ETV Bharat / bharat

বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরী, জারি লাল সতর্কতা; ট্রেন-বিমান পরিষেবা ব্যাহত - Heavy Rains in Mumbai

Mumbai Rains Trigger Red Alert: টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত মুম্বইও ৷ ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে লাল সতর্কতা ৷ মায়ানগরীতে ব্যাহত হয়েছে লোকাল ট্রেন ও বিমান পরিষেবা ৷ জলে ডুবে মৃত্যু হয়েছে 45 বছর বয়সি মহিলার ৷

Heavy Rains in Mumbai
মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত (ছবি সূত্র- সংবাদ সংস্থা পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 2:27 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ৷ জলমগ্ন সিটি অফ জয়-সহ বাংলার একাধিক জায়গা ৷ প্লাবিত গ্রামের পর গ্রাম ৷ অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরীও ৷ ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বই-সহ তার আশপাশের অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি করেছে ৷

আন্ধেরিতে নাগাড়ে বৃষ্টির ফলে নর্দমা ছাপিয়ে রাস্তায় জল জমে যায় ৷ সেই নর্দমায় পড়ে ডুবে মৃত্যু হয়েছে 45 বছর বয়সি এক মহিলার । বুধবার রাত 9টা 20 মিনিটে এমআইডিসির 8 নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে ৷ স্থানীয় পুলিশ এবং দমকল গিয়ে মহিলাকে উদ্ধার করে ৷ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ তবে সেখানে পৌঁছনোর পর মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুম্বইয়ে ৷ বন্ধ রয়েছে স্কুল ৷ লোকাল ট্রেন ও বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে ৷ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি এলাকায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৷ সেন্ট্রাল লাইনে লোকাল ট্রেনগুলি কুর্লা এবং থানের মধ্যে দাঁড়িয়ে পড়ে ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে হাজার হাজার যাত্রী আটকে পড়েন ।

আইএমডি আগেই কমলা সতর্কতা জারি করেছিল ৷ এবার মুম্বই এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তা আপগ্রেড করে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)-এর তথ্য অনুসারে, দ্বীপ শহর, পূর্ব শহরতলির এবং পশ্চিম শহরতলিতে যথাক্রমে 87.79 মিমি, 167.48 মিমি এবং 95.57 মিমি বৃষ্টিপাত হয়েছে । মানখুর্দ এলাকায় সর্বোচ্চ 276 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ তারপরেই রয়েছে ভান্ডুপ এবং পাওয়াই, যেখানে যথাক্রমে 275 মিমি এবং 274 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷

Heavy Rains in Mumbai
বৃষ্টির কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা স্টেশনে আটকে পড়েছেন (ছবি সূত্র- সংবাদ সংস্থা পিটিআই)

বিদ্যাবিহার এবং মুলুন্দের মধ্যে বিভিন্ন লাইনে জল জমেছে ৷ এর ফলে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন সেন্ট্রাল রেলওয়ের আধিকারিকরা ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সেন্ট্রাল রেলওয়ে দাবি করেছে, শহরতলির ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলছে ৷ যদিও যাত্রীরা ট্রেন দেরি এবং অতিরিক্ত ভিড়ের অভিযোগ করেছেন ।

মুম্বই, 26 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ৷ জলমগ্ন সিটি অফ জয়-সহ বাংলার একাধিক জায়গা ৷ প্লাবিত গ্রামের পর গ্রাম ৷ অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মায়ানগরীও ৷ ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বই-সহ তার আশপাশের অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি করেছে ৷

আন্ধেরিতে নাগাড়ে বৃষ্টির ফলে নর্দমা ছাপিয়ে রাস্তায় জল জমে যায় ৷ সেই নর্দমায় পড়ে ডুবে মৃত্যু হয়েছে 45 বছর বয়সি এক মহিলার । বুধবার রাত 9টা 20 মিনিটে এমআইডিসির 8 নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে ৷ স্থানীয় পুলিশ এবং দমকল গিয়ে মহিলাকে উদ্ধার করে ৷ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ তবে সেখানে পৌঁছনোর পর মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

বৃষ্টির পরিমাণ বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুম্বইয়ে ৷ বন্ধ রয়েছে স্কুল ৷ লোকাল ট্রেন ও বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে ৷ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি এলাকায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ৷ সেন্ট্রাল লাইনে লোকাল ট্রেনগুলি কুর্লা এবং থানের মধ্যে দাঁড়িয়ে পড়ে ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে হাজার হাজার যাত্রী আটকে পড়েন ।

আইএমডি আগেই কমলা সতর্কতা জারি করেছিল ৷ এবার মুম্বই এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে তা আপগ্রেড করে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)-এর তথ্য অনুসারে, দ্বীপ শহর, পূর্ব শহরতলির এবং পশ্চিম শহরতলিতে যথাক্রমে 87.79 মিমি, 167.48 মিমি এবং 95.57 মিমি বৃষ্টিপাত হয়েছে । মানখুর্দ এলাকায় সর্বোচ্চ 276 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ তারপরেই রয়েছে ভান্ডুপ এবং পাওয়াই, যেখানে যথাক্রমে 275 মিমি এবং 274 মিমি বৃষ্টিপাত হয়েছে ৷

Heavy Rains in Mumbai
বৃষ্টির কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা স্টেশনে আটকে পড়েছেন (ছবি সূত্র- সংবাদ সংস্থা পিটিআই)

বিদ্যাবিহার এবং মুলুন্দের মধ্যে বিভিন্ন লাইনে জল জমেছে ৷ এর ফলে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন সেন্ট্রাল রেলওয়ের আধিকারিকরা ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সেন্ট্রাল রেলওয়ে দাবি করেছে, শহরতলির ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলছে ৷ যদিও যাত্রীরা ট্রেন দেরি এবং অতিরিক্ত ভিড়ের অভিযোগ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.