ETV Bharat / bharat

চারশোর লক্ষ্যে ইতিমধ্যেই 100 পার করেছেন মোদি, দাবি অমিতের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: অন্ধ্রপ্রদেশে প্রচারে গিয়ে দুর্নীতির অভিযোগে ওয়াইএসআর কংগ্রেস ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে নিশানা করলেন অমিত শাহ ৷ সেই সঙ্গে বিজেপি চারশো আসনের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগোচ্ছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

ETV BHARAT
অমিত শাহ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 8:49 PM IST

ধর্মভারম (অন্ধ্রপ্রদেশ), 5 মে: তৃতীয় দফার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 400 আসনের লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাবেন ৷ চলতি লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার অন্ধ্রপ্রদেশ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, "প্রথম দুই দফার পর মোদি 100-র উপরে আসন পেয়ে গিয়েছেন ৷"

শাহের দাবি অনুযায়ী, প্রথম দু’দফার ভোটের পর প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গিয়েছেন ৷ একশো আসনের মাত্রা পার করে গিয়েছে বিজেপি ৷ তিনি বলেন, "পুরো দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তৃতীয়বারের জন্য মোদিকে তারা প্রধানমন্ত্রী করবে ৷" এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন শাহ ৷

ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারকে একহাত নেন শাহ ৷ তিনি বলেন, "গুন্ডা ও দুষ্কৃতীদের রাজত্বকে শেষ করতে অন্ধ্রপ্রদেশে বিজেপি, টিডিপি ও পবন কল্যাণের জনসেনা ঐক্যবদ্ধ হয়েছে ৷ রাজ্যের বালি মাফিয়া ও লাগাতার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অমরাবতীকে আবারও অন্ধ্রের রাজধানী করতে মরিয়া আমরা ৷" উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ যেখানে গতবারের প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তেলেগু দেশম পার্টি, এবার একসঙ্গে লড়ছে ৷

গতবছরই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ জামিনে মুক্ত হয়েই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন ৷ সঙ্গে ছিল দক্ষিণের তারকা অভিনেতা পবন কল্যাণের জনসেনা ৷ 2019 সালে বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়া জগনমোহন রেড্ডির বিরুদ্ধে একযোগে লড়ছে তারা ৷ এদিনের প্রচারসভা থেকে জগনমোহনের সরকারের বিরুদ্ধে মাফিয়া রাজ ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন অমিত শাহ ৷

এদিন দুর্নীতির বিরুদ্ধে অমিত শাহ বলেন, "আমি এখানে এসেছি মোদির গ্যারান্টি নিয়ে ৷ আপনারা অন্ধ্রপ্রদেশ বিধানসভায় চন্দ্রবাবু নাইডুকে ভোট দিন ৷ আর কেন্দ্রে নরেন্দ্র মোদিকে ভোট দিন ৷" অমিত শাহ প্রতিশ্রুতি দেন, আগামী দু’বছরে পোলাভারম জলপ্রকল্পের কাজ শেষ হয়ে যাবে ৷ এর ফলে চাষীদের আর জলের কষ্ট হবে না ফসল ফলাতে ৷

আরও পড়ুন:

  1. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য- অকপট প্রধানমন্ত্রী মোদি
  2. আমেঠি ছেড়ে রায়বরেলিতে প্রার্থী হয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল ?
  3. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির

ধর্মভারম (অন্ধ্রপ্রদেশ), 5 মে: তৃতীয় দফার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 400 আসনের লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাবেন ৷ চলতি লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার অন্ধ্রপ্রদেশ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, "প্রথম দুই দফার পর মোদি 100-র উপরে আসন পেয়ে গিয়েছেন ৷"

শাহের দাবি অনুযায়ী, প্রথম দু’দফার ভোটের পর প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গিয়েছেন ৷ একশো আসনের মাত্রা পার করে গিয়েছে বিজেপি ৷ তিনি বলেন, "পুরো দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তৃতীয়বারের জন্য মোদিকে তারা প্রধানমন্ত্রী করবে ৷" এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন শাহ ৷

ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারকে একহাত নেন শাহ ৷ তিনি বলেন, "গুন্ডা ও দুষ্কৃতীদের রাজত্বকে শেষ করতে অন্ধ্রপ্রদেশে বিজেপি, টিডিপি ও পবন কল্যাণের জনসেনা ঐক্যবদ্ধ হয়েছে ৷ রাজ্যের বালি মাফিয়া ও লাগাতার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অমরাবতীকে আবারও অন্ধ্রের রাজধানী করতে মরিয়া আমরা ৷" উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ যেখানে গতবারের প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তেলেগু দেশম পার্টি, এবার একসঙ্গে লড়ছে ৷

গতবছরই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ জামিনে মুক্ত হয়েই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ শিবিরে যোগ দিয়েছিলেন ৷ সঙ্গে ছিল দক্ষিণের তারকা অভিনেতা পবন কল্যাণের জনসেনা ৷ 2019 সালে বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়া জগনমোহন রেড্ডির বিরুদ্ধে একযোগে লড়ছে তারা ৷ এদিনের প্রচারসভা থেকে জগনমোহনের সরকারের বিরুদ্ধে মাফিয়া রাজ ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন অমিত শাহ ৷

এদিন দুর্নীতির বিরুদ্ধে অমিত শাহ বলেন, "আমি এখানে এসেছি মোদির গ্যারান্টি নিয়ে ৷ আপনারা অন্ধ্রপ্রদেশ বিধানসভায় চন্দ্রবাবু নাইডুকে ভোট দিন ৷ আর কেন্দ্রে নরেন্দ্র মোদিকে ভোট দিন ৷" অমিত শাহ প্রতিশ্রুতি দেন, আগামী দু’বছরে পোলাভারম জলপ্রকল্পের কাজ শেষ হয়ে যাবে ৷ এর ফলে চাষীদের আর জলের কষ্ট হবে না ফসল ফলাতে ৷

আরও পড়ুন:

  1. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য- অকপট প্রধানমন্ত্রী মোদি
  2. আমেঠি ছেড়ে রায়বরেলিতে প্রার্থী হয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল ?
  3. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.