ETV Bharat / bharat

সপ্তম দফাও শান্তিপূর্ণই, বুথ ফেরত সমীক্ষা বলছে প্রধানমন্ত্রী ফের মোদি-ই - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Poll 2024
লোকসভা নির্বাচন 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 7:01 AM IST

Updated : Jun 1, 2024, 8:59 PM IST

20:32 June 01

সপ্তম দফা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দশমী ৷ বাংলায় বিক্ষিপ্ত কিছু অশান্ত ছাড়া দেশে সপ্তম দফায় ভোট হল শান্তিপূর্ণই ৷

দেশজুড়ে শেষ হল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ বসিরহাট লোকসভার সন্দেশখালিতে অশান্তির ঘটনা-সহ সপ্তম দফায় সবচেয়ে বেশি গণ্ডগোলের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে ৷ যে সন্দেশখালি গত কয়েকমাসে বারবার শিরোনামে থেকেছে ৷ যদিও দেশের অন্যান্য রাজ্যের মতো মোটের উপর বাংলার ভোটও শান্তিপূর্ণ ৷ ভোটগ্রহণ শেষে এবার পালা বুথ ফেরত সমীক্ষার ৷ বিভিন্ন সংস্থার সমীক্ষা বলছে, 2019-এর পুনরাবৃত্তি ঘটিয়ে ফের একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি ৷ অর্থাৎ, ক্ষমতায় আসছে এনডিএ জোট-ই ৷ অর্থাৎ, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদির কেবল সময়ের অপেক্ষা ৷

18:15 June 01

  • ফের ক্ষমতায় আসছে বিজেপি ৷ 2019-এর মতো অথবা আরও বেশি আসনে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি ৷ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে তারা ৷ শনিবার শেষ দফার লোকসভা নির্বাচনের দিন আবারও দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কুমার ৷ তিনি বলেন, "আমি যখন পূর্ব ও দক্ষিণ ভারতের কথা বলছি, তখন তার মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরলকেও অন্তর্ভুক্ত করছি ৷ 220টি আসনের কথাই যদি ধরি, সেখানে বিজেপি পারফরম্যান্স এখনও ভালো, বিহার ও বাংলায় কিছুটা ভালো পারফরম্যান্স করলেও 50টির কম আসনে জয়ী হয়েছে ৷ এবার সেখানে সব মিলিয়ে সংখ্যাটা বৃদ্ধি পাবে ৷ আমি কিন্তু কোনও রাজ্য ধরে নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করছি না ৷ তবে পূর্ব এবং দক্ষিণে বিজেপি তাদের আসন সংখ্যা এবং ভোটের হার বাড়াবে ৷"

17:54 June 01

  • বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 58.34 শতাংশ
  • বিহার - 48.86 শতাংশ
  • চণ্ডীগড়- 62.80 শতাংশ
  • হিমাচল- 66.56 শতাংশ
  • ঝাড়খণ্ড- 67.95 শতাংশ
  • ওড়িশা- 62.46 শতাংশ
  • পঞ্জাব- 55.20 শতাংশ
  • উত্তর প্রদেশ- 54 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 69.89 শতাংশ

17:41 June 01

  • কমপক্ষে 295টি আসনে জয়ী হবে 'ইন্ডিয়া' জোট, ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে ৷ আজ সপ্তম দফার ভোটের শেষ বেলায় তাঁর বাড়িতে বৈঠক করে ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি ৷ তবে এই বৈঠকে হাজির ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া জম্মু-কাশ্মীরের পিডিপও গরহাজির ছিল ৷

15:36 June 01

  • বেলা 3টে পর্যন্ত দেশের 57টি লোকসভা আসনে 49.68 শতাংশ ভোট পড়েছে
  • বিহার- 42.95 শতাংশ
  • চণ্ডীগড়- 52.61 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 58.41 শতাংশ
  • ঝাড়খণ্ড- 60.14 শতাংশ
  • ওড়িশা- 49.77 শতাংশ
  • পঞ্জাব- 46.38 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 46.83 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 58.46 শতাংশ

15:31 June 01

  • অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ভোট দিলেন সাউথ সিটির একটি স্কুলে ৷ তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ এবারও তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ ঘাটাল আসে ভোট হয়ে গিয়েছে ষষ্ঠ দফায় ৷

15:23 June 01

  • "আমি পরিষ্কার করে জানিয়েছি, ভোটের আবহাওয়া ইন্ডিয়া জোটের পক্ষে ৷ দেশের নাগরিক আমাদের সঙ্গে আছে", পটনায় ভোট দিয়ে বললেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা ৷ বিহারের ভোটার হলেও তিনি পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়া ৷

