নয়াদিল্লি, 19 মার্চ: তৃণমূলের 'প্রাক্তন' সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল ৷ 20 (3) (এ) ধারায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সঙ্গে তাঁর সংসদীয় পোর্টালের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য দোষী সাব্যস্ত করার পরে গত ডিসেম্বরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল লোকসভার নীতিশাস্ত্র কমিটি ।
মঙ্গলবার রাতে এই যাবৎ একটি নির্দেশ দিয়েছে লোকপাল ৷ তাতে সিবিআই’কে তদন্তের পাশাপাশি প্রতি মাসে তদন্তের অগ্রগতির বিষয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে ৷ একই সঙ্গে ছ’মাস পর তদন্তের প্রতিবেদনের অনুলিপি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷
লোকপাল ওই নির্দেশে বলেছে, “আমরা সিবিআই’কে নির্দেশ দিচ্ছি, ধারা 20(3)(এ) এর অধীনে মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগের তদন্ত করতে ৷ একই সঙ্গে এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ছ’মাসের মধ্যে তদন্তের প্রতিবেদনের একটি অনুলিপি জমা দিতে নির্দেশ দিচ্ছি । সিবিআইও প্রতি মাসে তদন্তের অবস্থা সম্পর্কে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে ।’’
উল্লেখ্য়, গত বছর অক্টোবরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন ৷ মহুয়া সাংসদ হিসেবে পাওয়া তাঁর লগ-ইন আইডি অন্য কাউকে দিয়েছেন ৷ এই ঘটনা দেশের সুরক্ষার সঙ্গে আপোশ করার সামিল৷ আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি লোকসভার অধ্যক্ষকে জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, তা পাঠিয়ে দেন এথিক্স কমিটির কাছে ৷
সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতে গত 8 ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলার সময় এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ তবে সেই আলোচনায় মহুয়াকে অংশ নিতে দেওয়া হয়নি ৷ পরে অনৈতিক কাজের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয় ৷ লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷
আরও পড়ুন: