ETV Bharat / bharat

সরাসরি: দিনের শেষে রাইসিনা হিলসে বিদায়ী সরকারের ভূরিভোজ, কেন্দ্রে বড় বদলের ইঙ্গিত দিল 'ইন্ডিয়া' - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

INDIA Alliance Meeting in Delhi
ইন্ডিয়া শিবিরের বৈঠক (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 7:30 AM IST

Updated : Jun 5, 2024, 10:10 PM IST

অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ 543টি আসনের মধ্যে 242টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ইতিমধ্যে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তিনি এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ অন্যদিকে দিল্লি উড়ে গিয়েছেন ইন্ডিয়া জোটের শরদ পাওয়ার থেকে শুরু করে সুপ্রিয়া সুলে, অভিষেক বন্দ্যোপাধ্যাও ৷ একই বিমানে পটনা থেকে দিল্লির পথে একে অপরের সঙ্গী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রদান নীতীশ কুমার ও রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি-র তেজস্বী যাদব ৷

LIVE FEED

9:58 PM, 5 Jun 2024 (IST)

রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে বিদায়ী মন্ত্রীরা

  • কেন্দ্রের বিদয়ী সরকারের উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন হয়েছিল রাইসিনা হিলসে ৷ রাষ্ট্রপতি ভবনে সেই মহাভোজে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি সরকারের মন্ত্রীরা ৷
President of India farewell dinner with Council of Ministers
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে নৈশভোজে বিদায়ী বিজেপি সরকারের মন্ত্রিসভা (PIC Courtesy: President of India X handle)

9:24 PM, 5 Jun 2024 (IST)

এনডিএ জোটকে শুভেচ্ছা মার্কিন সরকারের, প্রধানমন্ত্রীকে অভিনন্দন বাইডেন-পুতিনের

  • জয়ের সাফল্য়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে জো বাইডেন সরকার ৷ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা মোদিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন ৷
US congratulates PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (Pic Courtesy: official website of the United States Government)

9:07 PM, 5 Jun 2024 (IST)

এই ফলাফল মোদি সরকারের বিরুদ্ধে, একমত বিরোধী 'ইন্ডিয়া' জোট

  • কংগ্রেস সভাপতির দিল্লির বাড়িতে 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক শেষ হল ৷ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সাধারণ সম্পাদক পিকে কুনহালিকুট্টি বলেন, "বিজেপির কাছে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ 'ইন্ডিয়া' জোট যথাযথ সময়ের জন্য অপেক্ষা করবে ৷"
  • সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "ভোটের ফলাফল মোদি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ তারা সরকার গঠনের দাবি জানিয়েছে ৷ কিন্তু মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা গত 10 বছরেরও বেশি সময় ধরে যে ভারত সরকার ছিল, তাকে আর চায় না ৷"

8:45 PM, 5 Jun 2024 (IST)

'আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ করব', বললেন খাড়গে

  • ইন্ডিয়া জোটের বৈঠক হল দু'ঘণ্টা ধরে ৷ 'ইন্ডিয়া' শিবির কেন্দ্রে সরকার গঠন করবে কি না, সে নিয়ে একটা কথাও খরচ করলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে তিনি বললেন, "মানুষ চায় বিজেপি সরকারের হাত থেকে মুক্তি পেতে ৷ এই জনাদেশ বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ এবার সময় বুঝে সঠিক পদক্ষেপ করব ৷"

8:17 PM, 5 Jun 2024 (IST)

'এই জনমত সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে', লিখলেন কংগ্রেস সভাপতি খাড়গে

  • "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পরাজয় শুধু রাজনৈতিক নয়, নৈতিক হারও বটে ৷ কিন্তু আমরা সবাই তাঁর স্বভাব সম্পর্কে জানি ৷ তিনি সব দিক দিয়ে এই জনমতকে ধ্বংস করার চেষ্টা করবেন", বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি আরও লেখেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরি বিরুদ্ধে গিয়েছে ৷

7:55 PM, 5 Jun 2024 (IST)

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ

  • সপ্তদশ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নতুন সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠক করেছে এনডিএ জোটের সদস্য দলগুলি ৷ এদিকে আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে নৈশভোজ করতে গেলেন দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রীরা ৷

7:06 PM, 5 Jun 2024 (IST)

'এনডিএ-র সঙ্গে না থাকলে ভোটে লড়তাম কী করে ?', সাফ চন্দ্রবাবু

  • 'এনডিএ জোটের শরিক না থাকলে কীভাবে ভোটে লড়তাম ? তিনটি দল একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ আপনাদের কীভাবে এই সন্দেহ হল, জানি না', সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠক কেমন হয়েছে ? এর উত্তরে শুধু 'ভালো' বলে হাসতে হাসতে চলে গেলেন টিডিপি নেতা ৷ এদিন দিল্লি ছাড়ার আগে চন্দ্রবাবু বলেন, "আমি আবার 7 জুন দিল্লি আসব ৷" সেদিন এনডিএ সাংসদদের বৈঠক হবে ৷

6:29 PM, 5 Jun 2024 (IST)

এনডিএ জোটের নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে জোটের নেতার হিসেবে বেছে নিল এনডিএ জোট ৷ সূত্রের খবর, শুক্রবার, 7 জুন ফের বৈঠকে বসবেন এনডিএ জোটের সাংসদরা ৷ এদিনই এনডিএ জোটের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ৷ এদিকে সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা ৷

6:07 PM, 5 Jun 2024 (IST)

খাড়গের বাড়িতে পৌঁছলেন অভিষেক

  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে ৷

5:26 PM, 5 Jun 2024 (IST)

তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে

  • নতুন সরকার গড়তে এনডিএ-কে সমর্থন জানিয়েছে টিডিপি ও জেডি(ইউ) ৷ সূত্রের খবর, আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে থাকবেন তাঁর দুই প্রধান জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার ৷

5:09 PM, 5 Jun 2024 (IST)

জেডি(ইউ)-টিডিপি সমর্থন জানাল এনডিএকে

  • প্রধানমন্ত্রির দিল্লির বাড়িতে বৈঠকে বসেছে এনডিএ জোট ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে এনডিএ সরকার গড়তে সমর্থন জানিয়েছেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার, টিডিপি-র চন্দ্রবাবু নাইডু ৷ কারণ, 543টি আসনের মধ্যে 240টি আসনে জয়ী হলেও বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠাতায় কেন্দ্রে সরকার গঠন সম্ভব নয় ৷

4:52 PM, 5 Jun 2024 (IST)

সামনের সপ্তাহে নতুন সরকার গঠনের সম্ভাবনা ওড়িশা-অন্ধ্রে

  • সূত্রের খবর, সামনের সপ্তাহে 10 জুন ওড়িশায় সরকার গঠন হতে পারে ৷ এর সঙ্গে 9 জুন নতুন সরকার গঠন হতে পারে অন্ধ্রপ্রদেশে ৷

4:35 PM, 5 Jun 2024 (IST)

বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

  • শনিবার বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে 42টির মধ্যে 29টি লোকসভা আসনে জয়ী হয়েছে তৃণমূল ৷ বিজেপির আসন সংখ্যা গতবারের থেকে কমেছে ৷ মাত্র 12টি আসন দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির ৷ এই অভাবনীয় সাফল্যের পর নব নির্বাচিত সাংসদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Mamata Banerjee with Abhishek Banerjee
লোকসভা নির্বাচনে সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক (ছবি সৌজন্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)

4:21 PM, 5 Jun 2024 (IST)

ওড়িশায় শেষ হল নবীনের পালা

  • 2024 সালে লোকসভা ভোটে ওড়িশায় গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেডি ৷ 147টি বিধানসভা আসনের মধ্যে 78টিতে জয়ী হয়েছে বিজেপি ৷ বিজেডির ঝুলিতে রয়েছে মাত্র 51টি ৷ তাই এখানেও ওড়িশা সরকার গড়বে বিজেপি ৷ ফলাফল ঘোষণার পরদিন বুধের সকালেই ইস্তফা দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ 2000 সালের 5 মার্চ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ৷ 24 বছরের শাসনের অবসান হল উত্তর-পূর্বের সমুদ্র তীরের রাজ্যটিতে ৷
  • লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেডির ৷ 21টির মধ্য়ে 20টি ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ একটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে ৷
Naveen Patnaik resigns as CM of Odisha
ইস্তফা দিলেন নবীন পট্টনায়ক (ছবি সৌজন্য: নবীন পট্টনায়কের এক্স হ্যান্ডেল)

4:02 PM, 5 Jun 2024 (IST)

নয়া সরকার গড়ার আগে...