15:04 June 01

  • প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং ভোট দিলেন ৷ তিনি এদিন সাংবাদিকদের বলেন, "বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিয়েছি ৷ ইন্ডিয়া জোটের সমর্থনে প্রচার করেছি ৷"

14:50 June 01

World's highest Polling Station in Himachal Pradesh
বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত বুথ
  • বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্রটি হিমাচল প্রদেশে ৷ সেই জায়গার নাম তাশিগাংগ ৷ হিমালয়ের কোলে বরফ দিয়ে ঢাকা একটি ছোট্ট গ্রাম তাশিগাংগ রয়েছে 15 হাজার 256 ফুট উচ্চতায় ৷ এর কাছেই ভারত-চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি ৷ তাশিগাংগের ভোটকেন্দ্রটি মান্ডি লোকসভা আসনের অন্তর্গত ৷ এখানে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে লড়াই কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের ৷

14:33 June 01

  • উত্তর 24 পরগনার দমদম লোকসভা আসনে ভোট দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলি লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম দফায় ভোট হয়েছে হুগলি কেন্দ্রে ৷ আত্মবিশ্বাসী লকেট এদিন বলেন, "বিশাল সংখ্যক মানুষ বিজেপি-র পক্ষে ভোট দিয়েছে ৷ পশ্চিমবঙ্গে বিজেপি 30টিরও বেশি লোকসভা আসনে জয়ী হবে ৷"

13:34 June 01

  • বেলা 1টা পর্যন্ত দেশের 57টি লোকসভা আসনে 40.09 শতাংশ ভোট পড়েছে
  • বিহার- 35.65 শতাংশ
  • চণ্ডীগড়- 40.14 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 48.63 শতাংশ
  • ঝাড়খণ্ড- 46.80 শতাংশ
  • ওড়িশা- 37.64 শতাংশ
  • পঞ্জাব- 37.80 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 39.31 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 45.07 শতাংশ

13:24 June 01

  • অভিনেতা আয়ুষ্মান খুরানা ভোট দিলেন চণ্ডীগড়ের একটি বুথে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আমার ভোট দিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে আমার শহরে এসেছি ৷ মুম্বইতে এবার খুব কম ভোট পড়েছে ৷ আমাদের ভোট দেওয়া উচিত ৷ আমরা যদি ভোট না দিই, তাহলে আমাদের অভিযোগ জানানোর অধিকারও নেই ৷"

12:34 June 01

  • কলকাতার একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী নুসরত জাহান ৷ তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ তবে এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷

12:25 June 01

  • বিহারের পটনায় ভোটাধিকার প্রয়োগ করলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর সঙ্গে ছিলেন দাদা তেজস্বী যাদব ৷ লালু-পুত্র তেজস্বী এদিন হুইল চেয়ারে বসে ভোট দিতে আসেন ৷

12:14 June 01

  • অক্সিজেন সিলিন্ডার লাগানো অবস্থায় ভোট দিতে এলেন এক প্রৌঢ়া ৷ হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর জেলার একটি বুথে এমন ঘটনা ঘটেছে ৷

12:08 June 01

  • হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কংগ্রেস সভাপতি তাঁর মা প্রতিভা সিং ৷ কংগ্রেসের বিক্রমাদিত্যের লড়াই বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ৷ শনিবার হিমাচলের চারটি লোকসভা কেন্দ্র- হামিরপুর, কাংরা, মান্ডি, সিমলায় ভোটগ্রহণ চলছে ৷

11:49 June 01

  • "আমি সদ্য ভোট দিয়েছি ৷ আজ শেষ দফার ভোটে আমি সবাইকে ভোট দেওয়ার আবেদন জানাব ৷ আমি সকাল থেকে আমার কেন্দ্রে ছিলাম ৷ ভালো সাড়া পেয়েছি ৷ 'ইন্ডিয়া' জোটের নেতা-কর্মীরা আজ উচ্ছ্বসিত", ভোট দিয়ে বললেন পাটলিপুত্র লোকসভা আসনের আরজেডি প্রার্থী মিসা ভারতী ৷ তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর কন্যা ৷ শনিবার বিহারের পটনায় তিনি ভোট দেন ৷ পাটলিপুত্র লোকসভা আসনে মিসার লড়াই বিজেপির রাম কৃপাল যাদবের বিরুদ্ধে ৷ তিনি এর আগে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের নেতা ছিলেন ৷ পরে বিজেপিতে যোগ দেন ৷

