কানপুর, 17 অগস্ট: ফের ট্রেন দুর্ঘটনা ! লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেস ৷ শুক্রবার রাত 2:30 নাগাদ কানপুর-ভীমসেন সেকশনে বারাণসী থেকে আমেদাবাদগামী সবরমতি এক্সপ্রেস (19168 ) লাইনচ্যুত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ট্রেনের 22টি বগি লাইনচ্যুত হয়েছে ৷ যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ ক্ষয়ক্ষতিও হয়নি বলেই জানাচ্ছে রেল। সবরমতি এক্সপ্রেসের চালকের দাবি, প্রাথমিকভাবে একটি বোল্ডারের সঙ্গে ইঞ্জিনে ধাক্কা লাগার জেরেই এই দুর্ঘটনা ৷
কানপুরের গোবিন্দপুরী স্টেশনের কাছে 19168 সবরমতি এক্সপ্রেসের 22টি বগি লাইনচ্যুত হয় ৷ বারাণসী থেকে আমেদাবাদ যাচ্ছিল ট্রেনটি। অবশ্য ট্রেনের কোনও যাত্রীর হতাহত হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। নর্থ-সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, বোল্ডারের সঙ্গে সংঘর্ষের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কানপুর থেকে মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডগামী ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এডিএম (সিটি) কানপুর রাকেশ ভার্মা। তিনি বলেন, "প্রাথমিকভাবে 22টি বগি লাইনচ্যুত হলেও কেউ আহত হননি। সব যাত্রীকে বাসে করে গন্তব্যে পাঠানো হচ্ছে ৷ মেমো ট্রেনও আসছে ৷" অন্যদিকে, কানপুরের ডিএম রাকেশ কুমার সিং জানিয়েছেন, ট্রেনের 22টি কোচ লাইনচ্যুত হয়েছে ৷ তিনি এবং এসডিএম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কিছু যাত্রীর সামান্য আঘাত লেগেছে ৷ কেউ গুরুতর আহত হননি ৷ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ৷ যাত্রীদের গন্তব্যে বা রেলস্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাসেরও ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রীদের কানপুর সেন্ট্রালে পাঠানো হচ্ছে ৷ এখান থেকে তাঁদের গন্তব্যে পাঠানো হবে বলেও জানা গিয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, সবরমতি লাইনচ্যুত হওয়ার কারণে সাতটি ট্রেন বাতিল করা হয়েছে এবং তিনটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ৷ নর্থ-সেন্ট্রাল রেলওয়ে জোনের মুখ্য জনসংযোগ আধিকারীক শশীকান্ত ত্রিপাঠি জানান, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের কানপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, "এছাড়া, যাত্রীদের কানপুরে ফেরত নিয়ে যাওয়ার জন্য একটি আট কোচের মেমু ট্রেন কানপুর থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছিল ৷"