  • বুধবার বিকেলে বৈঠকে বসছে এনডিএ জোট ৷ ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিন্ডে শিবিরের শিবসেনা নেতা একনাথ শিন্ডে, লোক জনশক্তি পার্টি (রামবিলার) প্রধান চিরাগ পাসওয়ান, বিহারের হাম পার্টির জীতনরাম মাঝি ৷
  • এদিনই সন্ধ্যা 6টায় বৈঠক করবে বিরোধী 'ইন্ডিয়া' শিবির ৷ এই জোটের সদস্য দলগুলির শীর্ষ নেতারাও দিল্লিতে চলে গিয়েছেন ৷ তার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, আরজেডি-র তেজস্বী যাদব-সহ অন্যরা ৷
INDIA alliance meet
ইন্ডিয়া জোটের বৈঠক (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

3:08 PM, 5 Jun 2024 (IST)

উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছে জানালেন ফড়নবীশ

  • মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন দেবেন্দ্র ফড়নবীশ ৷
Devendra Fadnavis
উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন দেবেন্দ্র ফড়নবীশ (ছবি সৌজন্য: দেবেন্দ্র ফড়নবীশের এক্স হ্যান্ডেল)

2:51 PM, 5 Jun 2024 (IST)

বুধ সকালে দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক

  • অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশে 543টির মধ্যে 240টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ বিরোধী কংগ্রেস 99টি আসন পেয়েছে ৷ তাই এনডিএ শরিক দল অন্ধ্রের তেলেগু দেশম পার্টি ও বিহারের জেডি(ইউ)-এর সঙ্গে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি ৷ মঙ্গলবার নির্বাচনী ফলাফল ঘোষণার দিন সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর কার্যালয়ে এই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বুধবার সকালে 2.0 মোদি সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক হয় ৷ সেখানে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয় ৷ মন্ত্রিসভার বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনাও হয় এবং 17তম মন্ত্রিসভা ভেঙে দেওয়া নিয়ে সম্মতি জানায় সদস্যরা ৷
  • সেই মতো এদিন সকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবনে পৌঁছন ৷ সেখানে নিজের পদত্যাগপত্র-সহ বিজেপি সরকারের 17তম মন্ত্রিসভার ইস্তফাপত্রও তিনি তুলে দেন রাষ্ট্রপতি মুর্মুর হাতে ৷ এদিকে বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে 16 জুন ৷ এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুর্মু তাঁকে নতুন সরকার গঠন না-হওয়া পর্যন্ত সরকার চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ৷

2:34 PM, 5 Jun 2024 (IST)

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি ৷

10:07 PM, 4 Jun 2024 (IST)

মহারাষ্ট্রে ফের গণনায় পরাজিত হলেন বিজেপি প্রার্থী পঙ্কজা মুণ্ডে

  • পুনর্গণনার পর মহারাষ্ট্রের বীর লোকসভা থেকে পরাজিত হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী পঙ্কজা মুণ্ডে ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে ৷

9:51 PM, 4 Jun 2024 (IST)

'আমি কোয়েম্বাটোরের ভোটারদের কাছে মাথা নত করছি', লিখলেন পরাজিত কে আন্নামালাই

  • তামিলনাড়ুর কোয়েম্বাটোর কেন্দ্রে ডিএমকে প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বিজেপির রাজ্যসভাপতি কে আন্নামালাই ৷ তাঁকে 1 লক্ষ 16 হাজার 131 ভোটে পরাস্ত করেছে ডিএমকে -র গণপতি রাজকুমার পি ৷ তামিলনাড়ুতে পদ্ম ফোটাতে পারেননি আন্নামালাই ৷ তাঁর হয়ে বহুবার দক্ষিণের রাজ্যটিতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

9:36 PM, 4 Jun 2024 (IST)

সরকার গড়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি

  • বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ তবে এনডিএ জোট সরকার গড়বে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে তিনি বক্তৃতা দেওয়ার সময় বলেন, "আজ একটা শুভ দিন ৷ তৃতীয় বার সরকার গড়বে এনডিএ জোট ৷ এর জন্য আমরা জনতার কাছে কৃতজ্ঞ ৷ মানুষ বিজেপি এবং এনডিএ-র উপর ভরসা রেখেছে ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জয় আমাদের জয় ৷"

8:04 PM, 4 Jun 2024 (IST)

'বিজেপি তৃতীয় বার জয় পেয়েছে...', লিখলেন শাহ

  • "বিজেপি তৃতীয়বার জয়ী হয়েছে ৷ এটা আমাদের কার্যকর্তাদের কঠিন পরিশ্রমের ফলাফল ৷ এই জয়ের জন্য বিজেপির সভাপতি শ্রীজেপি নাড্ডা এবং আমার তরফ থেকে দেশের সব কার্যকর্তাদের শুভেচ্ছা জানাই ৷"

7:33 PM, 4 Jun 2024 (IST)

'ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত', এক্স হ্যান্ডেলে লিখলেন নরেন্দ্র মোদি

  • এনডিএ জোটের জয় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "দেশের জনতা-জনার্দন তৃতীয় বারের জন্য এনডিএ-কে বিশ্বাস করেছে ৷"

7:07 PM, 4 Jun 2024 (IST)

উত্তরপ্রদেশের দু'টি আসনের একটিতে জয়ী ডিম্পল, কনৌজে এগিয়ে অখিলেশ

  • উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে জয়ী হয়েছেন এসপির ডিম্পল যাদব ৷ তিনি এসপি সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী ৷ উত্তরপ্রদেশের কনৌজ থেকে জয়ী হয়েছেন অখিলেশ ৷ এসপি সাংসদ ডিম্পলের হাতে সংশাপত্র তুলে দিচ্ছেন নির্বাচনী আধিকারিক ৷

6:39 PM, 4 Jun 2024 (IST)

'আমি আবেগী হয়ে পড়েছি', জিতে বললেন কঙ্গনা

  • "এই মুহূর্তে আমি আবেগী হয়ে পড়েছি ৷ মান্ডির মানুষের কাছে আমি কৃতজ্ঞ", হিমাচলের মান্ডি থেকে জিতে বললেন অভিনেত্রী তথা নেত্রী কঙ্গনা রানাওয়াত ৷

5:22 PM, 4 Jun 2024 (IST)

সাংসদ নির্বাচিত হলেন জেডি(এস) প্রধান এইচডি কুমারাস্বামী

  • কর্ণাটকে জয়ী হলেন জেডি(এস) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী ৷ তাঁর হাতে নির্বাচন জেতার সংশাপত্র তুলে দিচ্ছেন নির্বাচনী আধিকারিক ৷
  • তামিলনাড়ুর রামানাথাপুরম লোকসভা থেকে হয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসিলভাম ৷
EX CM and JdS state President H D Kumaraswamy
জয়ী জেডি(এস) নেতা কুমারাস্বামী (ইটিভি ভারত)

4:55 PM, 4 Jun 2024 (IST)

জিতলেন ব্রিজভূষণের ছেলে, হারলেন মানেকা গান্ধি

  • উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে জিতলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং ৷ এদিকে সুলতানপুর থেকে পরাজিত হলেন বিজেপির মানেকা গান্ধি ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি বৈঠক ডাকলেন ৷

4:46 PM, 4 Jun 2024 (IST)

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী

  • বেলা গড়াতেই পরিষ্কার হয়ে গেল যে 'ইন্ডিয়া' জোট 200টিরও বেশি আসন জিততে চলেছে ৷ আর একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি ৷ এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, 'ইন্ডিয়া' জোটে ফিরতে পারেন জেডি(ইউ) প্রধান নীতীশ ৷ তাঁকে নাকি জোটের পক্ষ থেকে দেশের উপ-প্রধানমন্ত্রীর পদ দেওয়ার কথা জানানো হয়েছে ৷

4:38 PM, 4 Jun 2024 (IST)

হায়দরাবাদে পঞ্চমবার, আসন দখলেই রাখলেন আসাদউদ্দিন

  • তেলেঙ্গানার হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির মাধবীলতাকে 3 লক্ষ 35 হাজার 635 ভোটে পরাজিত করলেন এআইএমইআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ এই কেন্দ্র থেকে তিনি পঞ্চম বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন ৷

4:25 PM, 4 Jun 2024 (IST)

'প্রথম থেকে আমি নিশ্চিত ছিলাম, আপনি জিতবেন', পোস্ট প্রিয়াঙ্কা গান্ধি বঢরার

  • আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে পরাজিত করেছেন কিশোরী লাল ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্মৃতিমেদুর পোস্ট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এই আসনটিতে 2019 সালে রাহুল গান্ধিকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি ৷ সেই আসন গান্ধি পরিবারের কাছে ফিরিয়ে আনলেন কিশোরী লাল ৷

4:16 PM, 4 Jun 2024 (IST)

বিজেপির জয়ী প্রার্থী

  • উত্তরপ্রদেশের বারাণসীতে নরেন্দ্র মোদি
  • কর্ণাটকের গুলবর্গা লোকসভায় জয়ী কংগ্রেসের রাধাকৃষ্ণা
  • মেঘালয়ের তুরা লোকসভায় জয়ী সালেং এ সাংমা
  • পঞ্জাবের জলন্ধর লোকসভায় জয়ী চরণজিৎ সিং চান্নি
  • ফতেহগড় সাহিব লোকসভায় জয়ী কংগ্রেসের অমর সিং

4:05 PM, 4 Jun 2024 (IST)

কী ইঙ্গিত দিলেন আরজেডি নেতা মনোজ ঝা ?

