দুর্গ (ছত্তিশগড়), 20 অক্টোবর: নরবলি দিয়ে ভোলেনাথকে নিবেদন ! উন্মত্ত নাতি 70 বছরের ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর শিবলিঙ্গে রক্তস্নান করিয়েছে বলে খবর পুলিশ সূত্রে ৷ প্রাথমিকভাবে এই ঘটনাকে 'নরবলি' হিসেবেই দেখছে পুলিশ। তারপর আত্মহত্যা চেষ্টা করে যুবক ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই নৃশংস ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভিলাইয়ে ৷
শনিবার সন্ধ্যা তখন 7টা 35 ৷ দেখা যায় ভিলাইয়ের নন্দিনী থানা এলাকার নানকাট্টি গ্রামের এক মন্দিরের শিবলিঙ্গ রক্তেমাখা ৷ স্থানীয়রা শুনতে পান, অভিযুক্ত নাতি 'ভগবান শিব এখানেই আছেন', বলে চিৎকার করছে ৷ তার চিৎকারে সেখানে পৌঁছে সকলে দেখেন ধারালো অস্ত্র দিয়ে ঠাকুমাকে কুপিয়ে খুন করেছে উন্মত্ত নাতি। শুধু তাই নয়, স্থানীয়দের দাবি মন্দিরের গর্ভগৃহে গিয়ে শিবলিঙ্গে ঠাকুমার রক্তও মাখিয়েছে নাতি। গ্রামবাসীদের দাবি, ছোট থেকেই শিবের ভক্ত ছিল গুলশন। মন্দিরে নিত্য পুজোও করত।
অভিযুক্ত গুলশান গোস্বামী এরপরই নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় ৷ নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় গুলশান গোস্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দিনী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। মৃতের নাম রুখমণি গোস্বামী ৷ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত গুলশান কোনও এক অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে এই অপরাধ করেছে ৷ অভিযুক্ত গুলশান তার ঠাকুমার সঙ্গে বাড়িতেই থাকত। ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে গ্রামজুড়ে ৷