11:45 June 01

  • সপ্তম তথা শেষ দফায় বেলা 11টা পর্যন্ত দেশের 57টি আসনে ভোটের হার 26.30
  • বিহার- 24.25 শতাংশ
  • চণ্ডীগড়- 25.03
  • হিমাচল প্রদেশ- 31.92
  • ঝাড়খণ্ড- 29.55
  • ওড়িশা- 22.64
  • পঞ্জাব- 23.91
  • উত্তরপ্রদেশ- 28.02
  • পশ্চিমবঙ্গ- 28.10

11:34 June 01

  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ভোট দিলেন হামিরপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অনুরাগ ঠাকুর ৷

11:32 June 01

  • বিহারের বখতিয়ারপুরের একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

11:21 June 01

  • ভোট দিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী বললেন, "আমি 11 বছর পর ভোট দিলাম ৷"

09:41 June 01

  • সকাল 9টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 11.31 শতাংশ
  • বিহার- 10.58 শতাংশ
  • চণ্ডীগড়- 11.64 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 14.35 শতাংশ
  • ঝাড়খণ্ড- 12.15 শতাংশ
  • ওড়িশা- 7.69 শতাংশ
  • পঞ্জাব- 9.64 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 12.94 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 12.63 শতাংশ

09:34 June 01

  • বিহারের পটনায় ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিদায়ী সাংসদ রবি শঙ্কর প্রসাদ ৷ এবারও তিনি পটনা সাহিব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসে প্রার্থী অনশুল অভিজিৎ ৷ 2019 সালের লোকসভা ভোটে রবি শঙ্কর প্রসাদ কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে পরাজিত করেন ৷

09:32 June 01

  • বারাণসীতে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী তথা উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই ৷

09:22 June 01

  • শেষ দফার ভোটে হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব চলছে ৷ হামিরপুর লোকসভা আসনের একটি বুথে ভোট দিলেন অনুরাগ ঠাকুর এবং তাঁর স্ত্রী ৷ এই কেন্দ্রটি থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে সতপাল সিং রাইজাদাকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

09:16 June 01

  • হিমাচল প্রদেশের মাণ্ডির একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এই লোকসভা আসন থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস বিক্রমাদিত্য সিংকে দাঁড় করিয়েছে ৷

08:51 June 01

  • পঞ্জাবের সাঙ্গরুর লোকসভা আসনের একটি বুথে ভোট দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ড. গুরপ্রীত কৌর ৷

08:43 June 01

  • আধ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে কলকাতায় ভোট দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ তিনি বলেন, "একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার কর্তব্য ৷ আমি সেটাই করেছি ৷ আমি 40 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম ৷ তারপর ভোট দিয়েছি ৷"

08:34 June 01

  • পটনায় ভোট দিলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাবরি দেবী এবং মেয়ে রোহিণী আচার্য ৷ তিনিও এবার সরন লোকসভা কেন্দ্রে প্রার্থী ৷ ভোট দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবী বলেন, "আমরা বিহারের 40টি আসনই জিতব ৷"

08:05 June 01

  • শেষ দফায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির পুকুরে ভাসতে দেখা গেল ইভিএম ও ভিভি প্যাট মেশিন ৷

07:58 June 01

  • সস্ত্রীক ভোট দিলেন গোরক্ষপুরের বিদায়ী সাংসদ রবি কিষাণ ৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে তাঁর বিরুদ্ধে প্রার্থী সমাজবাদী পার্টির কাজল নিষাদ এবং বহুজন সমাজবাদী পার্টির জাভেদ আশরফ ৷

07:52 June 01

  • পঞ্জাবের জলন্ধরে সকালে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিং ৷

07:35 June 01

  • ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

07:23 June 01

  • হিমাচল প্রদেশের বিলাসপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মল্লিকা নাড্ডা ৷

07:21 June 01

  • উত্তর প্রদেশের গোরক্ষপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

07:09 June 01

  • পঞ্জাবের আনন্দপুর সাহিব আসনে প্রথম ভোটদাতা আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ৷ সপ্তম দফায় পঞ্জাবের 13টি লোকসভা আসনেই ভোট হচ্ছে ৷

06:28 June 01

আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে ভোট ৷ শনিবার দেশজুড়ে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 10 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি ওড়িশার 42টি বিধানসভা আসনেও ভোটগ্রহণ হচ্ছে ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷

20:32 June 01

সপ্তম দফা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দশমী ৷ বাংলায় বিক্ষিপ্ত কিছু অশান্ত ছাড়া দেশে সপ্তম দফায় ভোট হল শান্তিপূর্ণই ৷

দেশজুড়ে শেষ হল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ বসিরহাট লোকসভার সন্দেশখালিতে অশান্তির ঘটনা-সহ সপ্তম দফায় সবচেয়ে বেশি গণ্ডগোলের ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে ৷ যে সন্দেশখালি গত কয়েকমাসে বারবার শিরোনামে থেকেছে ৷ যদিও দেশের অন্যান্য রাজ্যের মতো মোটের উপর বাংলার ভোটও শান্তিপূর্ণ ৷ ভোটগ্রহণ শেষে এবার পালা বুথ ফেরত সমীক্ষার ৷ বিভিন্ন সংস্থার সমীক্ষা বলছে, 2019-এর পুনরাবৃত্তি ঘটিয়ে ফের একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি ৷ অর্থাৎ, ক্ষমতায় আসছে এনডিএ জোট-ই ৷ অর্থাৎ, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদির কেবল সময়ের অপেক্ষা ৷

18:15 June 01

  • ফের ক্ষমতায় আসছে বিজেপি ৷ 2019-এর মতো অথবা আরও বেশি আসনে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি ৷ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে তারা ৷ শনিবার শেষ দফার লোকসভা নির্বাচনের দিন আবারও দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কুমার ৷ তিনি বলেন, "আমি যখন পূর্ব ও দক্ষিণ ভারতের কথা বলছি, তখন তার মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরলকেও অন্তর্ভুক্ত করছি ৷ 220টি আসনের কথাই যদি ধরি, সেখানে বিজেপি পারফরম্যান্স এখনও ভালো, বিহার ও বাংলায় কিছুটা ভালো পারফরম্যান্স করলেও 50টির কম আসনে জয়ী হয়েছে ৷ এবার সেখানে সব মিলিয়ে সংখ্যাটা বৃদ্ধি পাবে ৷ আমি কিন্তু কোনও রাজ্য ধরে নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করছি না ৷ তবে পূর্ব এবং দক্ষিণে বিজেপি তাদের আসন সংখ্যা এবং ভোটের হার বাড়াবে ৷"

17:54 June 01

  • বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 58.34 শতাংশ
  • বিহার - 48.86 শতাংশ
  • চণ্ডীগড়- 62.80 শতাংশ
  • হিমাচল- 66.56 শতাংশ
  • ঝাড়খণ্ড- 67.95 শতাংশ
  • ওড়িশা- 62.46 শতাংশ
  • পঞ্জাব- 55.20 শতাংশ
  • উত্তর প্রদেশ- 54 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 69.89 শতাংশ

17:41 June 01

  • কমপক্ষে 295টি আসনে জয়ী হবে 'ইন্ডিয়া' জোট, ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে ৷ আজ সপ্তম দফার ভোটের শেষ বেলায় তাঁর বাড়িতে বৈঠক করে ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি ৷ তবে এই বৈঠকে হাজির ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া জম্মু-কাশ্মীরের পিডিপও গরহাজির ছিল ৷

15:36 June 01

  • বেলা 3টে পর্যন্ত দেশের 57টি লোকসভা আসনে 49.68 শতাংশ ভোট পড়েছে
  • বিহার- 42.95 শতাংশ
  • চণ্ডীগড়- 52.61 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 58.41 শতাংশ
  • ঝাড়খণ্ড- 60.14 শতাংশ
  • ওড়িশা- 49.77 শতাংশ
  • পঞ্জাব- 46.38 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 46.83 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 58.46 শতাংশ

15:31 June 01

  • অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ভোট দিলেন সাউথ সিটির একটি স্কুলে ৷ তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ এবারও তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ ঘাটাল আসে ভোট হয়ে গিয়েছে ষষ্ঠ দফায় ৷

15:23 June 01

  • "আমি পরিষ্কার করে জানিয়েছি, ভোটের আবহাওয়া ইন্ডিয়া জোটের পক্ষে ৷ দেশের নাগরিক আমাদের সঙ্গে আছে", পটনায় ভোট দিয়ে বললেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা ৷ বিহারের ভোটার হলেও তিনি পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়া ৷

15:04 June 01

  • প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং ভোট দিলেন ৷ তিনি এদিন সাংবাদিকদের বলেন, "বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিয়েছি ৷ ইন্ডিয়া জোটের সমর্থনে প্রচার করেছি ৷"

