ETV Bharat / bharat

রেললাইনে রিল ! ট্রেনের ধাক্কায় মৃত বাবা-মা ও বছর তিনেকের শিশু - Death While Making Reels - DEATH WHILE MAKING REELS

Reel on Railway Line: রিল আর সেলফির মোহে মানুষ অসতর্ক হয়ে পড়ছে ৷ মুহূর্তে ঘটে যাচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা ৷ যেমনটা হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ৷

Death while making reels
রিল বানাতে গিয়ে মৃত্যু (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 5:15 PM IST

লখিমপুর খেরি, 11 সেপ্টেম্বর: একের পর এক দুর্ঘটনাতেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ৷ কখনও সেলফি, তো কখনও রিল ৷ অসতর্ক মুহূর্তে ঘটে যাচ্ছে চরম বিপদ ৷ রেললাইনে রিল বানাচ্ছিলেন বাবা-মা ৷ তাঁদের সঙ্গে ছিলেন 3 বছরের শিশু সন্তান ৷ হঠাৎ ট্রেন চলে আসে এবং পরিণতি হয় মর্মান্তিক ৷ রেলের নীচে চাপা পড়ে মৃত্যু হয় শিশু-সহ তিন জনেরই ৷ বুধবার সকাল 11টা নাগাদ ঘটনাটি উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ৷

ঘটনাস্থলে যাঁরা দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন, তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ৷ স্থানীয় সূত্রে খবর, তাঁরা দীর্ঘক্ষণ ধরে রেলের ট্র্যাকে ভিডিয়ো শুট করে রিল বানাচ্ছিলেন ৷ একই পরিবারের তিনজনের মৃত্যুতে আত্মীয় ও এলাকাবাসী শোকস্তব্ধ ৷ মৃতরা উত্তর প্রদেশের লহরপুরের বাসিন্দা ছিলেন ৷

মৃতের পরিবারের লোকজন খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে ৷ অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পওয়ান কুমার গৌতম জানান, গ্রামের প্রধান পুলিশকে খবর দিয়েছেন ৷ প্রধান পুলিশকে জানান, রেলের ট্র্যাকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা অনেকক্ষণ ধরে রেললাইনে রিল তৈরিতে মগ্ন ছিলেন ৷ মৃতদের শনাক্ত করা হয়েছে- মহম্মদ আহমেদ (26), তাঁর স্ত্রী আয়েশা (24) এবং সন্তান আবদুল্লা (3) ৷ উমারিয়া পুলিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে ৷

অগস্ট মাসের শেষে মহারাষ্ট্রের সাতারায় সেলফি তুলতে গিয়ে এক মহিলা 100 ফুট গভীর খাদে পড়ে যান ৷ ঘটনাটি ঘটেছে উঙ্গার রোডের বোর্ন ঘাটে বিকেল সাড়ে 5টা নাগাদ ৷ পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক মহিলা সেলফি তুলছিলেন ৷ হঠাৎ তিনি পা পিছলে পড়ে যান ৷ স্থানীয় ও তোশেঘর বন বিভাগের কর্মীরা তাঁকে উদ্ধার করে ৷

লখিমপুর খেরি, 11 সেপ্টেম্বর: একের পর এক দুর্ঘটনাতেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ৷ কখনও সেলফি, তো কখনও রিল ৷ অসতর্ক মুহূর্তে ঘটে যাচ্ছে চরম বিপদ ৷ রেললাইনে রিল বানাচ্ছিলেন বাবা-মা ৷ তাঁদের সঙ্গে ছিলেন 3 বছরের শিশু সন্তান ৷ হঠাৎ ট্রেন চলে আসে এবং পরিণতি হয় মর্মান্তিক ৷ রেলের নীচে চাপা পড়ে মৃত্যু হয় শিশু-সহ তিন জনেরই ৷ বুধবার সকাল 11টা নাগাদ ঘটনাটি উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ৷

ঘটনাস্থলে যাঁরা দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন, তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ৷ স্থানীয় সূত্রে খবর, তাঁরা দীর্ঘক্ষণ ধরে রেলের ট্র্যাকে ভিডিয়ো শুট করে রিল বানাচ্ছিলেন ৷ একই পরিবারের তিনজনের মৃত্যুতে আত্মীয় ও এলাকাবাসী শোকস্তব্ধ ৷ মৃতরা উত্তর প্রদেশের লহরপুরের বাসিন্দা ছিলেন ৷

মৃতের পরিবারের লোকজন খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে ৷ অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পওয়ান কুমার গৌতম জানান, গ্রামের প্রধান পুলিশকে খবর দিয়েছেন ৷ প্রধান পুলিশকে জানান, রেলের ট্র্যাকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা অনেকক্ষণ ধরে রেললাইনে রিল তৈরিতে মগ্ন ছিলেন ৷ মৃতদের শনাক্ত করা হয়েছে- মহম্মদ আহমেদ (26), তাঁর স্ত্রী আয়েশা (24) এবং সন্তান আবদুল্লা (3) ৷ উমারিয়া পুলিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে ৷

অগস্ট মাসের শেষে মহারাষ্ট্রের সাতারায় সেলফি তুলতে গিয়ে এক মহিলা 100 ফুট গভীর খাদে পড়ে যান ৷ ঘটনাটি ঘটেছে উঙ্গার রোডের বোর্ন ঘাটে বিকেল সাড়ে 5টা নাগাদ ৷ পুলিশ সূত্রে খবর, প্রচণ্ড বৃষ্টির মধ্যে এক মহিলা সেলফি তুলছিলেন ৷ হঠাৎ তিনি পা পিছলে পড়ে যান ৷ স্থানীয় ও তোশেঘর বন বিভাগের কর্মীরা তাঁকে উদ্ধার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.