ETV Bharat / bharat

পানশালা থেকে বেরিয়ে বিএমডব্লিউ চালাচ্ছিলেন মিহির, শিবসেনা নেতার পুত্রের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি - Mumbai BMW Crash

Mumbai BMW hit-and-run case: স্কুটিতে ধাক্কা মারার পর এক মহিলাকে 100 মিটার হিঁচড়ে টেনে নিয়ে যায় একটি বিএমডব্লু। ততক্ষণাৎ মৃত্যু হয় ওই মহিলার ৷ এই ঘটনায় নাম জড়ায় শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহের। বর্তমানে তিনি পলাতক ৷ সোমবার মিহির শাহের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হল ৷

Mumbai Hit-and-Run
অভিযুক্ত শিন্ডেনেতার পুত্র মিহির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 10:08 AM IST

Updated : Jul 8, 2024, 10:40 AM IST

মুম্বই, 8 জুলাই: মুম্বইয়ের ওরলিতে রবিবার সকালে শিবসেনা নেতার ছেলের বিএমডব্লিউয়ের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার ৷ মূল অভিযুক্ত শিবসেনা নেতার ছেলে মিহির শাহ ৷ ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশের অনুমান তিনি কোথাও গা-ঢাকা দিয়েছেন ৷ সোমবার মিহির শাহের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশের ছ'টি দল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি পানশালায় মদ্যপান করেন মিহির। বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, "আমি গাড়ি চালাতে চাই।" চালকের আসনে বছর চব্বিশের মিহির বসার পরই দুরন্ত গতিতে ছুটতে থাকে বিএমডব্লিউটি ৷ ওরলি অতিক্রম করার সময়ই গাড়িটি একটি স্কুটিতে ধাক্কা মারে। স্কুটিতে ছিলেন প্রদীপ নাখওয়া ও তাঁর স্ত্রী কাবেরী ৷ এদিকে ধাক্কা মারার পরই চারচাকাটি থেমে থাকেনি ৷ প্রদীপ নাখওয়া কোনওমতে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দু'চাকার পিছনে বসে থাকা মহিলাকে 100 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ গাড়িটি ৷ দুর্ঘটনার পরই মূল অভিযুক্ত মিহির বেপাত্তা ৷

পোর্শেকাণ্ডে নাবালকের মদ্যপ থাকার প্রমাণ লোপাটে রক্তের নমুনা বদল, শ্রীঘরে মা

প্রদীপ এবং কাবেরীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা কাবেরীকে মৃত বলে ঘোষণা করলেও প্রদীপ এখনও চিকিৎসাধীন।এদিকে গতকাল রাতেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে গাড়ির চালক রাজেন্দ্র সিং বিদাওয়াত ও শিবসেনা নেতা রাজেশ শাহকে ৷ ঘাতক গাড়িটি ছিল তাঁর নামেই। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাড়ির চালক রাজেন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার পর তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গাড়িতে ওঠার আগে নেতাপুত্র মিহিরকে পানশালা থেকে বেরোতে দেখা গিয়েছে ৷ সিসিটিভি ফুটেজে এই ছবি দেখা গিয়েছে ৷ মিহিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্কুটার আরোহীকে টেনে নিয়ে গেল বিএমডব্লিউ, মৃত মহিলা; গ্রেফতার শিবসেনা নেতা-সহ 2

মুম্বই, 8 জুলাই: মুম্বইয়ের ওরলিতে রবিবার সকালে শিবসেনা নেতার ছেলের বিএমডব্লিউয়ের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার ৷ মূল অভিযুক্ত শিবসেনা নেতার ছেলে মিহির শাহ ৷ ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশের অনুমান তিনি কোথাও গা-ঢাকা দিয়েছেন ৷ সোমবার মিহির শাহের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশের ছ'টি দল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি পানশালায় মদ্যপান করেন মিহির। বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, "আমি গাড়ি চালাতে চাই।" চালকের আসনে বছর চব্বিশের মিহির বসার পরই দুরন্ত গতিতে ছুটতে থাকে বিএমডব্লিউটি ৷ ওরলি অতিক্রম করার সময়ই গাড়িটি একটি স্কুটিতে ধাক্কা মারে। স্কুটিতে ছিলেন প্রদীপ নাখওয়া ও তাঁর স্ত্রী কাবেরী ৷ এদিকে ধাক্কা মারার পরই চারচাকাটি থেমে থাকেনি ৷ প্রদীপ নাখওয়া কোনওমতে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দু'চাকার পিছনে বসে থাকা মহিলাকে 100 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ গাড়িটি ৷ দুর্ঘটনার পরই মূল অভিযুক্ত মিহির বেপাত্তা ৷

পোর্শেকাণ্ডে নাবালকের মদ্যপ থাকার প্রমাণ লোপাটে রক্তের নমুনা বদল, শ্রীঘরে মা

প্রদীপ এবং কাবেরীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা কাবেরীকে মৃত বলে ঘোষণা করলেও প্রদীপ এখনও চিকিৎসাধীন।এদিকে গতকাল রাতেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে গাড়ির চালক রাজেন্দ্র সিং বিদাওয়াত ও শিবসেনা নেতা রাজেশ শাহকে ৷ ঘাতক গাড়িটি ছিল তাঁর নামেই। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাড়ির চালক রাজেন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার পর তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গাড়িতে ওঠার আগে নেতাপুত্র মিহিরকে পানশালা থেকে বেরোতে দেখা গিয়েছে ৷ সিসিটিভি ফুটেজে এই ছবি দেখা গিয়েছে ৷ মিহিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্কুটার আরোহীকে টেনে নিয়ে গেল বিএমডব্লিউ, মৃত মহিলা; গ্রেফতার শিবসেনা নেতা-সহ 2

Last Updated : Jul 8, 2024, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.