14:50 June 01

World's highest Polling Station in Himachal Pradesh
বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত বুথ
  • বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্রটি হিমাচল প্রদেশে ৷ সেই জায়গার নাম তাশিগাংগ ৷ হিমালয়ের কোলে বরফ দিয়ে ঢাকা একটি ছোট্ট গ্রাম তাশিগাংগ রয়েছে 15 হাজার 256 ফুট উচ্চতায় ৷ এর কাছেই ভারত-চিন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি ৷ তাশিগাংগের ভোটকেন্দ্রটি মান্ডি লোকসভা আসনের অন্তর্গত ৷ এখানে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে লড়াই কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের ৷

14:33 June 01

  • উত্তর 24 পরগনার দমদম লোকসভা আসনে ভোট দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ হুগলি লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম দফায় ভোট হয়েছে হুগলি কেন্দ্রে ৷ আত্মবিশ্বাসী লকেট এদিন বলেন, "বিশাল সংখ্যক মানুষ বিজেপি-র পক্ষে ভোট দিয়েছে ৷ পশ্চিমবঙ্গে বিজেপি 30টিরও বেশি লোকসভা আসনে জয়ী হবে ৷"

13:34 June 01

  • বেলা 1টা পর্যন্ত দেশের 57টি লোকসভা আসনে 40.09 শতাংশ ভোট পড়েছে
  • বিহার- 35.65 শতাংশ
  • চণ্ডীগড়- 40.14 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 48.63 শতাংশ
  • ঝাড়খণ্ড- 46.80 শতাংশ
  • ওড়িশা- 37.64 শতাংশ
  • পঞ্জাব- 37.80 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 39.31 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 45.07 শতাংশ

13:24 June 01

  • অভিনেতা আয়ুষ্মান খুরানা ভোট দিলেন চণ্ডীগড়ের একটি বুথে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আমার ভোট দিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে আমার শহরে এসেছি ৷ মুম্বইতে এবার খুব কম ভোট পড়েছে ৷ আমাদের ভোট দেওয়া উচিত ৷ আমরা যদি ভোট না দিই, তাহলে আমাদের অভিযোগ জানানোর অধিকারও নেই ৷"

12:34 June 01

  • কলকাতার একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী নুসরত জাহান ৷ তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ তবে এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷

12:25 June 01

  • বিহারের পটনায় ভোটাধিকার প্রয়োগ করলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর সঙ্গে ছিলেন দাদা তেজস্বী যাদব ৷ লালু-পুত্র তেজস্বী এদিন হুইল চেয়ারে বসে ভোট দিতে আসেন ৷

12:14 June 01

  • অক্সিজেন সিলিন্ডার লাগানো অবস্থায় ভোট দিতে এলেন এক প্রৌঢ়া ৷ হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর জেলার একটি বুথে এমন ঘটনা ঘটেছে ৷

12:08 June 01

  • হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন রাজ্যের কংগ্রেস সভাপতি তাঁর মা প্রতিভা সিং ৷ কংগ্রেসের বিক্রমাদিত্যের লড়াই বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ৷ শনিবার হিমাচলের চারটি লোকসভা কেন্দ্র- হামিরপুর, কাংরা, মান্ডি, সিমলায় ভোটগ্রহণ চলছে ৷

11:49 June 01

  • "আমি সদ্য ভোট দিয়েছি ৷ আজ শেষ দফার ভোটে আমি সবাইকে ভোট দেওয়ার আবেদন জানাব ৷ আমি সকাল থেকে আমার কেন্দ্রে ছিলাম ৷ ভালো সাড়া পেয়েছি ৷ 'ইন্ডিয়া' জোটের নেতা-কর্মীরা আজ উচ্ছ্বসিত", ভোট দিয়ে বললেন পাটলিপুত্র লোকসভা আসনের আরজেডি প্রার্থী মিসা ভারতী ৷ তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর কন্যা ৷ শনিবার বিহারের পটনায় তিনি ভোট দেন ৷ পাটলিপুত্র লোকসভা আসনে মিসার লড়াই বিজেপির রাম কৃপাল যাদবের বিরুদ্ধে ৷ তিনি এর আগে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের নেতা ছিলেন ৷ পরে বিজেপিতে যোগ দেন ৷