  • হায়দরাবাদ- 8টি বিজেপি, 8টি কংগ্রেস, 1টি মিম
  • তামিলনাড়ু- ডিএমকে 8, কংগ্রেস 8, ভিসিকে 2, সিপিআই 2, সিপিআই(এম) 2, পিএমকে 1
  • কর্ণাটক জেডি(এস) 2, বিজেপি 17, কংগ্রেস 9টি
  • অন্ধ্রপ্রদেশ টিডিপি 16, ওয়াইএসআরসিপি 4, বিজেপি 3, জেএনপি 2

3:44 PM, 4 Jun 2024 (IST)

তিরুরবনন্তপুরমে এগিয়ে কংগ্রেসের শশী থারুর

  • কেরলের তিরুবনন্তপুরমে এগিয়ে 15 হাজার 879 ভোটে বিজেপির চন্দ্রশেখরকে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেসের তিন-তিন বারের সাংসদ শশী থারুর ৷ সেই আনন্দে দলীয় কার্যালয়ে তিনি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন ৷

3:25 PM, 4 Jun 2024 (IST)

বিজেপির সদর দফতরে আসবেন প্রধানমন্ত্রী, কংগ্রেসের সভাপতির বাড়িতে 'ইন্ডিয়া'র বৈঠক

  • একদিকে বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ অন্যদিকে সন্ধ্যা সাতটায় দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

2:59 PM, 4 Jun 2024 (IST)

বারাণসীতে লক্ষাধিক ভোটে এগিয়ে মোদি

  • বারাণসী লোকসভা কেন্দ্রে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় রায়কে 1 লক্ষ 44 হাজার 265 ভোটে পিছনে ফেলে এগিয়ে চলেছেন মোদি ৷

2:29 PM, 4 Jun 2024 (IST)

হার মানলেন জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

  • হার মেনেই নিলেন জেকেএনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ বারামুল্লা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী আবদুল রশিদ শেখ তাঁকে 1 লক্ষ 59 হাজার 734 ভোটে পিছনে ফেলে দিয়েছেন ৷ নিজের পরাজয় মেনে নিয়ে রশিদকে শুভেচ্ছা জানালেন ওমর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন ৷ আমার মনে হয় না, তিনি জয়ী হলে জেল থেকে ছাড়া পেয়ে যাবেন ৷ আর না তো উত্তর কাশ্মীরের মানুষ তাঁদের জনপ্রতিনিধিকে পাবে ৷ তবে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ আর সেই গণতন্ত্র ৷" এদিকে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে 2 লক্ষ 63 হাজার 436 ভোটে পিছিয়ে রয়েছেন উপত্যাকার আরেক মুখ্যমন্ত্রী পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ তিনিও তাঁর হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী জেকেএনসি নেতা মিঞা আলতাফ আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

2:17 PM, 4 Jun 2024 (IST)

হাত মেলালেন রাহুল

  • ওয়েনাড়ে 3 লক্ষ 34 হাজার 535 লক্ষ এবং রায়বরেলিতে 2 লক্ষ 71 হাজার 752 ভোটে এগিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁকে সামনে পেয়ে এগিয়ে এলেন এক কংগ্রেস সমর্থক ৷ নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে তাঁর সঙ্গে হাত মেলালেন রাহুল ৷

1:49 PM, 4 Jun 2024 (IST)

'ইন্ডিয়া' জোট 200 আসনে এগিয়ে, মোদিকে হিমালয়ের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন রমেশ

  • কংগ্রেস 95টি আসনে এগিয়ে আছে ৷ পাশাপাশি 'ইন্ডিয়া' জোট 200 আসনে ৷ এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ ৷ তিনি লিখলেন, "সময় হয়ে এসেছে ৷ ঝোলা নিয়ে হিমালয়ের দিকে এগিয়ে যান ৷"

1:29 PM, 4 Jun 2024 (IST)

পরাজিত হাসানের প্রজ্জ্বল রেভান্না

  • কর্ণাটকে হাসান লোকসভায় জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে পরাজিত করলেন কংগ্রেসের শ্রেয়াস প্যাটেল ৷
  • অসমের ধুবরিতে বিদায়ী সাংসদ তথা এআইডিইউএফ প্রধান বদরুদ্দিন আজমলকে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন ৷

12:44 PM, 4 Jun 2024 (IST)

উত্তরপ্রদেশে পিছিয়ে মোদি সরকারের 6 মন্ত্রী

  • আমেঠিতে স্মৃতি ইরানি
  • চন্দৌলি থেকে মহেন্দ্র পাণ্ডে
  • ফতেহপুর সাধ্বী নিরঞ্জন জ্যোতি
  • আজমগড়ে বিজেপির দীনেশ নিরহুয়া
  • মির্জাপুরে অনুপ্রিয়া প্যাটেল
  • লখিমপুর খেরি অজয় মিশ্র টেনি

12:29 PM, 4 Jun 2024 (IST)

কোন প্রার্থী কোথায় এগিয়ে...

  • ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা 41 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন ৷
  • মহারাষ্ট্রের কল্যাণ লোকসভা আসন থেকে 97 হাজারেরও বেশি ভোটে এগিয়ে শিন্ডে শিবিরের প্রার্থী শ্রীকান্ত শিন্ডে ৷ তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে ৷
  • পঞ্জাবের ফরিদকোট লোকসভায় ইন্দিরা গান্ধির হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং 48 হাজার ভোটে এগিয়ে গেলেন ৷
  • কৃষ্ণনগর লোকসভায় প্রায় 45 হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র, তাঁর বিরুদ্ধে বিজেপির অমৃতা রায় ৷
  • জম্মু-কাশ্মীরে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷

12:12 PM, 4 Jun 2024 (IST)

তিরুবনন্তপুরমে পিছিয়ে শশী থারুর

  • কেরলের তিরুবনন্তপূরম লোকসভা আসনে কংগ্রেসের শশী থারুরকে পিছনে ফেলে প্রায় 23 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন কেন্দ্রীয় চন্দ্রশেখর ৷ 2019 সালে কেরলের 20টির মধ্যে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জিতেছিল 19টিতে ৷ একটি মাত্র আসন পেয়েছিল সিপিআই ৷ এবার 17টি আসনে এগিয়ে ইউডিএফ ৷

12:04 PM, 4 Jun 2024 (IST)

মণিপুর, লাক্ষাদ্বীপে এগিয়ে কংগ্রেস, ফৈজাবাদে পিছিয়ে বিজেপি

  • অসমের জোটরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ এগিয়ে ৷
  • উত্তরপ্রদেশের ফৈজাবাদে পিছিয়ে বিজেপি প্রার্থী ৷ এই কেন্দ্রের অন্তর্ভুক্ত অযোধ্যা ৷
  • মণিপুরের দুটি লোকসভা আসনে এগিয়ে কংগ্রেস ৷
  • লাক্ষাদ্বীপে এগিয়ে কংগ্রেস ৷

11:55 AM, 4 Jun 2024 (IST)

'এক্সিট পোল হয়েছিল শেয়ার মার্কেটের ধান্দার কারণে', বললেন সীতারাম ইয়েচুরি

  • "শেয়ার মার্কেটকে প্রভাবিত করার জন্য এক্সিট পোল করা হয়েছিল ৷ যাঁরা শেয়ার বাজারে অর্থ রোজগার করতে চান, তাঁরা গতকাল তা করে ফেলেছেন ৷ এখন আপনাদের সামনে বাস্তব সামনে এসেছে ৷ এবার পুরো ফলাফল বের হোক ৷ তারপর আমরা বলব, ইন্ডিয়া জোট ভালো ফল করেছে ৷"

11:51 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে তামিলনাড়ুর বিজেপি প্রার্থী কে আন্নামালাই

  • তামিলনাড়ুতে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই ৷ তাঁর বিরুদ্ধে ডিএমকে প্রার্থী গণপতি রাজকুমার পি এগিয়ে রয়েছেন ৷

11:35 AM, 4 Jun 2024 (IST)

এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • কোথায় কোথায় এগিয়ে বিজেপি-
  • দিল্লির 7টি লোকসভা আসন
  • হিমাচলের 4টি আসন
  • উত্তরাখণ্ডের 5টি আসন
  • মধ্যপ্রদেশে
  • গুজরাত
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 57 হাজার ভোটে এগিয়ে
  • রায়বরেলি লোকসভা আসনে রাহুল গান্ধি এগিয়ে 90 হাজারেরও বেশি ভোটে
  • ওয়েনাড় লোকসভা আসনে রাহুল এগিয়ে 1 লক্ষেরও বেশি ভোটে

11:26 AM, 4 Jun 2024 (IST)

ভোটগণনা এগোতে আরও পড়ল সেনসেক্স

  • এক্সিট পোলের পরপরই চাঙ্গা হয়েছিল সেনসেক্স ৷ এদিকে মঙ্গলবার ভোটগণনার বাস্তবচিত্র সামনে আসতেই পড়তে শুরু করল সেনসেক্স ৷ দিনের শুরুতে 1300 পয়েন্ট পড়ে সেনসেক্স ৷ এরপর 3500 পয়েন্ট পতন হয়েছে ৷

11:19 AM, 4 Jun 2024 (IST)

এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে 1 লক্ষ 33 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি এবং সিপিআই(এম)-এর প্রতীক উপর রহমান ৷
Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে (ছবি সৌজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)

11:02 AM, 4 Jun 2024 (IST)

2 লক্ষেরও বেশি কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গান্ধীনগরের অমিত শাহ

ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ গান্ধীনগর লোকসভা কেন্দ্রে 2.31 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল প্যাটেল ৷ 2019 সালে শাহ 5.57 লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন ৷ এই আসনে দ্বিতীয় বার লোকসভা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অমিত শাহ ৷ এই আসনটি একসময় লালকৃষ্ণ আদবানির দখলে ছিল ৷ 26 টি লোকসভা আসনের মধ্যে 25টিতে গণনা চলছে ৷ ইতিমধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ৷

