ETV Bharat / bharat

রাজৌরির সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা, গুলিবিনিময়ে আহত জওয়ান - Encounter in Rajouri - ENCOUNTER IN RAJOURI

Encounter in Jammu & Kashmir: 15 দিনের মাথায় ফের এনকাউন্টার চলছে রাজৌরিতে ৷ সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ে জখম হলেন এক সেনা জওয়ান ৷ বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান ৷

Encounter in Rajouri
রাজৌরিতে সেনা ছাউনিতে হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 10:04 AM IST

Updated : Jul 22, 2024, 2:01 PM IST

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), 22 জুলাই: সেনা-জঙ্গি গুলি বিনিময়ে ফের উত্তপ্ত স্বর্গদ্যান ৷ 15 দিনের মাথায় ফের রাজৌরিতে শুরু হল এনকাউন্টার ৷ সোমবার ভোরে রাজৌরি জেলার গুন্ধা এলাকার সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ যদিও নিরাপত্তা বাহিনী তৎপর থাকায় তা ব্যর্থ হয় ৷ তারপরেই সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে আহত হয়েছেন একজন সেনা জওয়ান ।

সেনা সূত্রে খবর, সোমবার ভোর 4টে নাগাদ গুন্ধা এলাকায় একটি সেনা চৌকিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা ৷ পালটা গুলি চালায় ক্যাম্পের নিরাপত্তায় থাকা রক্ষীরা ৷ তাতে এক সেনা জওয়ান আহত হয়েছেন ৷ যদিও উপত্যকার কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একজন জওয়ান এবং একজন সাধারণ ব্যক্তি আহত হয়েছেন ৷ তাঁর নাম বিজয় কুমার বলে জানা গিয়েছে ।

সেনা আধিকারিক জানিয়েছেন, প্রচুর অস্ত্র-সমেত চার জঙ্গি আটকা পড়েছে । বেশ কিছু অসমর্থিত সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে এক জঙ্গি নিহত হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়েছে । একজন শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘জঙ্গিরা ভিডিসি (ভিলেজ ডেভেলপমেন্ট কর্পোরেশন) হামলার উদ্দেশ্যে এসেছিল ৷ সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ করায় তা ব্যর্থ হয়েছে ৷ বড় ক্ষতি এড়ানো গিয়েছে ৷’’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে ক্রমে বেড়ে চলেছে জঙ্গি হামলার ঘটনা ৷ সেই মতোই জঙ্গিদের মোকাবিলায় বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ৷ 7 জুলাইও রাজৌরি জেলার মানজাকোট এলাকায় সেনা ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে একজন সেনা জওয়ান আহত হয়েছিলেন ।

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), 22 জুলাই: সেনা-জঙ্গি গুলি বিনিময়ে ফের উত্তপ্ত স্বর্গদ্যান ৷ 15 দিনের মাথায় ফের রাজৌরিতে শুরু হল এনকাউন্টার ৷ সোমবার ভোরে রাজৌরি জেলার গুন্ধা এলাকার সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ যদিও নিরাপত্তা বাহিনী তৎপর থাকায় তা ব্যর্থ হয় ৷ তারপরেই সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে আহত হয়েছেন একজন সেনা জওয়ান ।

সেনা সূত্রে খবর, সোমবার ভোর 4টে নাগাদ গুন্ধা এলাকায় একটি সেনা চৌকিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা ৷ পালটা গুলি চালায় ক্যাম্পের নিরাপত্তায় থাকা রক্ষীরা ৷ তাতে এক সেনা জওয়ান আহত হয়েছেন ৷ যদিও উপত্যকার কিছু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একজন জওয়ান এবং একজন সাধারণ ব্যক্তি আহত হয়েছেন ৷ তাঁর নাম বিজয় কুমার বলে জানা গিয়েছে ।

সেনা আধিকারিক জানিয়েছেন, প্রচুর অস্ত্র-সমেত চার জঙ্গি আটকা পড়েছে । বেশ কিছু অসমর্থিত সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে এক জঙ্গি নিহত হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়েছে । একজন শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘জঙ্গিরা ভিডিসি (ভিলেজ ডেভেলপমেন্ট কর্পোরেশন) হামলার উদ্দেশ্যে এসেছিল ৷ সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ করায় তা ব্যর্থ হয়েছে ৷ বড় ক্ষতি এড়ানো গিয়েছে ৷’’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাসে ক্রমে বেড়ে চলেছে জঙ্গি হামলার ঘটনা ৷ সেই মতোই জঙ্গিদের মোকাবিলায় বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ৷ 7 জুলাইও রাজৌরি জেলার মানজাকোট এলাকায় সেনা ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় হয় ৷ যার জেরে একজন সেনা জওয়ান আহত হয়েছিলেন ।

Last Updated : Jul 22, 2024, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.