11:45 June 01

  • সপ্তম তথা শেষ দফায় বেলা 11টা পর্যন্ত দেশের 57টি আসনে ভোটের হার 26.30
  • বিহার- 24.25 শতাংশ
  • চণ্ডীগড়- 25.03
  • হিমাচল প্রদেশ- 31.92
  • ঝাড়খণ্ড- 29.55
  • ওড়িশা- 22.64
  • পঞ্জাব- 23.91
  • উত্তরপ্রদেশ- 28.02
  • পশ্চিমবঙ্গ- 28.10

11:34 June 01

  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ভোট দিলেন হামিরপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অনুরাগ ঠাকুর ৷

11:32 June 01

  • বিহারের বখতিয়ারপুরের একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

11:21 June 01

  • ভোট দিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী বললেন, "আমি 11 বছর পর ভোট দিলাম ৷"

09:41 June 01

  • সকাল 9টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়ল 11.31 শতাংশ
  • বিহার- 10.58 শতাংশ
  • চণ্ডীগড়- 11.64 শতাংশ
  • হিমাচল প্রদেশ- 14.35 শতাংশ
  • ঝাড়খণ্ড- 12.15 শতাংশ
  • ওড়িশা- 7.69 শতাংশ
  • পঞ্জাব- 9.64 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 12.94 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 12.63 শতাংশ

09:34 June 01

  • বিহারের পটনায় ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিদায়ী সাংসদ রবি শঙ্কর প্রসাদ ৷ এবারও তিনি পটনা সাহিব কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসে প্রার্থী অনশুল অভিজিৎ ৷ 2019 সালের লোকসভা ভোটে রবি শঙ্কর প্রসাদ কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে পরাজিত করেন ৷

09:32 June 01

  • বারাণসীতে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী তথা উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই ৷

09:22 June 01

  • শেষ দফার ভোটে হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব চলছে ৷ হামিরপুর লোকসভা আসনের একটি বুথে ভোট দিলেন অনুরাগ ঠাকুর এবং তাঁর স্ত্রী ৷ এই কেন্দ্রটি থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে সতপাল সিং রাইজাদাকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

09:16 June 01

  • হিমাচল প্রদেশের মাণ্ডির একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এই লোকসভা আসন থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস বিক্রমাদিত্য সিংকে দাঁড় করিয়েছে ৷

08:51 June 01

  • পঞ্জাবের সাঙ্গরুর লোকসভা আসনের একটি বুথে ভোট দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ড. গুরপ্রীত কৌর ৷

08:43 June 01

  • আধ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে কলকাতায় ভোট দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ তিনি বলেন, "একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার কর্তব্য ৷ আমি সেটাই করেছি ৷ আমি 40 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম ৷ তারপর ভোট দিয়েছি ৷"

08:34 June 01

  • পটনায় ভোট দিলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাবরি দেবী এবং মেয়ে রোহিণী আচার্য ৷ তিনিও এবার সরন লোকসভা কেন্দ্রে প্রার্থী ৷ ভোট দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবী বলেন, "আমরা বিহারের 40টি আসনই জিতব ৷"

08:05 June 01

  • শেষ দফায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলির পুকুরে ভাসতে দেখা গেল ইভিএম ও ভিভি প্যাট মেশিন ৷

07:58 June 01

  • সস্ত্রীক ভোট দিলেন গোরক্ষপুরের বিদায়ী সাংসদ রবি কিষাণ ৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে তাঁর বিরুদ্ধে প্রার্থী সমাজবাদী পার্টির কাজল নিষাদ এবং বহুজন সমাজবাদী পার্টির জাভেদ আশরফ ৷

07:52 June 01

  • পঞ্জাবের জলন্ধরে সকালে ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং আপের রাজ্যসভার সাংসদ হরভজন সিং ৷

07:35 June 01

  • ভোট দেওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

07:23 June 01

  • হিমাচল প্রদেশের বিলাসপুরে ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মল্লিকা নাড্ডা ৷

07:21 June 01

  • উত্তর প্রদেশের গোরক্ষপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

07:09 June 01

  • পঞ্জাবের আনন্দপুর সাহিব আসনে প্রথম ভোটদাতা আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ৷ সপ্তম দফায় পঞ্জাবের 13টি লোকসভা আসনেই ভোট হচ্ছে ৷

06:28 June 01

আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে ভোট ৷ শনিবার দেশজুড়ে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 10 কোটিরও বেশি ভোটার ৷ লোকসভার পাশাপাশি ওড়িশার 42টি বিধানসভা আসনেও ভোটগ্রহণ হচ্ছে ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷

Last Updated : Jun 1, 2024, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.