নয়াদিল্লি, 24 ডিসেম্বর: দেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও সদস্য নিয়োগে ভিন্নমত পোষণ তথা 'ডিসেন্ট অফ নোট' জমা দিলেন সংসদের দুই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি ৷ তাঁদের মতে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি 'মৌলিকভাবে ত্রুটিপূর্ণ' ৷ পারস্পরিক আলোচনা ও ঐক্যমত না-নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন ফালি নারিমান এবং বিচারপতি কুট্টিলি ম্যাথিউ জোসেপের নাম প্রস্তাব করেছিলেন রাজ্যসভা ও লোকসভার দুই বিরোধী নেতা ৷ কিন্তু, তাঁদের বদলে এই পদে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যনকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে 'ডিসেন্ট এফ নোট' জমা দেন সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতা ৷
উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই এনএইচআরসি'র চেয়ারপার্সনের পদ থেকে অবসর নিয়েছেন অরুণ কুমার মিশ্র ৷ নিয়ম অনুযায়ী, পদে নিয়োগের জন্য কেন্দ্রের তরফে একটি প্যানেল গঠন করা হয় ৷ এই প্যানেলে বাকি সদস্যদের সঙ্গে রয়েছেন সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় প্রধান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং নিম্নকক্ষ তথা লোকসভায় প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
গত 18 ডিসেম্বরে সংসদ ভবনে নির্বাচন কমিটির বৈঠক হয় ৷ বৈঠকের পর ভিন্নমত পোষণ করেন দুই বিরোধী নেতা ৷ 'ডিসেন্ট নোট'এ তাঁরা বলেন, "জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নিয়োগে পারস্পরিক আলোচনা ও সকলের মত না-নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল ৷ এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে ৷"
Hon’ble President of India appoints Shri Justice V. Ramasubramanian (Retd.) as the Chairperson, and Shri Priyank Kanoongo and Dr. Justice Bidyut Ranjan Sarangi (Retd.) as the Members of the National Human Rights Commission(NHRC), India.@PIBHomeAffairs @airnewsalerts @ANI
— NHRC India (@India_NHRC) December 23, 2024
বিরোধী দলনেতাদের আরও দাবি, "আলোচনার মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে গৃহীত হয়েছে ৷ যোগ্যতার বিশেষে দু'জনের নামের প্রস্তাব দেওয়া হয় ৷"
উল্লেখ্য়, জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ পোস্টে বলা হয়, "কমিশনের চেয়ারপার্সনের পদে প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যনকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ৷ সেই সঙ্গে, কমিশনের সদস্য হিসেবে পিয়াঙ্কা কানুনগো এবং প্রাক্তন বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে নিয়োগ করা হয়েছে ৷"