - HUSBAND MURDERS WIFE

Husband Kills Wife: পূর্ণিয়ার কোশি নদীতে মহিলার দেহ উদ্ধার হল । নিহতের পরিবারের সদস্যরা তাঁর স্বামীর বিরুদ্ধে মহিলাকে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন ৷ বর্তমানে অভিযুক্ত স্বামী পলাতক ।

Husband Murders Wife
Husband Murders Wife
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 8:20 PM IST

পূর্ণিয়া(বিহার), 11 এপ্রিল: দ্বিতীয় স্ত্রীকে খুন করে দেহ আইসক্রিমের বাক্সে রেখে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ার শশী থানা এলাকার ৷ অভিযুক্ত পেশায় আইসক্রিম বিক্রেতা ৷ ঘটনার পর থেকেই পলাতক স্বামী অজয় ও ​​তাঁর পুরো পরিবার ৷ জানা গিয়েছে, মৃত মহিলার নাম পুতুল দেবী। তিনি বনমানখি থানা এলাকার ধকধরার বাসিন্দা।

পুতুলের পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে । মৃত মহিলার পরিবার জানিয়েছে, তারা কাটিহার জেলার সামেলি চাঁদপুরের বাসিন্দা। চলতি বছরের 11 মার্চ অজয়ের সঙ্গে ঘটা করে পুতুলের বিয়ে হয়েছিল । কিন্তু অজয় ​​ইতিমধ্যে বিবাহিত এবং তিনি দুই সন্তানের পিতা। তা মেয়ের পরিবার আগে থেকে জানত না ৷ বিয়ের পর সে কথা জানাজানি হয়।

পরিবারের সদস্যদের দাবি, পুতুলের সঙ্গে বিয়ের পর অজয়ের প্রথম স্ত্রীর পরিবার যখন বিষয়টি জানতে পারে তখন তারা জামাইয়ের বাড়িতে পৌঁছে যায়৷ পুতুলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপর পুতুল তাঁর মামার বাড়িতে চলে আসেন ৷ তখন বাবা-মা পুতুলকে তাঁর শ্বশুর বাড়িতে যেতে নিষেধ করেন ৷ কিন্তু পুতুল সেই নিষেধ মানেননি ৷ তিনি বলেছিলেন,অজয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তাই যাই ঘটুক না কেন তিনি অজয়ের সঙ্গেই থাকবেন ।

নিহতের পরিবারের অভিযোগ, খুনের পর প্রমাণ নষ্ট করতে অজয় ​​দেহটিকে একটি বরফের বাক্সে রেখে সেটি কোশি নদীতে ফেলে দেয় । ঠিক সে সময় নদীর ধারে মাঠে ককেকজন শিশু খেলছিল। তারা অজয়কে বরফের বাক্সে দেহ রেখে সেটি নদীতে ফেলে দিতে দেখেছিল। সেই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ৷

দেহটি ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয় । শশী থানার তরফে জানানো হয়েছে, নিহতের পরিবারের সদস্যরা জামাই অজয় ​​ও তাঁর পরিবারের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন । পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বর্তমানে অভিযুক্ত অজয় ​​তাঁর পরিবারের সঙ্গে গা ঢাকা দিয়েছে । তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

  1. স্বামীকে খুনের জন্য চাই ভাড়াটে খুনি, হোয়াটসঅ্য়াপে বিজ্ঞাপন স্ত্রী'য়ের !
  2. সল্টলেকের পর রাজারহাট, ফের স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা; গ্রেফতার অভিযুক্ত
  3. বিবাহ বার্ষিকীতে মিলল না উপহার, স্বামীকে কুপিয়ে রাগ মেটালেন স্ত্রী

পূর্ণিয়া(বিহার), 11 এপ্রিল: দ্বিতীয় স্ত্রীকে খুন করে দেহ আইসক্রিমের বাক্সে রেখে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ার শশী থানা এলাকার ৷ অভিযুক্ত পেশায় আইসক্রিম বিক্রেতা ৷ ঘটনার পর থেকেই পলাতক স্বামী অজয় ও ​​তাঁর পুরো পরিবার ৷ জানা গিয়েছে, মৃত মহিলার নাম পুতুল দেবী। তিনি বনমানখি থানা এলাকার ধকধরার বাসিন্দা।

পুতুলের পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে । মৃত মহিলার পরিবার জানিয়েছে, তারা কাটিহার জেলার সামেলি চাঁদপুরের বাসিন্দা। চলতি বছরের 11 মার্চ অজয়ের সঙ্গে ঘটা করে পুতুলের বিয়ে হয়েছিল । কিন্তু অজয় ​​ইতিমধ্যে বিবাহিত এবং তিনি দুই সন্তানের পিতা। তা মেয়ের পরিবার আগে থেকে জানত না ৷ বিয়ের পর সে কথা জানাজানি হয়।

পরিবারের সদস্যদের দাবি, পুতুলের সঙ্গে বিয়ের পর অজয়ের প্রথম স্ত্রীর পরিবার যখন বিষয়টি জানতে পারে তখন তারা জামাইয়ের বাড়িতে পৌঁছে যায়৷ পুতুলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপর পুতুল তাঁর মামার বাড়িতে চলে আসেন ৷ তখন বাবা-মা পুতুলকে তাঁর শ্বশুর বাড়িতে যেতে নিষেধ করেন ৷ কিন্তু পুতুল সেই নিষেধ মানেননি ৷ তিনি বলেছিলেন,অজয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তাই যাই ঘটুক না কেন তিনি অজয়ের সঙ্গেই থাকবেন ।

নিহতের পরিবারের অভিযোগ, খুনের পর প্রমাণ নষ্ট করতে অজয় ​​দেহটিকে একটি বরফের বাক্সে রেখে সেটি কোশি নদীতে ফেলে দেয় । ঠিক সে সময় নদীর ধারে মাঠে ককেকজন শিশু খেলছিল। তারা অজয়কে বরফের বাক্সে দেহ রেখে সেটি নদীতে ফেলে দিতে দেখেছিল। সেই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ৷

দেহটি ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয় । শশী থানার তরফে জানানো হয়েছে, নিহতের পরিবারের সদস্যরা জামাই অজয় ​​ও তাঁর পরিবারের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ এনে মামলা করেছেন । পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বর্তমানে অভিযুক্ত অজয় ​​তাঁর পরিবারের সঙ্গে গা ঢাকা দিয়েছে । তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

  1. স্বামীকে খুনের জন্য চাই ভাড়াটে খুনি, হোয়াটসঅ্য়াপে বিজ্ঞাপন স্ত্রী'য়ের !
  2. সল্টলেকের পর রাজারহাট, ফের স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা; গ্রেফতার অভিযুক্ত
  3. বিবাহ বার্ষিকীতে মিলল না উপহার, স্বামীকে কুপিয়ে রাগ মেটালেন স্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.