Amit Shah in Gandhinagar
অমিত শাহ এগিয়ে (ছবি অমিত শাহের এক্স হ্যান্ডেল)

10:54 AM, 4 Jun 2024 (IST)

মধ্যপ্রদেশের বিদিশায় এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ 'মামা'

  • মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 1 লক্ষ 88 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন ৷ গণনা চলছে ৷
Shivraj Singh Chouhan
এগিয়ে শিবরাজ সিং চৌহান (null)

10:41 AM, 4 Jun 2024 (IST)

পঞ্জাবে এগিয়ে জেলবন্দি অমৃত পাল

  • পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে 45 হাজারেরও বেশি ভোটে এগিয়ে খালিস্তানি নেতা অমৃত পাল সিং৷

10:31 AM, 4 Jun 2024 (IST)

বিহারের কারাকাটে এগিয়ে ভোজপুরী গায়ক নির্দল পবন সিং

  • বিহারের কারাকাট লোকসভা আসনে এগিয়ে নির্দল প্রার্থী পবন সিং ৷
Pawan Singh
ভোজপুরী গায়ক পবন সিং এগিয়ে (null)

10:19 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে কানহাইয়া কুমার, এগিয়ে গেলেন জ্যোতিরাদিত্য-সম্বিত-অপরাজিতা

  • ওড়িশা পুরীতে এগিয়ে সম্বিত পাত্র ৷
  • ভুবনেশ্বরে এগিয়ে অপরাজিতা সারঙ্গি ৷
  • ত্রিপুরা পশ্চিম আসনে এগিয়ে বিপ্লব কুমার দেব ৷
  • মধ্য়প্রদেশের গুনা আসনে এগিয়ে জ্যোতিরাদিত্য সিনহা ৷
  • দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমারকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপির মনোজ তিওয়ারি ৷

10:07 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে স্মৃতি, এগিয়ে প্রজ্জ্বল রেভান্না

  • উত্তরপ্রদেশের আমেঠিতে এগিয়ে কে এল শর্মা ৷
  • মান্ডি আসনে 23 হাজারেরও বেশি ভোটে এগিয়ে কঙ্গনা রানাওয়াত ৷
  • গুজরাতের গান্ধিনগর থেকে এগিয়ে অমিত শাহ ৷
  • হাসান থেকে এগিয়ে যৌন হেনস্থা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রজ্জ্বল রেভান্না ৷
  • https://etvbharat.com/en/!elections/election-2024?section=magic-mark

9:55 AM, 4 Jun 2024 (IST)

কর্ণাটকে এগিয়ে বিজেপি, জম্মু-কাশ্মীরে পিছিয়ে ওমর আবদুল্লা-মুফতি

  • নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ট্রেন্ড বলছে, কর্ণাটকে 28টি লোকসভা আসনের মধ্যে 17টিতে এগিয়ে বিজেপি ৷ 8টিতে কংগ্রেস এবং 3টিতে জেডি(এস) ৷
  • জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পিছিয়ে জেকেএনএফ নেতা ওমর আবদুল্লা, অনন্তনাগ-রাজৌরি আসনে পিছিয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ৷

9:39 AM, 4 Jun 2024 (IST)

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনে কোথায় কে এগিয়ে

  • অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন
  • 175টি আসনের মধ্য়ে
  • টিডিপি এগিয়ে - 39টিতে
  • বিজেপি- 2টি
  • জনসেনা পার্টি- 5টি
  • ওয়াইএসআরসিপি- 11টি
  • ওড়িশার 147টি বিধানসভা আসনে
  • 13টি আসনে এগিয়ে বিজেপি
  • 6টিতে বিজেডি
  • নির্দল 1
  • সুলতানপুর থেকে পিছিয়ে মানেকা গান্ধি
  • কাটিহার কেন্দ্রে এগিয়ে তারিক আনওয়ার
  • জোরহাট গৌরব গগৈ এগিয়ে

9:31 AM, 4 Jun 2024 (IST)

হরিয়ানায় এগিয়ে কংগ্রেস, গুজরাতে 22টি আসনে বিজেপি, 4টিতে কংগ্রেস

হরিয়ানায় আটটি সিটেই এগিয়ে কংগ্রেস ৷ পিছিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷ উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 26টিতে বিজেপি, 27টিতে সমাজবাদী পার্টি, কংগ্রেস 6টি, রাষ্ট্রীয় লোকদল একটিতে এগিয়ে আছে ৷

9:22 AM, 4 Jun 2024 (IST)

দুই কেন্দ্র থেকে এগিয়ে রাহুল

ওয়ানাড়-রায়বরেলিতে এগিয়ে রাহুল, গুরগাঁওতে রাজ বব্বর এগিয়ে রয়েছে ৷

9:15 AM, 4 Jun 2024 (IST)

পঞ্জাবের খাদুর সাহিব থেকে এগিয়ে জেলবন্দি অমৃতপাল

  • পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছিলেন খালিস্তানপন্থী নেতা 'ওয়ারিস পঞ্জাব দে'-র প্রধান অমৃতপাল সিং ৷ তিনি অসমের গুয়াহাটিতে কারাবাসে রয়েছেন ৷ সেখান থেকেই লড়ছেন ৷ সকালের ট্রেন্ড অনুযায়ী তিনি 7 হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ৷

8:56 AM, 4 Jun 2024 (IST)

মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে ছবি, পোস্টাল ব্য়ালটে এগিয়ে বিজেপি-ই

  • হিমাচল প্রদেশের চারটি আসনেই এগিয়ে বিজেপি ৷ হামিরপুরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, মান্ডি থেকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷
  • কনৌজ থেকে এগিয়ে অখিলেশ যাদব ৷

8:52 AM, 4 Jun 2024 (IST)

গণনার শুরুর সকালে দেশে এগিয়ে বিজেপি

  • নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, দেশের মধ্যে 42টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷

8:43 AM, 4 Jun 2024 (IST)

মোদির কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়

  • উত্তরপ্রদেশের বারাণসীতে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ একেবারে ভিতরে রয়েছে আধাসামরিক বাহিনী ৷

8:38 AM, 4 Jun 2024 (IST)

পোস্টাল ব্যালটে 4ট আসনে এগিয়ে বিজেপি

  • ভোটের সকালে নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড বলছে, 542টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷

8:25 AM, 4 Jun 2024 (IST)

'রুলবুক অনুযায়ী ভোটগণনা যেন স্বচ্ছ হয়', গণনার দিন সকালে বললেন নির্বাচন কমিশনার

  • মঙ্গলবার সকালে দেশজুড়ে 542টি আসনে ভোটগণনা চলছে ৷ সেই সময় দেশের নির্বাচন কমিশনার বললেন, "আমরা সব ডিএম, এসপি, সেন্ট্রাল অবজারভারদের কড়া নির্দেশ দিয়েছি, রুলবুক অনুযায়ী ভোটগণনা যেন স্বচ্ছভাবে হয় ৷"

8:15 AM, 4 Jun 2024 (IST)

রায়বরেলিতে সোনিয়ার আসনে এবার যুদ্ধ রাহুলের

  • দেশের অন্যতম হেভিওয়েট কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি ৷ 1999 সাল থেকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এই আসনে জয়ী হয়েছেন ৷ এবার পুত্র রাহুল গান্ধি এখানে প্রার্থী হয়েছেন ৷ তাঁর সঙ্গে ভোট ময়দানে বিজেপির দীনেশ প্রতাপ সিং ৷

8:05 AM, 4 Jun 2024 (IST)

রাজ্যে রাজ্যে পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনার সূচনা হল

  • শুরু হল ভোটগণনা ৷

7:51 AM, 4 Jun 2024 (IST)

মণিপুরে গণনাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা

  • এবার মণিপুরের দু'টি লোকসভা কেন্দ্রে ভোটের সময় অশান্তির ঘটনা ঘটে ৷ কয়েকটি বুথে ফের ভোটগ্রহণ হয় ৷ গণনার দিন কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

7:46 AM, 4 Jun 2024 (IST)

পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে গণনা, তারপর ইভিএমের পালা

  • ছত্তিশগড়ের রায়পুরে সেজবাহার গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট ভর্তি টিনের সুটকেস নামাচ্ছেন এক ভোটকর্মী ৷

7:40 AM, 4 Jun 2024 (IST)

রাজ্যে রাজ্যে খুলছে স্ট্রং রুম

  • আর কিছুক্ষণের মধ্য়েই ভোটগণনা শুরু হবে ৷ তালা ভেঙে খুলছে স্ট্রং রুমের দরজা ৷

7:29 AM, 4 Jun 2024 (IST)

  • নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবার 64.2 কোটি ভোটার ভোট দিয়েছেন ৷ তাঁদের মধ্যে 31.2 কোটি মহিলা ৷ একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা ভবিষ্যদ্বাণী করেছে, ক্ষমতায় ফিরবে বিজেপি ৷ এনডিএ জোটের নেতৃত্বে সরকার গঠন হবে দিল্লিতে ৷ নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 303টি আসনে জয়ী হয়েছিল ৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে দ্বিতীয় বার সরকার গড়েছিল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৷

অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ 543টি আসনের মধ্যে 242টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ইতিমধ্যে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তিনি এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ অন্যদিকে দিল্লি উড়ে গিয়েছেন ইন্ডিয়া জোটের শরদ পাওয়ার থেকে শুরু করে সুপ্রিয়া সুলে, অভিষেক বন্দ্যোপাধ্যাও ৷ একই বিমানে পটনা থেকে দিল্লির পথে একে অপরের সঙ্গী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রদান নীতীশ কুমার ও রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি-র তেজস্বী যাদব ৷

LIVE FEED

9:58 PM, 5 Jun 2024 (IST)

রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে বিদায়ী মন্ত্রীরা

  • কেন্দ্রের বিদয়ী সরকারের উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন হয়েছিল রাইসিনা হিলসে ৷ রাষ্ট্রপতি ভবনে সেই মহাভোজে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি সরকারের মন্ত্রীরা ৷
President of India farewell dinner with Council of Ministers
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে নৈশভোজে বিদায়ী বিজেপি সরকারের মন্ত্রিসভা (PIC Courtesy: President of India X handle)

9:24 PM, 5 Jun 2024 (IST)

এনডিএ জোটকে শুভেচ্ছা মার্কিন সরকারের, প্রধানমন্ত্রীকে অভিনন্দন বাইডেন-পুতিনের

  • জয়ের সাফল্য়ে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে জো বাইডেন সরকার ৷ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতারা মোদিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন ৷
US congratulates PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (Pic Courtesy: official website of the United States Government)

9:07 PM, 5 Jun 2024 (IST)

এই ফলাফল মোদি সরকারের বিরুদ্ধে, একমত বিরোধী 'ইন্ডিয়া' জোট

  • কংগ্রেস সভাপতির দিল্লির বাড়িতে 'ইন্ডিয়া' শিবিরের বৈঠক শেষ হল ৷ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সাধারণ সম্পাদক পিকে কুনহালিকুট্টি বলেন, "বিজেপির কাছে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই ৷ 'ইন্ডিয়া' জোট যথাযথ সময়ের জন্য অপেক্ষা করবে ৷"
  • সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "ভোটের ফলাফল মোদি সরকারের বিরুদ্ধে গিয়েছে ৷ তারা সরকার গঠনের দাবি জানিয়েছে ৷ কিন্তু মানুষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা গত 10 বছরেরও বেশি সময় ধরে যে ভারত সরকার ছিল, তাকে আর চায় না ৷"

8:45 PM, 5 Jun 2024 (IST)

'আমরা ঠিক সময়ে ঠিক পদক্ষেপ করব', বললেন খাড়গে

  • ইন্ডিয়া জোটের বৈঠক হল দু'ঘণ্টা ধরে ৷ 'ইন্ডিয়া' শিবির কেন্দ্রে সরকার গঠন করবে কি না, সে নিয়ে একটা কথাও খরচ করলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে তিনি বললেন, "মানুষ চায় বিজেপি সরকারের হাত থেকে মুক্তি পেতে ৷ এই জনাদেশ বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ এবার সময় বুঝে সঠিক পদক্ষেপ করব ৷"

8:17 PM, 5 Jun 2024 (IST)

'এই জনমত সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে', লিখলেন কংগ্রেস সভাপতি খাড়গে

  • "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পরাজয় শুধু রাজনৈতিক নয়, নৈতিক হারও বটে ৷ কিন্তু আমরা সবাই তাঁর স্বভাব সম্পর্কে জানি ৷ তিনি সব দিক দিয়ে এই জনমতকে ধ্বংস করার চেষ্টা করবেন", বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি আরও লেখেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরি বিরুদ্ধে গিয়েছে ৷

7:55 PM, 5 Jun 2024 (IST)

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ

  • সপ্তদশ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ নতুন সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠক করেছে এনডিএ জোটের সদস্য দলগুলি ৷ এদিকে আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে নৈশভোজ করতে গেলেন দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রীরা ৷

7:06 PM, 5 Jun 2024 (IST)

'এনডিএ-র সঙ্গে না থাকলে ভোটে লড়তাম কী করে ?', সাফ চন্দ্রবাবু

  • 'এনডিএ জোটের শরিক না থাকলে কীভাবে ভোটে লড়তাম ? তিনটি দল একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ আপনাদের কীভাবে এই সন্দেহ হল, জানি না', সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ নরেন্দ্র মোদির বাড়িতে বৈঠক কেমন হয়েছে ? এর উত্তরে শুধু 'ভালো' বলে হাসতে হাসতে চলে গেলেন টিডিপি নেতা ৷ এদিন দিল্লি ছাড়ার আগে চন্দ্রবাবু বলেন, "আমি আবার 7 জুন দিল্লি আসব ৷" সেদিন এনডিএ সাংসদদের বৈঠক হবে ৷

6:29 PM, 5 Jun 2024 (IST)

এনডিএ জোটের নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে জোটের নেতার হিসেবে বেছে নিল এনডিএ জোট ৷ সূত্রের খবর, শুক্রবার, 7 জুন ফের বৈঠকে বসবেন এনডিএ জোটের সাংসদরা ৷ এদিনই এনডিএ জোটের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ৷ এদিকে সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা ৷

6:07 PM, 5 Jun 2024 (IST)

খাড়গের বাড়িতে পৌঁছলেন অভিষেক

  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে ৷

5:26 PM, 5 Jun 2024 (IST)

তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে

  • নতুন সরকার গড়তে এনডিএ-কে সমর্থন জানিয়েছে টিডিপি ও জেডি(ইউ) ৷ সূত্রের খবর, আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে থাকবেন তাঁর দুই প্রধান জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার ৷

5:09 PM, 5 Jun 2024 (IST)

জেডি(ইউ)-টিডিপি সমর্থন জানাল এনডিএকে

  • প্রধানমন্ত্রির দিল্লির বাড়িতে বৈঠকে বসেছে এনডিএ জোট ৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে এনডিএ সরকার গড়তে সমর্থন জানিয়েছেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার, টিডিপি-র চন্দ্রবাবু নাইডু ৷ কারণ, 543টি আসনের মধ্যে 240টি আসনে জয়ী হলেও বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠাতায় কেন্দ্রে সরকার গঠন সম্ভব নয় ৷

4:52 PM, 5 Jun 2024 (IST)

সামনের সপ্তাহে নতুন সরকার গঠনের সম্ভাবনা ওড়িশা-অন্ধ্রে

  • সূত্রের খবর, সামনের সপ্তাহে 10 জুন ওড়িশায় সরকার গঠন হতে পারে ৷ এর সঙ্গে 9 জুন নতুন সরকার গঠন হতে পারে অন্ধ্রপ্রদেশে ৷

4:35 PM, 5 Jun 2024 (IST)

বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

  • শনিবার বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে 42টির মধ্যে 29টি লোকসভা আসনে জয়ী হয়েছে তৃণমূল ৷ বিজেপির আসন সংখ্যা গতবারের থেকে কমেছে ৷ মাত্র 12টি আসন দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির ৷ এই অভাবনীয় সাফল্যের পর নব নির্বাচিত সাংসদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Mamata Banerjee with Abhishek Banerjee
লোকসভা নির্বাচনে সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক (ছবি সৌজন্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)

4:21 PM, 5 Jun 2024 (IST)

ওড়িশায় শেষ হল নবীনের পালা

  • 2024 সালে লোকসভা ভোটে ওড়িশায় গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেডি ৷ 147টি বিধানসভা আসনের মধ্যে 78টিতে জয়ী হয়েছে বিজেপি ৷ বিজেডির ঝুলিতে রয়েছে মাত্র 51টি ৷ তাই এখানেও ওড়িশা সরকার গড়বে বিজেপি ৷ ফলাফল ঘোষণার পরদিন বুধের সকালেই ইস্তফা দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ 2000 সালের 5 মার্চ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ৷ 24 বছরের শাসনের অবসান হল উত্তর-পূর্বের সমুদ্র তীরের রাজ্যটিতে ৷
  • লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেডির ৷ 21টির মধ্য়ে 20টি ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ একটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে ৷
Naveen Patnaik resigns as CM of Odisha
ইস্তফা দিলেন নবীন পট্টনায়ক (ছবি সৌজন্য: নবীন পট্টনায়কের এক্স হ্যান্ডেল)

4:02 PM, 5 Jun 2024 (IST)

নয়া সরকার গড়ার আগে...

  • বুধবার বিকেলে বৈঠকে বসছে এনডিএ জোট ৷ ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিন্ডে শিবিরের শিবসেনা নেতা একনাথ শিন্ডে, লোক জনশক্তি পার্টি (রামবিলার) প্রধান চিরাগ পাসওয়ান, বিহারের হাম পার্টির জীতনরাম মাঝি ৷
  • এদিনই সন্ধ্যা 6টায় বৈঠক করবে বিরোধী 'ইন্ডিয়া' শিবির ৷ এই জোটের সদস্য দলগুলির শীর্ষ নেতারাও দিল্লিতে চলে গিয়েছেন ৷ তার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, আরজেডি-র তেজস্বী যাদব-সহ অন্যরা ৷
INDIA alliance meet
ইন্ডিয়া জোটের বৈঠক (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

3:08 PM, 5 Jun 2024 (IST)

উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছে জানালেন ফড়নবীশ

  • মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন দেবেন্দ্র ফড়নবীশ ৷
Devendra Fadnavis
উপ-মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন দেবেন্দ্র ফড়নবীশ (ছবি সৌজন্য: দেবেন্দ্র ফড়নবীশের এক্স হ্যান্ডেল)

2:51 PM, 5 Jun 2024 (IST)

বুধ সকালে দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক

  • অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশে 543টির মধ্যে 240টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ বিরোধী কংগ্রেস 99টি আসন পেয়েছে ৷ তাই এনডিএ শরিক দল অন্ধ্রের তেলেগু দেশম পার্টি ও বিহারের জেডি(ইউ)-এর সঙ্গে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি ৷ মঙ্গলবার নির্বাচনী ফলাফল ঘোষণার দিন সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর কার্যালয়ে এই কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বুধবার সকালে 2.0 মোদি সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক হয় ৷ সেখানে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয় ৷ মন্ত্রিসভার বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনাও হয় এবং 17তম মন্ত্রিসভা ভেঙে দেওয়া নিয়ে সম্মতি জানায় সদস্যরা ৷
  • সেই মতো এদিন সকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবনে পৌঁছন ৷ সেখানে নিজের পদত্যাগপত্র-সহ বিজেপি সরকারের 17তম মন্ত্রিসভার ইস্তফাপত্রও তিনি তুলে দেন রাষ্ট্রপতি মুর্মুর হাতে ৷ এদিকে বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে 16 জুন ৷ এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুর্মু তাঁকে নতুন সরকার গঠন না-হওয়া পর্যন্ত সরকার চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন ৷

2:34 PM, 5 Jun 2024 (IST)

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি ৷

10:07 PM, 4 Jun 2024 (IST)

মহারাষ্ট্রে ফের গণনায় পরাজিত হলেন বিজেপি প্রার্থী পঙ্কজা মুণ্ডে

  • পুনর্গণনার পর মহারাষ্ট্রের বীর লোকসভা থেকে পরাজিত হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী পঙ্কজা মুণ্ডে ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে ৷

9:51 PM, 4 Jun 2024 (IST)

'আমি কোয়েম্বাটোরের ভোটারদের কাছে মাথা নত করছি', লিখলেন পরাজিত কে আন্নামালাই

  • তামিলনাড়ুর কোয়েম্বাটোর কেন্দ্রে ডিএমকে প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বিজেপির রাজ্যসভাপতি কে আন্নামালাই ৷ তাঁকে 1 লক্ষ 16 হাজার 131 ভোটে পরাস্ত করেছে ডিএমকে -র গণপতি রাজকুমার পি ৷ তামিলনাড়ুতে পদ্ম ফোটাতে পারেননি আন্নামালাই ৷ তাঁর হয়ে বহুবার দক্ষিণের রাজ্যটিতে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

9:36 PM, 4 Jun 2024 (IST)

সরকার গড়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি

  • বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ তবে এনডিএ জোট সরকার গড়বে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে তিনি বক্তৃতা দেওয়ার সময় বলেন, "আজ একটা শুভ দিন ৷ তৃতীয় বার সরকার গড়বে এনডিএ জোট ৷ এর জন্য আমরা জনতার কাছে কৃতজ্ঞ ৷ মানুষ বিজেপি এবং এনডিএ-র উপর ভরসা রেখেছে ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জয় আমাদের জয় ৷"

8:04 PM, 4 Jun 2024 (IST)

'বিজেপি তৃতীয় বার জয় পেয়েছে...', লিখলেন শাহ

  • "বিজেপি তৃতীয়বার জয়ী হয়েছে ৷ এটা আমাদের কার্যকর্তাদের কঠিন পরিশ্রমের ফলাফল ৷ এই জয়ের জন্য বিজেপির সভাপতি শ্রীজেপি নাড্ডা এবং আমার তরফ থেকে দেশের সব কার্যকর্তাদের শুভেচ্ছা জানাই ৷"

7:33 PM, 4 Jun 2024 (IST)

'ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত', এক্স হ্যান্ডেলে লিখলেন নরেন্দ্র মোদি

  • এনডিএ জোটের জয় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "দেশের জনতা-জনার্দন তৃতীয় বারের জন্য এনডিএ-কে বিশ্বাস করেছে ৷"

7:07 PM, 4 Jun 2024 (IST)

উত্তরপ্রদেশের দু'টি আসনের একটিতে জয়ী ডিম্পল, কনৌজে এগিয়ে অখিলেশ

  • উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে জয়ী হয়েছেন এসপির ডিম্পল যাদব ৷ তিনি এসপি সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী ৷ উত্তরপ্রদেশের কনৌজ থেকে জয়ী হয়েছেন অখিলেশ ৷ এসপি সাংসদ ডিম্পলের হাতে সংশাপত্র তুলে দিচ্ছেন নির্বাচনী আধিকারিক ৷

6:39 PM, 4 Jun 2024 (IST)

'আমি আবেগী হয়ে পড়েছি', জিতে বললেন কঙ্গনা

  • "এই মুহূর্তে আমি আবেগী হয়ে পড়েছি ৷ মান্ডির মানুষের কাছে আমি কৃতজ্ঞ", হিমাচলের মান্ডি থেকে জিতে বললেন অভিনেত্রী তথা নেত্রী কঙ্গনা রানাওয়াত ৷

5:22 PM, 4 Jun 2024 (IST)

সাংসদ নির্বাচিত হলেন জেডি(এস) প্রধান এইচডি কুমারাস্বামী

  • কর্ণাটকে জয়ী হলেন জেডি(এস) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী ৷ তাঁর হাতে নির্বাচন জেতার সংশাপত্র তুলে দিচ্ছেন নির্বাচনী আধিকারিক ৷
  • তামিলনাড়ুর রামানাথাপুরম লোকসভা থেকে হয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসিলভাম ৷
EX CM and JdS state President H D Kumaraswamy
জয়ী জেডি(এস) নেতা কুমারাস্বামী (ইটিভি ভারত)

4:55 PM, 4 Jun 2024 (IST)

জিতলেন ব্রিজভূষণের ছেলে, হারলেন মানেকা গান্ধি

  • উত্তরপ্রদেশের কাইসারগঞ্জ থেকে জিতলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং ৷ এদিকে সুলতানপুর থেকে পরাজিত হলেন বিজেপির মানেকা গান্ধি ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি বৈঠক ডাকলেন ৷

4:46 PM, 4 Jun 2024 (IST)

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী

  • বেলা গড়াতেই পরিষ্কার হয়ে গেল যে 'ইন্ডিয়া' জোট 200টিরও বেশি আসন জিততে চলেছে ৷ আর একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি ৷ এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, 'ইন্ডিয়া' জোটে ফিরতে পারেন জেডি(ইউ) প্রধান নীতীশ ৷ তাঁকে নাকি জোটের পক্ষ থেকে দেশের উপ-প্রধানমন্ত্রীর পদ দেওয়ার কথা জানানো হয়েছে ৷

4:38 PM, 4 Jun 2024 (IST)

হায়দরাবাদে পঞ্চমবার, আসন দখলেই রাখলেন আসাদউদ্দিন

  • তেলেঙ্গানার হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির মাধবীলতাকে 3 লক্ষ 35 হাজার 635 ভোটে পরাজিত করলেন এআইএমইআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ এই কেন্দ্র থেকে তিনি পঞ্চম বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন ৷

4:25 PM, 4 Jun 2024 (IST)

'প্রথম থেকে আমি নিশ্চিত ছিলাম, আপনি জিতবেন', পোস্ট প্রিয়াঙ্কা গান্ধি বঢরার

  • আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে পরাজিত করেছেন কিশোরী লাল ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্মৃতিমেদুর পোস্ট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এই আসনটিতে 2019 সালে রাহুল গান্ধিকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি ৷ সেই আসন গান্ধি পরিবারের কাছে ফিরিয়ে আনলেন কিশোরী লাল ৷

4:16 PM, 4 Jun 2024 (IST)

বিজেপির জয়ী প্রার্থী

  • উত্তরপ্রদেশের বারাণসীতে নরেন্দ্র মোদি
  • কর্ণাটকের গুলবর্গা লোকসভায় জয়ী কংগ্রেসের রাধাকৃষ্ণা
  • মেঘালয়ের তুরা লোকসভায় জয়ী সালেং এ সাংমা
  • পঞ্জাবের জলন্ধর লোকসভায় জয়ী চরণজিৎ সিং চান্নি
  • ফতেহগড় সাহিব লোকসভায় জয়ী কংগ্রেসের অমর সিং

4:05 PM, 4 Jun 2024 (IST)

কী ইঙ্গিত দিলেন আরজেডি নেতা মনোজ ঝা ?

  • হায়দরাবাদ- 8টি বিজেপি, 8টি কংগ্রেস, 1টি মিম
  • তামিলনাড়ু- ডিএমকে 8, কংগ্রেস 8, ভিসিকে 2, সিপিআই 2, সিপিআই(এম) 2, পিএমকে 1
  • কর্ণাটক জেডি(এস) 2, বিজেপি 17, কংগ্রেস 9টি
  • অন্ধ্রপ্রদেশ টিডিপি 16, ওয়াইএসআরসিপি 4, বিজেপি 3, জেএনপি 2

3:44 PM, 4 Jun 2024 (IST)

তিরুরবনন্তপুরমে এগিয়ে কংগ্রেসের শশী থারুর

  • কেরলের তিরুবনন্তপুরমে এগিয়ে 15 হাজার 879 ভোটে বিজেপির চন্দ্রশেখরকে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেসের তিন-তিন বারের সাংসদ শশী থারুর ৷ সেই আনন্দে দলীয় কার্যালয়ে তিনি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন ৷

3:25 PM, 4 Jun 2024 (IST)

বিজেপির সদর দফতরে আসবেন প্রধানমন্ত্রী, কংগ্রেসের সভাপতির বাড়িতে 'ইন্ডিয়া'র বৈঠক

  • একদিকে বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ অন্যদিকে সন্ধ্যা সাতটায় দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

2:59 PM, 4 Jun 2024 (IST)

বারাণসীতে লক্ষাধিক ভোটে এগিয়ে মোদি

  • বারাণসী লোকসভা কেন্দ্রে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় রায়কে 1 লক্ষ 44 হাজার 265 ভোটে পিছনে ফেলে এগিয়ে চলেছেন মোদি ৷

2:29 PM, 4 Jun 2024 (IST)

হার মানলেন জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

  • হার মেনেই নিলেন জেকেএনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ বারামুল্লা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী আবদুল রশিদ শেখ তাঁকে 1 লক্ষ 59 হাজার 734 ভোটে পিছনে ফেলে দিয়েছেন ৷ নিজের পরাজয় মেনে নিয়ে রশিদকে শুভেচ্ছা জানালেন ওমর ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন ৷ আমার মনে হয় না, তিনি জয়ী হলে জেল থেকে ছাড়া পেয়ে যাবেন ৷ আর না তো উত্তর কাশ্মীরের মানুষ তাঁদের জনপ্রতিনিধিকে পাবে ৷ তবে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ আর সেই গণতন্ত্র ৷" এদিকে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে 2 লক্ষ 63 হাজার 436 ভোটে পিছিয়ে রয়েছেন উপত্যাকার আরেক মুখ্যমন্ত্রী পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ তিনিও তাঁর হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী জেকেএনসি নেতা মিঞা আলতাফ আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

2:17 PM, 4 Jun 2024 (IST)

হাত মেলালেন রাহুল

  • ওয়েনাড়ে 3 লক্ষ 34 হাজার 535 লক্ষ এবং রায়বরেলিতে 2 লক্ষ 71 হাজার 752 ভোটে এগিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁকে সামনে পেয়ে এগিয়ে এলেন এক কংগ্রেস সমর্থক ৷ নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে তাঁর সঙ্গে হাত মেলালেন রাহুল ৷

1:49 PM, 4 Jun 2024 (IST)

'ইন্ডিয়া' জোট 200 আসনে এগিয়ে, মোদিকে হিমালয়ের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন রমেশ

  • কংগ্রেস 95টি আসনে এগিয়ে আছে ৷ পাশাপাশি 'ইন্ডিয়া' জোট 200 আসনে ৷ এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ ৷ তিনি লিখলেন, "সময় হয়ে এসেছে ৷ ঝোলা নিয়ে হিমালয়ের দিকে এগিয়ে যান ৷"

1:29 PM, 4 Jun 2024 (IST)

পরাজিত হাসানের প্রজ্জ্বল রেভান্না

  • কর্ণাটকে হাসান লোকসভায় জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে পরাজিত করলেন কংগ্রেসের শ্রেয়াস প্যাটেল ৷
  • অসমের ধুবরিতে বিদায়ী সাংসদ তথা এআইডিইউএফ প্রধান বদরুদ্দিন আজমলকে পিছনে ফেলে দিয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন ৷

12:44 PM, 4 Jun 2024 (IST)

উত্তরপ্রদেশে পিছিয়ে মোদি সরকারের 6 মন্ত্রী

  • আমেঠিতে স্মৃতি ইরানি
  • চন্দৌলি থেকে মহেন্দ্র পাণ্ডে
  • ফতেহপুর সাধ্বী নিরঞ্জন জ্যোতি
  • আজমগড়ে বিজেপির দীনেশ নিরহুয়া
  • মির্জাপুরে অনুপ্রিয়া প্যাটেল
  • লখিমপুর খেরি অজয় মিশ্র টেনি

12:29 PM, 4 Jun 2024 (IST)

কোন প্রার্থী কোথায় এগিয়ে...

  • ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা 41 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন ৷
  • মহারাষ্ট্রের কল্যাণ লোকসভা আসন থেকে 97 হাজারেরও বেশি ভোটে এগিয়ে শিন্ডে শিবিরের প্রার্থী শ্রীকান্ত শিন্ডে ৷ তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে ৷
  • পঞ্জাবের ফরিদকোট লোকসভায় ইন্দিরা গান্ধির হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং 48 হাজার ভোটে এগিয়ে গেলেন ৷
  • কৃষ্ণনগর লোকসভায় প্রায় 45 হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র, তাঁর বিরুদ্ধে বিজেপির অমৃতা রায় ৷
  • জম্মু-কাশ্মীরে পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷

12:12 PM, 4 Jun 2024 (IST)

তিরুবনন্তপুরমে পিছিয়ে শশী থারুর

  • কেরলের তিরুবনন্তপূরম লোকসভা আসনে কংগ্রেসের শশী থারুরকে পিছনে ফেলে প্রায় 23 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন কেন্দ্রীয় চন্দ্রশেখর ৷ 2019 সালে কেরলের 20টির মধ্যে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জিতেছিল 19টিতে ৷ একটি মাত্র আসন পেয়েছিল সিপিআই ৷ এবার 17টি আসনে এগিয়ে ইউডিএফ ৷

12:04 PM, 4 Jun 2024 (IST)

মণিপুর, লাক্ষাদ্বীপে এগিয়ে কংগ্রেস, ফৈজাবাদে পিছিয়ে বিজেপি

  • অসমের জোটরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ এগিয়ে ৷
  • উত্তরপ্রদেশের ফৈজাবাদে পিছিয়ে বিজেপি প্রার্থী ৷ এই কেন্দ্রের অন্তর্ভুক্ত অযোধ্যা ৷
  • মণিপুরের দুটি লোকসভা আসনে এগিয়ে কংগ্রেস ৷
  • লাক্ষাদ্বীপে এগিয়ে কংগ্রেস ৷

11:55 AM, 4 Jun 2024 (IST)

'এক্সিট পোল হয়েছিল শেয়ার মার্কেটের ধান্দার কারণে', বললেন সীতারাম ইয়েচুরি

  • "শেয়ার মার্কেটকে প্রভাবিত করার জন্য এক্সিট পোল করা হয়েছিল ৷ যাঁরা শেয়ার বাজারে অর্থ রোজগার করতে চান, তাঁরা গতকাল তা করে ফেলেছেন ৷ এখন আপনাদের সামনে বাস্তব সামনে এসেছে ৷ এবার পুরো ফলাফল বের হোক ৷ তারপর আমরা বলব, ইন্ডিয়া জোট ভালো ফল করেছে ৷"

11:51 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে তামিলনাড়ুর বিজেপি প্রার্থী কে আন্নামালাই

  • তামিলনাড়ুতে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই ৷ তাঁর বিরুদ্ধে ডিএমকে প্রার্থী গণপতি রাজকুমার পি এগিয়ে রয়েছেন ৷

11:35 AM, 4 Jun 2024 (IST)

এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • কোথায় কোথায় এগিয়ে বিজেপি-
  • দিল্লির 7টি লোকসভা আসন
  • হিমাচলের 4টি আসন
  • উত্তরাখণ্ডের 5টি আসন
  • মধ্যপ্রদেশে
  • গুজরাত
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 57 হাজার ভোটে এগিয়ে
  • রায়বরেলি লোকসভা আসনে রাহুল গান্ধি এগিয়ে 90 হাজারেরও বেশি ভোটে
  • ওয়েনাড় লোকসভা আসনে রাহুল এগিয়ে 1 লক্ষেরও বেশি ভোটে

11:26 AM, 4 Jun 2024 (IST)

ভোটগণনা এগোতে আরও পড়ল সেনসেক্স

  • এক্সিট পোলের পরপরই চাঙ্গা হয়েছিল সেনসেক্স ৷ এদিকে মঙ্গলবার ভোটগণনার বাস্তবচিত্র সামনে আসতেই পড়তে শুরু করল সেনসেক্স ৷ দিনের শুরুতে 1300 পয়েন্ট পড়ে সেনসেক্স ৷ এরপর 3500 পয়েন্ট পতন হয়েছে ৷

11:19 AM, 4 Jun 2024 (IST)

এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে 1 লক্ষ 33 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি এবং সিপিআই(এম)-এর প্রতীক উপর রহমান ৷
Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে (ছবি সৌজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)

11:02 AM, 4 Jun 2024 (IST)

2 লক্ষেরও বেশি কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গান্ধীনগরের অমিত শাহ

ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ গান্ধীনগর লোকসভা কেন্দ্রে 2.31 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল প্যাটেল ৷ 2019 সালে শাহ 5.57 লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন ৷ এই আসনে দ্বিতীয় বার লোকসভা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অমিত শাহ ৷ এই আসনটি একসময় লালকৃষ্ণ আদবানির দখলে ছিল ৷ 26 টি লোকসভা আসনের মধ্যে 25টিতে গণনা চলছে ৷ ইতিমধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ৷

Amit Shah in Gandhinagar
অমিত শাহ এগিয়ে (ছবি অমিত শাহের এক্স হ্যান্ডেল)

10:54 AM, 4 Jun 2024 (IST)

মধ্যপ্রদেশের বিদিশায় এগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ 'মামা'

  • মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 1 লক্ষ 88 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন ৷ গণনা চলছে ৷
Shivraj Singh Chouhan
এগিয়ে শিবরাজ সিং চৌহান (null)

10:41 AM, 4 Jun 2024 (IST)

পঞ্জাবে এগিয়ে জেলবন্দি অমৃত পাল

  • পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে 45 হাজারেরও বেশি ভোটে এগিয়ে খালিস্তানি নেতা অমৃত পাল সিং৷

10:31 AM, 4 Jun 2024 (IST)

বিহারের কারাকাটে এগিয়ে ভোজপুরী গায়ক নির্দল পবন সিং

  • বিহারের কারাকাট লোকসভা আসনে এগিয়ে নির্দল প্রার্থী পবন সিং ৷
Pawan Singh
ভোজপুরী গায়ক পবন সিং এগিয়ে (null)

10:19 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে কানহাইয়া কুমার, এগিয়ে গেলেন জ্যোতিরাদিত্য-সম্বিত-অপরাজিতা

  • ওড়িশা পুরীতে এগিয়ে সম্বিত পাত্র ৷
  • ভুবনেশ্বরে এগিয়ে অপরাজিতা সারঙ্গি ৷
  • ত্রিপুরা পশ্চিম আসনে এগিয়ে বিপ্লব কুমার দেব ৷
  • মধ্য়প্রদেশের গুনা আসনে এগিয়ে জ্যোতিরাদিত্য সিনহা ৷
  • দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমারকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপির মনোজ তিওয়ারি ৷

10:07 AM, 4 Jun 2024 (IST)

পিছিয়ে স্মৃতি, এগিয়ে প্রজ্জ্বল রেভান্না

  • উত্তরপ্রদেশের আমেঠিতে এগিয়ে কে এল শর্মা ৷
  • মান্ডি আসনে 23 হাজারেরও বেশি ভোটে এগিয়ে কঙ্গনা রানাওয়াত ৷
  • গুজরাতের গান্ধিনগর থেকে এগিয়ে অমিত শাহ ৷
  • হাসান থেকে এগিয়ে যৌন হেনস্থা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রজ্জ্বল রেভান্না ৷
  • https://etvbharat.com/en/!elections/election-2024?section=magic-mark

9:55 AM, 4 Jun 2024 (IST)

কর্ণাটকে এগিয়ে বিজেপি, জম্মু-কাশ্মীরে পিছিয়ে ওমর আবদুল্লা-মুফতি

  • নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ট্রেন্ড বলছে, কর্ণাটকে 28টি লোকসভা আসনের মধ্যে 17টিতে এগিয়ে বিজেপি ৷ 8টিতে কংগ্রেস এবং 3টিতে জেডি(এস) ৷
  • জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পিছিয়ে জেকেএনএফ নেতা ওমর আবদুল্লা, অনন্তনাগ-রাজৌরি আসনে পিছিয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ৷

9:39 AM, 4 Jun 2024 (IST)

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনে কোথায় কে এগিয়ে

  • অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন
  • 175টি আসনের মধ্য়ে
  • টিডিপি এগিয়ে - 39টিতে
  • বিজেপি- 2টি
  • জনসেনা পার্টি- 5টি
  • ওয়াইএসআরসিপি- 11টি
  • ওড়িশার 147টি বিধানসভা আসনে
  • 13টি আসনে এগিয়ে বিজেপি
  • 6টিতে বিজেডি
  • নির্দল 1
  • সুলতানপুর থেকে পিছিয়ে মানেকা গান্ধি
  • কাটিহার কেন্দ্রে এগিয়ে তারিক আনওয়ার
  • জোরহাট গৌরব গগৈ এগিয়ে

9:31 AM, 4 Jun 2024 (IST)

হরিয়ানায় এগিয়ে কংগ্রেস, গুজরাতে 22টি আসনে বিজেপি, 4টিতে কংগ্রেস

হরিয়ানায় আটটি সিটেই এগিয়ে কংগ্রেস ৷ পিছিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷ উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 26টিতে বিজেপি, 27টিতে সমাজবাদী পার্টি, কংগ্রেস 6টি, রাষ্ট্রীয় লোকদল একটিতে এগিয়ে আছে ৷

9:22 AM, 4 Jun 2024 (IST)

দুই কেন্দ্র থেকে এগিয়ে রাহুল

ওয়ানাড়-রায়বরেলিতে এগিয়ে রাহুল, গুরগাঁওতে রাজ বব্বর এগিয়ে রয়েছে ৷

9:15 AM, 4 Jun 2024 (IST)

পঞ্জাবের খাদুর সাহিব থেকে এগিয়ে জেলবন্দি অমৃতপাল

  • পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছিলেন খালিস্তানপন্থী নেতা 'ওয়ারিস পঞ্জাব দে'-র প্রধান অমৃতপাল সিং ৷ তিনি অসমের গুয়াহাটিতে কারাবাসে রয়েছেন ৷ সেখান থেকেই লড়ছেন ৷ সকালের ট্রেন্ড অনুযায়ী তিনি 7 হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ৷

8:56 AM, 4 Jun 2024 (IST)

মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে ছবি, পোস্টাল ব্য়ালটে এগিয়ে বিজেপি-ই

  • হিমাচল প্রদেশের চারটি আসনেই এগিয়ে বিজেপি ৷ হামিরপুরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, মান্ডি থেকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷
  • কনৌজ থেকে এগিয়ে অখিলেশ যাদব ৷

8:52 AM, 4 Jun 2024 (IST)

গণনার শুরুর সকালে দেশে এগিয়ে বিজেপি

  • নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, দেশের মধ্যে 42টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷

8:43 AM, 4 Jun 2024 (IST)

মোদির কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়

  • উত্তরপ্রদেশের বারাণসীতে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ একেবারে ভিতরে রয়েছে আধাসামরিক বাহিনী ৷

8:38 AM, 4 Jun 2024 (IST)

পোস্টাল ব্যালটে 4ট আসনে এগিয়ে বিজেপি

  • ভোটের সকালে নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ড বলছে, 542টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷

8:25 AM, 4 Jun 2024 (IST)

'রুলবুক অনুযায়ী ভোটগণনা যেন স্বচ্ছ হয়', গণনার দিন সকালে বললেন নির্বাচন কমিশনার

  • মঙ্গলবার সকালে দেশজুড়ে 542টি আসনে ভোটগণনা চলছে ৷ সেই সময় দেশের নির্বাচন কমিশনার বললেন, "আমরা সব ডিএম, এসপি, সেন্ট্রাল অবজারভারদের কড়া নির্দেশ দিয়েছি, রুলবুক অনুযায়ী ভোটগণনা যেন স্বচ্ছভাবে হয় ৷"

8:15 AM, 4 Jun 2024 (IST)

রায়বরেলিতে সোনিয়ার আসনে এবার যুদ্ধ রাহুলের

  • দেশের অন্যতম হেভিওয়েট কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি ৷ 1999 সাল থেকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এই আসনে জয়ী হয়েছেন ৷ এবার পুত্র রাহুল গান্ধি এখানে প্রার্থী হয়েছেন ৷ তাঁর সঙ্গে ভোট ময়দানে বিজেপির দীনেশ প্রতাপ সিং ৷

8:05 AM, 4 Jun 2024 (IST)

রাজ্যে রাজ্যে পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনার সূচনা হল

  • শুরু হল ভোটগণনা ৷

7:51 AM, 4 Jun 2024 (IST)

মণিপুরে গণনাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা

  • এবার মণিপুরের দু'টি লোকসভা কেন্দ্রে ভোটের সময় অশান্তির ঘটনা ঘটে ৷ কয়েকটি বুথে ফের ভোটগ্রহণ হয় ৷ গণনার দিন কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

7:46 AM, 4 Jun 2024 (IST)

পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে গণনা, তারপর ইভিএমের পালা

  • ছত্তিশগড়ের রায়পুরে সেজবাহার গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট ভর্তি টিনের সুটকেস নামাচ্ছেন এক ভোটকর্মী ৷

7:40 AM, 4 Jun 2024 (IST)

রাজ্যে রাজ্যে খুলছে স্ট্রং রুম

  • আর কিছুক্ষণের মধ্য়েই ভোটগণনা শুরু হবে ৷ তালা ভেঙে খুলছে স্ট্রং রুমের দরজা ৷

7:29 AM, 4 Jun 2024 (IST)

  • নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবার 64.2 কোটি ভোটার ভোট দিয়েছেন ৷ তাঁদের মধ্যে 31.2 কোটি মহিলা ৷ একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা ভবিষ্যদ্বাণী করেছে, ক্ষমতায় ফিরবে বিজেপি ৷ এনডিএ জোটের নেতৃত্বে সরকার গঠন হবে দিল্লিতে ৷ নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি 303টি আসনে জয়ী হয়েছিল ৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে দ্বিতীয় বার সরকার গড়েছিল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৷
Last Updated : Jun 5, 2024, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.